ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর সফরের আগে মালদায় ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান পৌরসভার - Old Malda Municipality related news

মঙ্গলবার মালদা জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ৷ তার আগে গতকাল সকাল থেকেই শহরের ফুটপাথগুলি জবরদখল মুক্ত করতে পুরাতন মালদা পৌরসভার তরফে শুরু হয়েছে অভিযান ৷ পথে নেমেছেন খোদ পৌরপ্রধান ৷

মালদা
author img

By

Published : Nov 18, 2019, 3:56 AM IST

Updated : Nov 18, 2019, 11:23 PM IST

মালদা, 18 নভেম্বর : ফুটপাথ ও তার ব্যবহার প্রায় ভুলতেই বসেছিলেন মালদার সাধারণ মানুষ ৷ শহরের বেশিরভাগ ফুটপাথের আজ প্রায় অস্তিত্ব নেই বললেই চলে ৷ কারণ জবরদখল ৷ কোথাও শপিংমলের দখলে তো কোথাও ঠিকাদারদের দখলে ৷ অভিযোগ জানাতে সাধারণ মানুষ ছুটে বেড়িয়েছেন কাউন্সিলর থেকে পৌরপ্রধান সকলের কাছে ৷ কিন্তু কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে কিছুদিনের জন্য হলেও শহরের ফুটপাথগুলি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে উঠতে চলেছে ৷ সৌজন্যে মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফর ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : কমিশনের 'নিষিদ্ধ' গান বাজালেন বাবুল

গতকাল সকাল থেকেই শহরের ফুটপাথগুলি জবরদখল মুক্ত করতে পুরাতন মালদা পৌরসভার তরফে শুরু হয়েছে অভিযান ৷ রাস্তার ধারে অবৈধভাবে মজুত করা নির্মাণ সামগ্রী খালি করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে হাজির হয়েছিলেন খোদ পৌরপ্রধান কার্তিক ঘোষ । মঙ্গলবার জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ৷ সে দিন বিকেলে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠক করে তিনি রাত্রিবাস করবেন পুরাতন মালদার মহানন্দা ভবনে ৷

আরও পড়ুন :কলকাতায় শীতের আমেজ, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

মালদা থেকে বুলবুলচণ্ডী মোড় হয়ে একটি রাস্তাটি চলে গেছে নালাগোলা পর্যন্ত ৷ বুলবুলচণ্ডী মোড়টি জনবহুল ৷ প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে ৷ অথচ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার দু'ধারে অবৈধভাবে মজুত করা হচ্ছে বালি-ইট-পাথর ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী ৷ কিন্তু কোনও ফল মেলেনি ।

আরও পড়ুন :মানকরে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা

অবশেষে ফুটপাথ জবরদখল মুক্ত করতে নড়েচড়ে বসেছে পুরাতন মালদা পৌরসভা । শহরের যে সমস্ত রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলি ঘুরে ঘুরে পরিষ্কারের নির্দেশ দেন পৌরপ্রধান কার্তিক ঘোষ । তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে মালদায় আসছেন । তিনি আমাদের এলাকাতেই রাত্রিবাস করবেন ৷ তাঁর যাতায়াতের যাতে কোনও অসুবিধে না হয় তাই আজ রাস্তার ধারে মজুত বালি-পাথর সরিয়ে নিতে বলা হয়েছে ব্যবসায়ীদের ৷ শহর যেন কোথাও অপরিষ্কার না থাকে তার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আজ অভিযানে বেরিয়েছি ৷ "

মালদা, 18 নভেম্বর : ফুটপাথ ও তার ব্যবহার প্রায় ভুলতেই বসেছিলেন মালদার সাধারণ মানুষ ৷ শহরের বেশিরভাগ ফুটপাথের আজ প্রায় অস্তিত্ব নেই বললেই চলে ৷ কারণ জবরদখল ৷ কোথাও শপিংমলের দখলে তো কোথাও ঠিকাদারদের দখলে ৷ অভিযোগ জানাতে সাধারণ মানুষ ছুটে বেড়িয়েছেন কাউন্সিলর থেকে পৌরপ্রধান সকলের কাছে ৷ কিন্তু কোনও সুরাহা হয়নি ৷ অবশেষে কিছুদিনের জন্য হলেও শহরের ফুটপাথগুলি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য হয়ে উঠতে চলেছে ৷ সৌজন্যে মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফর ৷

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন : কমিশনের 'নিষিদ্ধ' গান বাজালেন বাবুল

গতকাল সকাল থেকেই শহরের ফুটপাথগুলি জবরদখল মুক্ত করতে পুরাতন মালদা পৌরসভার তরফে শুরু হয়েছে অভিযান ৷ রাস্তার ধারে অবৈধভাবে মজুত করা নির্মাণ সামগ্রী খালি করতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে হাজির হয়েছিলেন খোদ পৌরপ্রধান কার্তিক ঘোষ । মঙ্গলবার জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক ৷ সে দিন বিকেলে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠক করে তিনি রাত্রিবাস করবেন পুরাতন মালদার মহানন্দা ভবনে ৷

