ETV Bharat / city

মমতা রাস্তায় নেমেও NRC আটকাতে পারবেন না : দিলীপ

author img

By

Published : Sep 26, 2019, 10:35 AM IST

Updated : Sep 26, 2019, 11:06 AM IST

ভোটে টান পড়েছে, তাই NRC নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল । তবে তৃণমূল কেন, খোদ মমতা ব্যানার্জি রাস্তায় নামলেও NRC আটকাতে পারবেন না । আজ ETV ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

দিলীপ ঘোষ

মালদা, 26 সেপ্টেম্বর : ভোটে টান পড়েছে, তাই NRC নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল । তবে তৃণমূল কেন, খোদ মমতা ব্যানার্জি রাস্তায় নামলেও NRC আটকাতে পারবেন না । আজ ETV ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই সঙ্গে তিনি মালদা জেলার বানভাসি মানুষজনকে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানান ।

উত্তরবঙ্গ সফর শেষে আজ কলকাতা ফেরার পথে মালদা স্টেশনে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দেন দিলীপবাবু । NRC নিয়ে গতকালই মালদা কলেজ অডিটরিয়ামে একটি আলোচনাসভার আয়োজন করেছিল তৃণমূলের সংখ্যালঘু সেল । এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "TMC-র ভোটে টান পড়েছে । তাই তারা এখন রাস্তায় নেমে ভয় দেখাচ্ছে। এতদিন মুসলমানদের ভয় দেখাচ্ছিল, এখন হিন্দুদের ভয় দেখাচ্ছে । BJP আগে যা বলেছিল, এখনও তাই বলবে । কোনও হিন্দু উদ্বাস্তুকে ভারত থেকে কেউ তাড়াতে পারবে না । কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেওয়া হবে না । যদি মমতা ব্যানার্জি নিজে রাস্তায় নামেন, তাও তিনি এটা আটকাতে পারবেন না । যেভাবে তিনি নোটবাতিল আটকাতে পারেননি, GST আটকাতে পারেননি, তিন তালাক বিল আটকাতে পারেননি, 370 আটকাতে পারেননি, NRC হলেও আটকাতে পারবেন না । এখন কয়েকটি আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকার দু'লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু সেই টাকা পাওয়ার জন্য যে'ই মরছে, বলে দিচ্ছে NRC । বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী হলেও বলে দেওয়া হচ্ছে NRC । পাগল কুয়োয় লাফ দিলেও হয়ে যাচ্ছে NRC ।"

দেখুন ভিডিয়ো...

মালদা জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়েও এদিন উদ্বেগপ্রকাশ করেন দিলীপবাবু । বলেন, "ক'দিন ধরেই উত্তরবঙ্গজুড়ে বৃষ্টি হচ্ছে । বিশেষত মালদা জেলায় বেশি বৃষ্টি হয়েছে । আমি আজ অসম সীমান্ত থেকে আসছি । উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও এখানকার মতো হয়নি । দু'বছর আগেও মালদায় বন্যা হয়েছিল । এবার ফের হয়েছে । আমার মনে হয় সরকারের তরফে এনিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত । যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের ত্রিপল ও খাবারের ব্যবস্থা করা প্রয়োজন । আমাদের সাংসদ খগেন মুর্মু, জেলা BJP সভাপতি সহ অনেকেই গিয়ে একবার পরিস্থিতি দেখে এসেছেন । এই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আমি আজ তাঁদের একটি রিপোর্ট তৈরি করতে বলেছি । সেই রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাতে পারি । তবে রাজ্য সরকারকেই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে । আমরাও দেখছি কতটা কী করা যায় । শাসকদল তো মারপিট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ভোটে জিতেছে । এখন মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত । তবে এই অবস্থায় সর্বদলীয় বৈঠক ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আমি মনে করি ।"

