ETV Bharat / city

মালদা সীমান্তে আটক গোরু পাচারকারী

গতকাল মালদা সীমান্তে টহলদারির সময় গোরু পাচারকারীদের দেখতে পান বিএসএফ জওয়ানরা । অনুপ্রবেশে বাধা দিলে পাচারকারীরা জওয়ানদের উপর হামলা চালায় ।

মালদা সীমান্ত থেকে আটক এক গরু পাচারকারী
মালদা সীমান্ত থেকে আটক এক গরু পাচারকারী
author img

By

Published : Jan 22, 2021, 6:55 PM IST

মালদা, 22 জানুয়ারি : গোরু পাচারকাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতিতে তোলপাড় চলছে । তৎপর হয়েছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থা । ঠিক সেই সময় মালদা সীমান্তে ফের সক্রিয় গোরু পাচারচক্র । আজ ভোরের দিকে বিএসএফ-এর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি গোরু পাচারকারী । ধৃতের নাম মোশারফ হোসেন । বাংলাদেশের নগাঁও জেলার বাসিন্দা ।

বিএসএফ সূত্রে খবর, ভোর পাঁচটা নাগাদ কয়েকজন পাচারকারী সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে । জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা পালটা আক্রমণ করে । ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানদের উপর তারা হামলা চালায় । পাশাপাশি পাথর ছুড়তে থাকে । পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এক চোরাকারবারী ধরে পড়ে যায় ।

আরও পড়ুন : যাহা এনামুল, তাহাই তৃণমূল : বাবুল সুপ্রিয়

ওই এলাকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে আটটি গবাদি পশু উদ্ধার হয় । সেগুলিকে মালদা সীমান্ত চৌকিতে আনা হয় । জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, গতকাল সে তারিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে । একটি গোরু পারাপারের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে ।

মালদা, 22 জানুয়ারি : গোরু পাচারকাণ্ড নিয়ে যখন রাজ্য-রাজনীতিতে তোলপাড় চলছে । তৎপর হয়েছে সিবিআই, ইডি-র মতো কেন্দ্রীয় সংস্থা । ঠিক সেই সময় মালদা সীমান্তে ফের সক্রিয় গোরু পাচারচক্র । আজ ভোরের দিকে বিএসএফ-এর হাতে ধরা পড়ল এক বাংলাদেশি গোরু পাচারকারী । ধৃতের নাম মোশারফ হোসেন । বাংলাদেশের নগাঁও জেলার বাসিন্দা ।

বিএসএফ সূত্রে খবর, ভোর পাঁচটা নাগাদ কয়েকজন পাচারকারী সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে । জওয়ানরা বাধা দিলে পাচারকারীরা পালটা আক্রমণ করে । ধারালো অস্ত্র দিয়ে বিএসএফ জওয়ানদের উপর তারা হামলা চালায় । পাশাপাশি পাথর ছুড়তে থাকে । পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে । এক চোরাকারবারী ধরে পড়ে যায় ।

আরও পড়ুন : যাহা এনামুল, তাহাই তৃণমূল : বাবুল সুপ্রিয়

ওই এলাকায় তল্লাশি চালিয়ে সেখান থেকে আটটি গবাদি পশু উদ্ধার হয় । সেগুলিকে মালদা সীমান্ত চৌকিতে আনা হয় । জেরায় ধৃত ব্যক্তি জানিয়েছে, গতকাল সে তারিকুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা করে । একটি গোরু পারাপারের জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.