মালদা, ৩০ অগস্ট : জন্মাষ্টমীর সকালে মালদা রামকৃষ্ণ মিশনে প্রথা মেনে দুর্গার কাঠামো পুজাে অনুষ্ঠিত হল । পাশাপাশি জন্মাষ্টমীর পুজোও হল ৷ তবে করোনা পরিস্থিতিতে বেশি ভক্তকে মিশনে দেখা যায়নি । আগামিকাল দুর্গার কাঠামো বুলবুলচণ্ডীতে মৃৎশিল্পীর কাছে প্রতিমা তৈরির জন্য পাঠানো হবে । অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশনের কুমারী পুজো জেলাবাসীর কাছে আবেগের । গত বছর করোনা আবহে কুমারী পুজো বন্ধ রাখা হয়েছিল । এবছর পরিস্থিতি বিচার করে শেষ মুহূর্তে কুমারী পুজো সংক্রান্ত সিদ্ধান্ত নেবে মিশন কর্তৃপক্ষ ।
জন্মাষ্টমীতে কাঠামো পুজো কেন করা হয় তা ইটিভি ভারতকে জানালেন স্বামী ত্যাগরূপানন্দজী ৷ মহারাজ বলেন, "ভবিষ্যৎ বাণী ছিল, দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান কংসের হত্যাকারী হবে ৷ এই ভবিষ্যৎ বাণীর পরই কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দি করে রাখেন । সেখানে দেবকী পুত্রসন্তানের জন্ম দেন । যেদিন কৃষ্ণের জন্ম হয় সেদিনই রাতে নিরাপত্তারক্ষীরা ঘুমিয়ে পড়েছিল ৷ সেই সুযোগে বাসুদেব যমুনা পার করে কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে চলে যান । সেখানে নন্দের বাড়িতে কৃষ্ণকে রেখে একটি কন্যাসন্তানকে বাসুদেব নিয়ে আসেন । কংস পরদিন সকালে এসে দেখেন দেবকী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন । কংস সেই শিশুকন্যাকে আছাড় মারতে যান । তখনই কংসের হাত থেকে শিশুকন্যা আকাশে মিলিয়ে যায় । কৃষ্ণের জন্মের দিনেই ভগবতী বা এই কন্যা সন্তানের জন্ম হয়েছিল । পুরানের কথা অনুযায়ী, এই কারণেই জন্মাষ্টমীতে দুর্গার কাঠামো পূজা হয়ে থাকে ।"
মহারাজ জানান, এদিন মিশনে কাঠামো পুজো হল ৷ এরপর এই কাঠামো বুলবুলচণ্ডীর কারিগরের কাছে পাঠানো হবে প্রতিমা তৈরির জন্য ৷ বিসর্জনের পর সেই কাঠামো আবার ফিরিয়ে আনা হবে । পরের বছর তাতেই আবার হবে মূর্তি তৈরি ৷
মালদা জেলায় রামকৃষ্ণ মিশনের কুমারী পুজোও বেশ নামকরা । এনিয়েই মহারাজ একটি তথ্য দিলেন ৷ তিনি জানালেন, কুমারী পুজো দুর্গাপুজোর আবশ্যিক অংশ নয় । কুমারী পুজো ছাড়াও দুর্গাপুজো করা সম্ভব ৷ গতবছর করোনার প্রভাবে মিশনের কুমারী পুজো বন্ধ রাখা হয়েছিল । পুরোহিত-সহ অনেকেরই করোনা হয়েছিল ৷ সেই কারণে বেলুড় মঠের নির্দেশে কুমারী পুজো বন্ধ রাখা হয়েছিল । তবে এবছর আবার কুমারী পুজো করার চিন্তাভাবনা চলছে । এখনও কুমারী নির্বাচনের কাজ হয়নি । করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে পুজোর কাছাকাছি সময়ে পৌঁছে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে ৷
আরও পড়ুন : Durga Puja Meeting : করোনা আবহে দুর্গাপুজো নিয়ে কমিটিগুলির সঙ্গে বৈঠক জয়নগর প্রশাসনের