মালদা, 26 সেপ্টেম্বর : ভোটে টান পড়েছে, তাই NRC নিয়ে রাস্তায় নেমেছে তৃণমূল । তবে তৃণমূল কেন, খোদ মমতা ব্যানার্জি রাস্তায় নামলেও NRC আটকাতে পারবেন না । আজ ETV ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । একই সঙ্গে তিনি মালদা জেলার বানভাসি মানুষজনকে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানান ।

উত্তরবঙ্গ সফর শেষে আজ কলকাতা ফেরার পথে মালদা স্টেশনে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দেন দিলীপবাবু । NRC নিয়ে গতকালই মালদা কলেজ অডিটরিয়ামে একটি আলোচনাসভার আয়োজন করেছিল তৃণমূলের সংখ্যালঘু সেল । এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "TMC-র ভোটে টান পড়েছে । তাই তারা এখন রাস্তায় নেমে ভয় দেখাচ্ছে। এতদিন মুসলমানদের ভয় দেখাচ্ছিল, এখন হিন্দুদের ভয় দেখাচ্ছে । BJP আগে যা বলেছিল, এখনও তাই বলবে । কোনও হিন্দু উদ্বাস্তুকে ভারত থেকে কেউ তাড়াতে পারবে না । কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেওয়া হবে না । যদি মমতা ব্যানার্জি নিজে রাস্তায় নামেন, তাও তিনি এটা আটকাতে পারবেন না । যেভাবে তিনি নোটবাতিল আটকাতে পারেননি, GST আটকাতে পারেননি, তিন তালাক বিল আটকাতে পারেননি, 370 আটকাতে পারেননি, NRC হলেও আটকাতে পারবেন না । এখন কয়েকটি আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকার দু'লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু সেই টাকা পাওয়ার জন্য যে'ই মরছে, বলে দিচ্ছে NRC । বউয়ের সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী হলেও বলে দেওয়া হচ্ছে NRC । পাগল কুয়োয় লাফ দিলেও হয়ে যাচ্ছে NRC ।"

দেখুন ভিডিয়ো...

মালদা জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়েও এদিন উদ্বেগপ্রকাশ করেন দিলীপবাবু । বলেন, "ক'দিন ধরেই উত্তরবঙ্গজুড়ে বৃষ্টি হচ্ছে । বিশেষত মালদা জেলায় বেশি বৃষ্টি হয়েছে । আমি আজ অসম সীমান্ত থেকে আসছি । উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও এখানকার মতো হয়নি । দু'বছর আগেও মালদায় বন্যা হয়েছিল । এবার ফের হয়েছে । আমার মনে হয় সরকারের তরফে এনিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত । যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের ত্রিপল ও খাবারের ব্যবস্থা করা প্রয়োজন । আমাদের সাংসদ খগেন মুর্মু, জেলা BJP সভাপতি সহ অনেকেই গিয়ে একবার পরিস্থিতি দেখে এসেছেন । এই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আমি আজ তাঁদের একটি রিপোর্ট তৈরি করতে বলেছি । সেই রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানাতে পারি । তবে রাজ্য সরকারকেই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে । আমরাও দেখছি কতটা কী করা যায় । শাসকদল তো মারপিট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ভোটে জিতেছে । এখন মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত । তবে এই অবস্থায় সর্বদলীয় বৈঠক ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আমি মনে করি ।"

Intro:মালদা, 26 সেপ্টেম্বর : ভোটে টান পড়েছে, তাই এনআরসি নিয়ে এখন রাস্তায় নেমেছে তৃণমূল। তবে তৃণমূল কেন, খোদ মমতা ব্যানার্জি রাস্তায় নামলেও এনআরসি আটকাতে পারবেন না। আজ ইটিভি ভারতকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে তিনি মালদা জেলার বানভাসি মানুষজনকে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে আবেদন জানান।