আরও পড়ুন :কলকাতায় শীতের আমেজ, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

মালদা থেকে বুলবুলচণ্ডী মোড় হয়ে একটি রাস্তাটি চলে গেছে নালাগোলা পর্যন্ত ৷ বুলবুলচণ্ডী মোড়টি জনবহুল ৷ প্রতিদিন অনেক যানবাহন চলাচল করে ৷ অথচ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার দু'ধারে অবৈধভাবে মজুত করা হচ্ছে বালি-ইট-পাথর ৷ প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকাবাসী ৷ কিন্তু কোনও ফল মেলেনি ।

আরও পড়ুন :মানকরে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিল দুষ্কৃতীরা

অবশেষে ফুটপাথ জবরদখল মুক্ত করতে নড়েচড়ে বসেছে পুরাতন মালদা পৌরসভা । শহরের যে সমস্ত রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সম্ভাবনা রয়েছে সে গুলি ঘুরে ঘুরে পরিষ্কারের নির্দেশ দেন পৌরপ্রধান কার্তিক ঘোষ । তিনি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে মালদায় আসছেন । তিনি আমাদের এলাকাতেই রাত্রিবাস করবেন ৷ তাঁর যাতায়াতের যাতে কোনও অসুবিধে না হয় তাই আজ রাস্তার ধারে মজুত বালি-পাথর সরিয়ে নিতে বলা হয়েছে ব্যবসায়ীদের ৷ শহর যেন কোথাও অপরিষ্কার না থাকে তার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আজ অভিযানে বেরিয়েছি ৷ "

Intro:মালদা, ১৭ নভেম্বর: ফুটপাথ ব্যবহারের অধিকার যেন হারিয়ে ফেলেছিল শহরবাসী। শহরের ফুটপাথগুলি কখনও শপিং মলের দখলে কখনও বা ঠিকাদারদের গোডাউন হয়ে উঠেছিল। সাধারণ মানুষ কাউন্সিলর থেকে পৌরপ্রধান সকলের কাছেই নিজেদের অভিযোগ নিয়ে ছুটে বেড়িয়েছেন। কিন্তু ফল মেলেনি। অবশেষে শহরের ফুটপাথ কিছুদিনের জন্য হলেও সাধারণ মানুষের ব্যবহারের যোগ্য হয়ে উঠতে চলেছে। সৌজন্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফর। সকাল থেকেই রাস্তার ধারে অবৈধভাবে মজুত করা নির্মাণ সামগ্রী খালি করতে চলেছে অভিযান। পুলিশকে সঙ্গে নিয়ে অভিযানে হাজির খোদ পৌরপ্রধান।Body:আগামী মঙ্গলবার জেলায় প্রশাসনিক বৈঠক করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেলে মালদা কলেজ অডিটোরিয়ামে বৈঠক করে তিনি রাত্রিবাস করবেন পুরাতন মালদার মহানন্দা ভবনে৷ মালদা থেকে বুলবুলচণ্ডী মোড় হয়ে এই রাস্তাটি চলে গেছে নালাগোলা পর্যন্ত৷ মোড়টি অত্যন্ত জনবহুল৷ প্রতিদিন প্রচুর যাত্রীবাহী যানবাহন এই মোড় দিয়ে চলাচল করে৷ অথচ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তার দু’ধারে চলছে বালি-ইট-পাথরের অবৈধ মজুতদারি৷ প্রতিবাদে সরব হয়েছিলেন এলাকার মানুষ৷ কিন্তু কোনও ফল মেলেনি। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদের ভাষা অ্যাডজাস্টমেন্টে পরিণত হয়ে উঠেছে৷ স্থানীয়দের অভিযোগ, এই ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক মহলের ওঠা বসা। পুলিশের পকেট গরম করতেও এরা পারদর্শী৷ তাই চোখ খোলা থাকলেও মুখ বন্ধ করে নিতে হয়েছে।
অবশেষে ফুটপাথ জবরদখল মুক্ত করতে নড়েচড়ে বসেছে পুরাতন মালদা পৌরসভা। মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরের আগে পুলিশকে সঙ্গে নিয়ে খোদ জবরদখল মুক্ত করতে খোদ রাস্তায় নেমেছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। মুখ্যমন্ত্রীর যে রাস্তা দিয়ে যাতায়াতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত রাস্তা ঘুরে ঘুরে রাস্তা পরিষ্কারের নির্দেশ দেন কার্তিকবাবু। হঠাৎ এমন নির্দেশে স্তম্ভিত হলেও নির্দেশ পালন করেন ব্যবসায়ীরা।
Conclusion:কার্তিকবাবু বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে মালদায় আসছেন। তিনি আমাদের এলাকাতেই রাত্রিবাস করবেন৷ তাঁর যাতায়াতের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য আজ রাস্তার ধারে মজুত থাকা বালি-পাথর সরিয়ে নিতে বলা হয়েছে ব্যবসায়ীদের৷ শহর যেন কোথাও অপরিষ্কার না থাকে তার জন্য প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা আজ অভিযানে বেরিয়েছি৷”
Last Updated : Nov 18, 2019, 11:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.