ETV Bharat / city

পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়া মুকুবের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কংগ্রেস বিধায়কের - train fares

ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে৷ সেই ট্রেনে প্রথম দফায় ঘরে ফিরছে প্রায় 2500 পরিযায়ী শ্রমিক৷ প্রশাসনিক সূত্রে খবর, এই শ্রমিকদের মধ্যে অনেকেই মালদার৷ তাঁদের আরও একটি ট্রেনে আগামীকাল জেলায় ফেরার কথা৷ কিন্তু এই শ্রমিকদের কাছ থেকে টিকিট আদায় করছে রেল দপ্তর৷ প্রদেশ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ইতিমধ্যে জানিয়েছেন, এই শ্রমিকদের ট্রেনের টিকিটের টাকার ব্যবস্থা দল থেকে করা হচ্ছে৷ তারই মধ্যে আজ এই ইশুতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি।

migrant workers
পরিযায়ী শ্রমিক
author img

By

Published : May 4, 2020, 10:02 PM IST

মালদা, 4 মে : কেন্দ্রীয় সরকার ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে৷ সেই ট্রেনে প্রথম দফায় ঘরে ফিরছে প্রায় 2500 পরিযায়ী শ্রমিক৷

প্রশাসনিক সূত্রে খবর, এই শ্রমিকদের মধ্যে অনেকেই মালদার৷ তাঁদের আরও একটি ট্রেনে আগামীকাল জেলায় ফেরার কথা৷ কিন্তু এই শ্রমিকদের কাছ থেকে টিকিট আদায় করছে রেল দপ্তর৷ প্রদেশ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ইতিমধ্যে জানিয়েছেন, এই শ্রমিকদের ট্রেনের টিকিটের টাকার ব্যবস্থা দল থেকে করা হচ্ছে৷ তারই মধ্যে আজ এই ইশুতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷

আজ দুপুরে জেলাশাসকের সঙ্গে দেখা করার আগে ডালুবাবু বলেন, “বিভিন্ন রাজ্য থেকে জেলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা হচ্ছে৷ কিন্তু লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন শ্রমিকদের কাছে টাকাপয়সা কিছুই নেই৷ এই অবস্থায় ওই শ্রমিকদের ট্রেনের ভাড়াটা কে দেবে? ওরা আমাদের জানিয়েছে, টাকা নেই৷ এটাই আজ আমরা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই, এই শ্রমিকদের ট্রেনভাড়ার বিষয়টি যেন তিনি মুকুব করার ব্যবস্থা করেন৷ এই শ্রমিকরা কবে জেলায় ফিরে আসবে তা জানা যাচ্ছে না৷ এটা রেল দপ্তরের উপরেই নির্ভর করছে৷ আমরা জেলাশাসকের কাছেও এই প্রশ্ন রাখতে চাই৷”

তাঁর বিধায়ক পুত্র ইশা খান চৌধুরি বলেন, “আমাদের কাছে খবর, এখনও এই জেলার 20 থেকে 25 হাজার পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে আটকে রয়েছে৷ তাদের ঘরে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে৷ কিন্তু এই শ্রমিকদের ট্রেন ভাড়া মুকুব করা হয়নি৷ এই বিপর্যয়ের সময় শ্রমিকদের হাতে টাকা নেই৷ তারা কীভাবে ট্রেন ভাড়া দিয়ে ঘরে ফিরবে? তাই এক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি৷”

মালদা, 4 মে : কেন্দ্রীয় সরকার ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে৷ সেই ট্রেনে প্রথম দফায় ঘরে ফিরছে প্রায় 2500 পরিযায়ী শ্রমিক৷

প্রশাসনিক সূত্রে খবর, এই শ্রমিকদের মধ্যে অনেকেই মালদার৷ তাঁদের আরও একটি ট্রেনে আগামীকাল জেলায় ফেরার কথা৷ কিন্তু এই শ্রমিকদের কাছ থেকে টিকিট আদায় করছে রেল দপ্তর৷ প্রদেশ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি ইতিমধ্যে জানিয়েছেন, এই শ্রমিকদের ট্রেনের টিকিটের টাকার ব্যবস্থা দল থেকে করা হচ্ছে৷ তারই মধ্যে আজ এই ইশুতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরি ৷

আজ দুপুরে জেলাশাসকের সঙ্গে দেখা করার আগে ডালুবাবু বলেন, “বিভিন্ন রাজ্য থেকে জেলার পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনা হচ্ছে৷ কিন্তু লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন শ্রমিকদের কাছে টাকাপয়সা কিছুই নেই৷ এই অবস্থায় ওই শ্রমিকদের ট্রেনের ভাড়াটা কে দেবে? ওরা আমাদের জানিয়েছে, টাকা নেই৷ এটাই আজ আমরা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাতে চাই, এই শ্রমিকদের ট্রেনভাড়ার বিষয়টি যেন তিনি মুকুব করার ব্যবস্থা করেন৷ এই শ্রমিকরা কবে জেলায় ফিরে আসবে তা জানা যাচ্ছে না৷ এটা রেল দপ্তরের উপরেই নির্ভর করছে৷ আমরা জেলাশাসকের কাছেও এই প্রশ্ন রাখতে চাই৷”

তাঁর বিধায়ক পুত্র ইশা খান চৌধুরি বলেন, “আমাদের কাছে খবর, এখনও এই জেলার 20 থেকে 25 হাজার পরিযায়ী শ্রমিক ভিনরাজ্যে আটকে রয়েছে৷ তাদের ঘরে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে৷ কিন্তু এই শ্রমিকদের ট্রেন ভাড়া মুকুব করা হয়নি৷ এই বিপর্যয়ের সময় শ্রমিকদের হাতে টাকা নেই৷ তারা কীভাবে ট্রেন ভাড়া দিয়ে ঘরে ফিরবে? তাই এক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.