মালদা, 7 জুলাই : জলাতঙ্ক রোগ থেকে শহরবাসীকে বাঁচাতে উদ্যোগী হল জেলা প্রাণী সম্পদ দফতর । ইংরেজবাজার পৌরসভার সহযোগিতায় পথ কুকুরদের নির্বীজকরণ ও জলাতঙ্ক রোগের টিকাকরণের কাজ শুরু হল ।
মালদা শহরের পরিবেশকে স্বাস্থ্যকর রাখতে আগেই উদ্যোগ নিয়েছিল ইংরেজবাজার পৌরসভা । প্রশাসকের দায়িত্ব হাতে পেয়েই শহরের রাস্তায় গোরু-ছাগল চরা বন্ধ করেছেন মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো । শহরের রাস্তায় গোরু-ছাগল দেখা গেলে পৌরকর্মীরা সেই প্রাণীকে ধরে সরকারি খোঁয়াড়ে নিয়ে যাচ্ছে । এবার পথ কুকুরদের দাপট কমাতে এগিয়ে এল পৌরসভা । মঙ্গলবার বিশ্ব জুনোসিস ডে (World Zoonoses Day)-তে জেলা প্রাণী সম্পদ দফতর ও পৌরসভার যৌথ উদ্যোগে পথ কুকুরদের নির্বীজকরণ ও জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার কাজ শুরু হয় । আগামী 6 মাস প্রতি শনিবার এই কর্মসূচি চলবে ।
স্থানীয় বাসিন্দা সুফল মজুমদার বলেন, "আমার বাড়িতে কুকুর রয়েছে । আমি কুকুরকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়াতে নিয়ে এসেছিলাম । খুব অল্প সময়েই টিকাকরণ হয়েছে । চিকিৎসকরা কুকুরের নির্বীজকরণের কাজও করছেন ।"
ইংরেজবাজারের বিএলডিও মহম্মদ জিয়াউল হাসান বলেন, "পথ কুকুরদের নির্বীজকরণ ও জলাতঙ্ক রোগের টিকাকরণের কর্মসূচি নেওয়া হয়েছে । ইংরেজবাজার পৌরসভা ও জেলা প্রাণী সম্পদ দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে । এরপর থেকে প্রতি শনিবার এই ক্যাম্প বসবে । আগামী 6 মাস চলবে এই কর্মসূচি ।"
আরও পড়ুন : জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাছ কাটা রুখল বন দফতর