ETV Bharat / city

অবৈধ কাজকর্মের অভিযোগে জেলাশাসকের দ্বারস্থ বার অ্যাসোসিয়েশনের সদস্যরা

অবৈধ কাজকর্মের অভিযোগ তুলে গতকাল জেলাশাসকের দ্বারস্থ হলেন মালদা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা।

কনজ়িউমার ফোরাম
author img

By

Published : Mar 2, 2019, 9:01 PM IST


মালদা, ১ মার্চ :

কনজ়িউমার ফোরামের সভাপতির বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে। তবে জেলাশাসক দপ্তরে না থাকায় ডেপুটেশন দিতে পারেননি আইনজীবীরা। গত ১০ মাস ধরে কনজ়িউমার ফোরাম বয়কট করেছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই অবস্থায় কী ভাবে কনজ়িউমার ফোরাম চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। গতকাল জেলাশাসকের সঙ্গে আইনজীবীদের আলোচনার কথা ছিল।

প্রসঙ্গত, ক্রেতাদের সুরক্ষা দিতে ১৯৯৯ সালে সেপ্টেম্বর মাসে কনজ়িউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তৈরি হয়। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মালদা জেলাতেও তৈরি হয় কনজ়িউমার ফোরাম। কিন্তু প্রায় ১০ মাস ধরে এই কনজ়িউমার ফোরাম বয়কট করেছেন আইনজীবীরা। তারপর থেকে আইনজীবী ছাড়াই চলছে কনজ়িউমার ফোরাম। বর্তমানে মালদা জেলা কনজ়িউমার ফোরামের সভাপতি শ্রীমতি কৃষ্ণা পোদ্দার। অভিযোগ, কনজ়িউমার ফোরামের সভাপতি আদালতের মধ্যেই আইনজীবীদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেন। এই বিষয়ে সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু সেখানেও তিনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ। এরপর থেকেই কনজ়িউমার ফোরাম বয়কট করেন আইনজীবীরা।

মালদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবকিশোর মজুমদার বলেন, "গত বছর ২৮ এপ্রিল থেকে কনজ়িউমার ফোরাম বন্ধ হয়ে আছে। ফোরামের সভাপতির আইনজীবীদের প্রতি দুর্ব্যবহার ও আদালতের মধ্যে অশালীন ভাষা ব্যবহারের কারণে আমরাই সিজ় ওয়ার্ক করেছি। আমরা বার অ্যাসোসিয়েশন থেকে তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উনি খারাপ ব্যবহার করেছেন। তারপর থেকেই ক্রেতা সুরক্ষা আদালত বয়কট করা হয়েছে। এরপরে আমরা কনজ়িউমার অ্যাফেয়ারর্সের সম্পাদক, মন্ত্রী সবার কাছেই অভিযোগ জানিয়েছি। এরপরে কোনও পদক্ষেপ নিতে হলে জেলাশাসকের মাধ্যম হয়ে যেতে।" তিনি আরও বলেন, "গতকাল জেলাশাসক বার্তা দিয়েছিলেন আজ তিনি বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু তিনি দপ্তরে ছিলেন না। জেলাশাসক যাঁকে দায়িত্ব দিয়ে গেছেন তাঁর কাছে ডেপুটেশন দেওয়া কিংবা না দেওয়া সমান। আমরা জেলাশাসকের সঙ্গেই কথা বলব। বর্তমানে কনজ়িউমার ফোরাম আইনজীবী ছাড়াই চলছে। কিন্তু ফোরামে অবৈধ কাজ কর্মও হচ্ছে। সেই কারণেরই আমরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছি।" আজ কনজ়িউমার ফোরামের সভাপতি কৃষ্ণা পোদ্দারকে দপ্তরে পাওয়া যায়নি। তবে ফোরাম সূত্রে খবর, তিনি দপ্তরে এসেছিলেন। ফোরামের কাজও যথারীতি চলছে।

undefined
শুনুন দেবকিশোর মজুমদারের বক্তব্য


মালদা, ১ মার্চ :

