মালদা, 25 সেপ্টেম্বর : গঙ্গার ভাঙনে বিপদ আরও বাড়ল কালিয়াচক 3 ব্লকে৷ ওই ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের পারলালপুর ঘাট এলাকায় শুরু হয়েছে গঙ্গার ভাঙন৷ ভাঙনে ফাটল ধরেছে রাস্তায় ৷ ভেঙে গেছে একটি কালভার্টও৷ নদীর জল ঢুকতে শুরু করেছে পারলালপুর, পার অনুপনগর-সহ একাধিক গ্রামে৷ জলবন্দী হয়ে পড়েছেন ওই এলাকার প্রায় 8 হাজার মানুষ৷ এলাকার যোগাযোগ ব্যবস্থাও কার্যত বিচ্ছিন্ন ৷ অনেকটা ঘুর পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে মানুষকে৷ যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে৷ যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে৷
গত কয়েকদিন ধরেই নাগাড়ে জলস্তর বাড়ছে গঙ্গা, ফুলহর, মহানন্দা-সহ জেলার প্রতিটি নদীর৷ মূলত উত্তরপ্রদেশ ও বিহারে ব্যাপক বৃষ্টি শুরু হওয়ায় সেখানকার নদীগুলির জল নেমে আসছে৷ এতেই জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ৷ আজ গঙ্গার জলস্তর রয়েছে 25.48 মিটার৷ যা চূড়ান্ত বিপদসীমা থেকে 18 সেন্টিমিটার বেশি ৷ গঙ্গার জল ইতিমধ্যেই ঢুকে পড়েছে মানিকচক ও রতুয়া 1 ব্লকে৷ গতকাল গঙ্গার জলের তোড়ে কেটে যায় কালিয়াচক 3 ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রাম পঞ্চায়েতের পারলালপুর এলাকার মূল রাস্তা ৷ ভেসে যায় ওই এলাকার একটি কালভার্টও৷ সেই কাটা এলাকা দিয়ে নদীর জল ঢুকতে শুরু করে গ্রামগুলিতে৷ এদিকে গঙ্গার জলস্তর বৃদ্ধিও অব্যাহত৷ আজ সেখানে পরিস্থিতি আরও ঘোরালো আকার নিয়েছে বলে দাবি গ্রামবাসীদের৷
এলাকার বাসিন্দা মহম্মদ মণিরুল ইসলাম বলেন, "পারদেওনাপুর, খোঁয়ারপাড়া, পারলালপুর, পোস্ট অফিসপাড়া, গোলাপ মণ্ডলপাড়া এলাকাগুলিতে গঙ্গার জল ঢুকে পড়েছে ৷ এই মুহূর্তে গোটা এলাকায় প্রবল তোড়ে বইছে গঙ্গার জল৷ গতকাল সন্ধে নাগাদ ধুলিয়ান রোডটি জলের তোড়ে ফেটে গেছে৷ শুধু সেখানেই নয়, জলের চাপে আরও দুটি জায়গায় সেই রাস্তা কেটে গেছে৷ প্রতি বছর আমাদের এই দুর্গতি হয় ৷ কিন্তু এখানে কোনওদিন ভালো করে রাস্তা নির্মাণ করা হয় না৷ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত দুর্গত পরিবারপিছু 8 কিলো করে চাল আর কয়েকটি ত্রিপল দেওয়া হয়েছে৷ তবে কোনও নৌকো দেওয়া হয়নি ৷''
স্থানীয়দের দাবি, ''প্রশাসনের বোঝা উচিত, জলবন্দী লোকগুলো কোথায় ত্রিপল টাঙাবে, কোথায় বা চাল রান্না করবে ৷ আমরা ত্রাণের আগে এখানে উন্নত মানের রাস্তা চাই ৷ জল নেমে যাওয়ার পরেই প্রশাসন যেন এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে৷ আমরা স্থানীয় বিধায়ক ও সাংসদের কাছেও একই দাবি রাখছি ৷"
এব্যাপারে কালিয়াচক 3 ব্লকের BDO গৌতম দত্ত জানাচ্ছেন, ''ক্রমাগত জলস্তর বৃদ্ধিতে পারলালপুর এলাকায় গঙ্গার জল ঢুকতে শুরু করেছে। ওই এলাকায় একটি রাস্তা কেটে গ্রামে জল ঢুকতে শুরু করেছে ৷ সেখানে দুর্গত মানুষজনকে ইতিমধ্যেই ত্রাণ দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ রাস্তা মেরামতির কাজ এই মুহূর্তে করা সম্ভব নয়৷ জলস্তর স্থির হলেই সেই কাজে হাত দেওয়া হবে ৷ তবে রাস্তার কাটা অংশ দিয়ে যাতে জল গ্রামে ঢুকতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে ৷ দুর্গত মানুষজনকে স্থানীয় পারলালপুর হাইস্কুলে চলে যেতে বলা হয়েছে ৷ এদিকে জেলা সেচ দপ্তরের এগজি়কিউটিভ ইঞ্জিনিয়ার প্রণয়কুমার সামন্ত জানিয়েছেন, ''জলস্তর স্থির হওয়ার কথা খুব শীঘ্রই ৷ তারপরই নদীর জলস্তর কমতে শুরু করবে ৷ ''