মালদা, 18 সেপ্টেম্বর : এক, নাকি তিন ? গতকাল রাত থেকে মালদা মেডিক্যালে ক’জন শিশুর মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে । মেডিক্যালের শিশু বিভাগের একটি সূত্র জানাচ্ছে, গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এই বিভাগে তিনটি শিশুর মৃত্যু হয়েছে । যদিও অপর একটি সূত্রে জানা যাচ্ছে, গতকাল রাত থেকে এখনও পর্যন্ত এখানে একটি শিশুই মারা গিয়েছে । তবে এনিয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । এদিকে জানা যাচ্ছে, পরিস্থিতি খতিয়ে দেখতে আজই মালদা মেডিক্যালে আসতে পারে স্বাস্থ্য ভবনের এক প্রতিনিধি দল ।
সূত্রের খবর, গতকাল রাতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় পাঁচ মাসের একটি শিশুকন্যাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ নিউমোনিয়ায় আক্রান্ত কালিয়াচকের ওই শিশুকন্যার শিশু ওয়ার্ডে চিকিৎসা চলছিল ৷ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ-ও ছিল । ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার । জানা যাচ্ছে, আরও দু’টি শিশু গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে মারা গিয়েছে । কিন্তু এব্যাপারে এখনও পর্যন্ত সঠিক কিছু জানা যায়নি ।
এদিকে মালদা মেডিক্যালে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকলেও শিশুদের লালারস পরীক্ষার জন্য কলকাতা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল কর্তৃপক্ষ । জানা গিয়েছে, গতকাল রাতেই বেশ কিছু লালারসের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে । তবে এই মুহূর্তে মেডিক্যাল কর্তৃপক্ষের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আশপাশের জেলা, এমনকি ভিনরাজ্য থেকে আসা অসুস্থরা ৷ শুধু দুই দিনাজপুর, মুর্শিদাবাদের একাংশ থেকেই নয়, প্রতিদিন এই হাসপাতালে ভিড় বাড়াচ্ছে বিহার ও ঝাড়খণ্ডের রোগীরাও । তার মধ্যে রয়েছে অনেক শিশুও । সমস্যা শুরু হওয়ার অনেকটা সময় পর এই শিশুদের হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যাচ্ছে । এনিয়ে চিন্তিত চিকিৎসকরাও ।
আরও পড়ুন : Child Fever: অজানা জ্বর মোকাবিলায় শহরে নজরদারি কলকাতা পৌরনিগমের