কনজ়িউমার ফোরামের সভাপতির বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগও উঠেছে। তবে জেলাশাসক দপ্তরে না থাকায় ডেপুটেশন দিতে পারেননি আইনজীবীরা। গত ১০ মাস ধরে কনজ়িউমার ফোরাম বয়কট করেছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই অবস্থায় কী ভাবে কনজ়িউমার ফোরাম চলছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। গতকাল জেলাশাসকের সঙ্গে আইনজীবীদের আলোচনার কথা ছিল।

প্রসঙ্গত, ক্রেতাদের সুরক্ষা দিতে ১৯৯৯ সালে সেপ্টেম্বর মাসে কনজ়িউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট তৈরি হয়। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে মালদা জেলাতেও তৈরি হয় কনজ়িউমার ফোরাম। কিন্তু প্রায় ১০ মাস ধরে এই কনজ়িউমার ফোরাম বয়কট করেছেন আইনজীবীরা। তারপর থেকে আইনজীবী ছাড়াই চলছে কনজ়িউমার ফোরাম। বর্তমানে মালদা জেলা কনজ়িউমার ফোরামের সভাপতি শ্রীমতি কৃষ্ণা পোদ্দার। অভিযোগ, কনজ়িউমার ফোরামের সভাপতি আদালতের মধ্যেই আইনজীবীদের উদ্দেশ্যে অশালীন ভাষা ব্যবহার করেন। এই বিষয়ে সভাপতির সঙ্গে আলোচনায় বসেছিলেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কিন্তু সেখানেও তিনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ। এরপর থেকেই কনজ়িউমার ফোরাম বয়কট করেন আইনজীবীরা।

মালদা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবকিশোর মজুমদার বলেন, "গত বছর ২৮ এপ্রিল থেকে কনজ়িউমার ফোরাম বন্ধ হয়ে আছে। ফোরামের সভাপতির আইনজীবীদের প্রতি দুর্ব্যবহার ও আদালতের মধ্যে অশালীন ভাষা ব্যবহারের কারণে আমরাই সিজ় ওয়ার্ক করেছি। আমরা বার অ্যাসোসিয়েশন থেকে তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু উনি খারাপ ব্যবহার করেছেন। তারপর থেকেই ক্রেতা সুরক্ষা আদালত বয়কট করা হয়েছে। এরপরে আমরা কনজ়িউমার অ্যাফেয়ারর্সের সম্পাদক, মন্ত্রী সবার কাছেই অভিযোগ জানিয়েছি। এরপরে কোনও পদক্ষেপ নিতে হলে জেলাশাসকের মাধ্যম হয়ে যেতে।" তিনি আরও বলেন, "গতকাল জেলাশাসক বার্তা দিয়েছিলেন আজ তিনি বার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু তিনি দপ্তরে ছিলেন না। জেলাশাসক যাঁকে দায়িত্ব দিয়ে গেছেন তাঁর কাছে ডেপুটেশন দেওয়া কিংবা না দেওয়া সমান। আমরা জেলাশাসকের সঙ্গেই কথা বলব। বর্তমানে কনজ়িউমার ফোরাম আইনজীবী ছাড়াই চলছে। কিন্তু ফোরামে অবৈধ কাজ কর্মও হচ্ছে। সেই কারণেরই আমরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছি।" আজ কনজ়িউমার ফোরামের সভাপতি কৃষ্ণা পোদ্দারকে দপ্তরে পাওয়া যায়নি। তবে ফোরাম সূত্রে খবর, তিনি দপ্তরে এসেছিলেন। ফোরামের কাজও যথারীতি চলছে।

undefined
শুনুন দেবকিশোর মজুমদারের বক্তব্য
Intro:মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে মৌসম।


Body:মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে মৌসম।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.