ETV Bharat / city

Heart Hospital in Malda: মালদায় প্রথম হৃদরোগের হাসপাতাল তৈরির উদ্যোগ ইংরেজবাজার পৌরসভার - হৃদরোগের হাসপাতাল

মালদা জেলায় হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজর পৌরসভা (English bazar Municipality) ৷ একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে এই হাসপাতাল তৈরি করা হচ্ছে (Heart Hospital in Malda) ৷

english-bazar-municipality-takes-initiative-to-build-heart-hospital-in-malda
english-bazar-municipality-takes-initiative-to-build-heart-hospital-in-malda
author img

By

Published : Aug 30, 2022, 8:49 PM IST

মালদা, 30 অগস্ট: শুধু মালদা জেলাই নয়, গৌড়বঙ্গের তিন জেলার মানুষের কাছেই সুখবর ৷ মালদা শহরে হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পৌরসভা (Heart Hospital in Malda) ৷ এ নিয়ে ইতিমধ্যেই পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর্স সভায় আলোচনা হয়েছে ৷ সভায় সেই প্রস্তাব অনুমোদনও পেয়েছে ৷ প্রস্তাব পাশ হয়েছে চেয়ারম্যান ইন কাউন্সিলের সভাতেও ৷

বর্তমানে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনা চালাচ্ছে ইংরেজবাজার পৌরসভা (English bazar Municipality) ৷ সব কিছু ঠিক থাকলে দ্রুত এই হাসপাতাল তৈরি করা হবে বলে জানা গিয়েছে ৷ এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা নিতে পারবেন গরিব মানুষজন ৷ নতুন এই হৃদরোগ হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়েছে শহরের বিবেকানন্দ পল্লি এলাকায় থাকা পৌরসভার নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র, মাতৃ সদনে ৷

এ নিয়ে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “মালদা তো বটেই, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদেও হৃদরোগের কোনও হাসপাতাল নেই ৷ ফলে কেউ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে কোনও ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ৷ এ দিকে চিকিৎসকরা বলে থাকেন, হার্ট অ্যাটাকের পর এক ঘণ্টার মধ্যে রোগীর চিকিৎসা শুরু করা সবচেয়ে ভালো ৷ তাই আমরা এখানে একটি হৃগরোগের হাসপাতাল তৈরির চেষ্টা করছি ৷ একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে পিপিপি মডেলে সেই হাসপাতাল তৈরি করা হবে ৷ হাসপাতাল তৈরির জন্য আমাদের চারতলা মাতৃ সদনের দু’টি তল চিহ্নিত করা হয়েছে ৷ গোটা বিষয়টিই এখন চূড়ান্ত স্তরে রয়েছে ৷ আমরা যদি এই হাসপাতাল নির্মাণ করতে পারি, তবে জেলার অনেক মানুষকে হৃদরোগে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারব ৷’’

মালদায় প্রথম হৃদরোগের হাসপাতাল

আরও পড়ুন: 11 চিকিৎসক থাকতেও চোখের আলো প্রকল্পে পিছিয়ে মালদা, কঠোর জেলাশাসক

এটা ঠিক, এখনও মালদা জেলায় হৃদরোগের চিকিৎসার তেমন কোনও সুবিধে নেই ৷ মালদা মেডিক্যালেও হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই ৷ এই অবস্থায় কলকাতা কিংবা ভিনরাজ্য থেকে মাসের নির্দিষ্ট দিনে আসা চিকিৎসকদের উপরেই নির্ভর করতে হয় জেলাবাসীকে ৷ শহরের হাতে গোনা কয়েকটি নার্সিংহোমে বাইরে থেকে আসা চিকিৎসকরা রোগী দেখেন ৷ তাঁদের কাছে যেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় রোগীদের ৷ তবে, সেখানে হৃদরোগীদের ভর্তি রেখে চিকিৎসার কোনও ব্যবস্থা নেই ৷ তাঁদের নিয়ে ছুটতে হয় দুর্গাপুর, কলকাতা কিংবা ভিনরাজ্যে ৷ ফলে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে যদি মালদা শহরে হৃদরোগের হাসপাতাল হলে, তা সকলের জন্য ভালো বলে মনে করছে মালদাবাসীরা ৷