Body:উত্তরবঙ্গ সফর শেষে আজ কলকাতা ফেরার পথে মালদা স্টেশনে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দেন দিলীপবাবু। এনআরসি নিয়ে গতকালই মালদা কলেজ অডিটরিয়ামে একটি আলোচনাসভার আয়োজন করেছিল তৃণমূলের সংখ্যালঘু সেল। এনিয়ে প্রশ্ন করা হলে দিলীপবাবু বলেন, "টিএমসি'র ভোটে টান পড়েছে। তাই তারা এখন রাস্তায় নেমে ভয় দেখাচ্ছে। এতদিন মুসলমানদের ভয় দেখাচ্ছিল, এখন হিন্দুদের ভয় দেখাচ্ছে। বিজেপি আগে যা বলেছিল, এখনও তাই বলবে। কোনও হিন্দু উদ্বাস্তুকে ভারত থেকে কেউ তাড়াতে পারবে না। কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের এখানে থাকতে দেওয়া হবে না। যদি মমতা ব্যানার্জি নিজে রাস্তায় নামেন, তাও তিনি এটা আটকাতে পারবেন না। যেভাবে তিনি নোটবন্দি আটকাতে পারেননি, জিএসটি আটকাতে পারেননি, তিন তালাক বিল আটকাতে পারেননি, 370 আটকাতে পারেননি, এনআরসি হলেও আটকাতে পারবেন না। এখন কয়েকটি আত্মহত্যার ঘটনায় রাজ্য সরকার দু'লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। কিন্তু সেই টাকা পাওয়ার জন্য যে'ই মরছে, বলে দিচ্ছে এনআরসি। বউয়ের সঙ্গে ঝগড়া করে ফাঁসি দিলেও বলে দেওয়া হচ্ছে এনআরসি। পাগল কুয়োয় লাফ দিলেও হয়ে যাচ্ছে এনআরসি। টিএমসি'র লোকজনেরই মাথা খারাপ হয়ে গেছে। আর যাদবপুর ইস্যুতে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশ্যে যেসব কথাবার্তা বলছেন, তা নিয়ে আমার একটাই বক্তব্য। পার্থবাবু নিজেই শিক্ষা পেয়ে যাবেন। এতদিন নরমসরম সব চলছিল। এবার ঠিক জায়গায় হাত পড়েছে। উনি নিজের স্কুল-কলেজ সামলান। বাকিটা রাজ্যপালকে সামলাতে দিন।"


Conclusion:মালদা জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতি নিয়েও এদিন উদ্বেগপ্রকাশ করেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, "ক'দিন ধরেই উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। বিশেষত মালদা জেলায় বেশি বৃষ্টি হয়েছে। আমি আজ অসম সীমান্ত থেকে আসছি। উত্তরবঙ্গের অন্যান্য জায়গায় বৃষ্টি হলেও এখানকার মতো হয়নি। দু'বছর আগেও মালদায় বন্যা হয়েছিল। এবার ফের হয়েছে। আমার মনে হয় সরকারের তরফে এনিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। যাদের বাড়িঘর ডুবে গেছে, তাদের ত্রিপল ও খাবারের ব্যবস্থা করা প্রয়োজন। আমাদের সাংসদ খগেন মুর্মু, জেলা বিজেপি সভাপতি সহ অনেকেই গিয়ে একবার পরিস্থিতি দেখে এসেছেন। এই জেলার বন্যা পরিস্থিতি নিয়ে আমি আজ তাঁদের একটি রিপোর্ট তৈরি করতে বলেছি। আমরা সেই রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারকে বিষয়টি জানতে পারি। তবে রাজ্য সরকারকেই এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে হবে। আমরাও দেখছি কতটা কী করা যায়। শাসকদল তো মারপিট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ভোটে জিতেছে। এখন মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত। তবে এই অবস্থায় সরকারকে সর্বদলীয় বৈঠক ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আমি মনে করি।"
Last Updated : Sep 26, 2019, 11:06 AM IST

For All Latest Updates

TAGGED:

maldaNRC
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.