মালদা, 30 জুন : দেশে ক্রমাগত বেড়েই চলেছে পেট্রল-ডিজ়েলের দাম । এবার সেই দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামল বাম ও কংগ্রেস । রবিবার দুপুরে মালদা শহরের টাউন হল থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে তারা । এরপর জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন দুই দলের নেতৃত্ব ।
দু'দিন আগেই তৃণমূলের জেলা সভানেত্রী সাংবাদিক বৈঠক ডেকে পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছিলেন । এরপর একই অভিযোগে প্রতিবাদ মিছিল বের করল বাম-কংগ্রেস জোট । কোরোনা আবহে শারীরিক দূরত্ব না মেনেই বিক্ষোভ মিছিল করে তারা । সারা শহর পরিক্রমা শেষে জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট ও কংগ্রেস নেতৃত্ব । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি, সুজাপুরের বিধায়ক ইশা খান চৌধুরি, চাঁচলের বিধায়ক আসিফ মেহেবুব, মালদা বিধানসভার বিধায়ক অর্জুন হালদার, হরিশ্চন্দ্রপুরের বিধায়ক ও কংগ্রেসের জেলা সভাপতি মোস্তাক আলম, বামফ্রন্টের জেলা সমম্পাদক অম্বর মিত্র সহ দুই দলের কর্মীরা ।
সাংসদ আবু হাসেম খান চৌধুরি বলেন, “ সারা বিশ্বে পেট্রলিয়ামের দাম কমছে । অথচ আমাদের দেশে দিনের পর দিন পেট্রলিয়ামজাত দ্রব্যের দাম বেড়েই চলেছে । তার প্রতিবাদে AICC, ACC সকলে একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি । এটা কোনও রাজনৈতিক দলের বিষয় নয়, এটা আমাদের দেশের বিষয় । যখন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে, তখন থেকে একটার পর এক ভুল করে যাচ্ছে । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি । আমরা কেন্দ্রীয় সরকারের কাছে তেলের দাম বাড়ানোর কারণ জানতে চাই । ”