মালদা, 30 অগস্ট: শুধু মালদা জেলাই নয়, গৌড়বঙ্গের তিন জেলার মানুষের কাছেই সুখবর ৷ মালদা শহরে হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইংরেজবাজার পৌরসভা (Heart Hospital in Malda) ৷ এ নিয়ে ইতিমধ্যেই পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর্স সভায় আলোচনা হয়েছে ৷ সভায় সেই প্রস্তাব অনুমোদনও পেয়েছে ৷ প্রস্তাব পাশ হয়েছে চেয়ারম্যান ইন কাউন্সিলের সভাতেও ৷

বর্তমানে একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে আলোচনা চালাচ্ছে ইংরেজবাজার পৌরসভা (English bazar Municipality) ৷ সব কিছু ঠিক থাকলে দ্রুত এই হাসপাতাল তৈরি করা হবে বলে জানা গিয়েছে ৷ এখানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা নিতে পারবেন গরিব মানুষজন ৷ নতুন এই হৃদরোগ হাসপাতাল তৈরির সিদ্ধান্ত হয়েছে শহরের বিবেকানন্দ পল্লি এলাকায় থাকা পৌরসভার নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র, মাতৃ সদনে ৷

এ নিয়ে ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, “মালদা তো বটেই, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদেও হৃদরোগের কোনও হাসপাতাল নেই ৷ ফলে কেউ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে কোনও ভালো চিকিৎসার ব্যবস্থা নেই ৷ এ দিকে চিকিৎসকরা বলে থাকেন, হার্ট অ্যাটাকের পর এক ঘণ্টার মধ্যে রোগীর চিকিৎসা শুরু করা সবচেয়ে ভালো ৷ তাই আমরা এখানে একটি হৃগরোগের হাসপাতাল তৈরির চেষ্টা করছি ৷ একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথভাবে পিপিপি মডেলে সেই হাসপাতাল তৈরি করা হবে ৷ হাসপাতাল তৈরির জন্য আমাদের চারতলা মাতৃ সদনের দু’টি তল চিহ্নিত করা হয়েছে ৷ গোটা বিষয়টিই এখন চূড়ান্ত স্তরে রয়েছে ৷ আমরা যদি এই হাসপাতাল নির্মাণ করতে পারি, তবে জেলার অনেক মানুষকে হৃদরোগে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারব ৷’’

মালদায় প্রথম হৃদরোগের হাসপাতাল

আরও পড়ুন: 11 চিকিৎসক থাকতেও চোখের আলো প্রকল্পে পিছিয়ে মালদা, কঠোর জেলাশাসক

এটা ঠিক, এখনও মালদা জেলায় হৃদরোগের চিকিৎসার তেমন কোনও সুবিধে নেই ৷ মালদা মেডিক্যালেও হৃদরোগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই ৷ এই অবস্থায় কলকাতা কিংবা ভিনরাজ্য থেকে মাসের নির্দিষ্ট দিনে আসা চিকিৎসকদের উপরেই নির্ভর করতে হয় জেলাবাসীকে ৷ শহরের হাতে গোনা কয়েকটি নার্সিংহোমে বাইরে থেকে আসা চিকিৎসকরা রোগী দেখেন ৷ তাঁদের কাছে যেতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় রোগীদের ৷ তবে, সেখানে হৃদরোগীদের ভর্তি রেখে চিকিৎসার কোনও ব্যবস্থা নেই ৷ তাঁদের নিয়ে ছুটতে হয় দুর্গাপুর, কলকাতা কিংবা ভিনরাজ্যে ৷ ফলে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে যদি মালদা শহরে হৃদরোগের হাসপাতাল হলে, তা সকলের জন্য ভালো বলে মনে করছে মালদাবাসীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.