মালদা, 5 সেপ্টেম্বর : শিক্ষক দিসবে শিক্ষারত্ন উপাধি পাচ্ছেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিহীন অধ্যাপক অমিত ভট্টাচার্য ৷ প্রিয় অধ্যাপকের এই সম্মানে আনন্দিত ছাত্রছাত্রীরাও ৷
অমিতবাবু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ৷ তাঁর পড়াশোনা শুরু হয় আলিপুরদুয়ারের রেলওয়ে স্কুলে৷ সেখান থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভরতি হন আলিপুরদুয়ার কলেজে ৷ ইংরেজি অনার্স নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করে তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভরতি হন ৷ এই সময়েই তিনি দুরারোগ্য চোখের অসুখে আক্রান্ত হন ৷ চিকিৎসা করালেও তাঁর দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যায় ৷ 1998 সালে নেট পাশ করে 2000 সালে শিলিগুড়ি কলেজে অধ্যাপনা শুরু করেন ৷ 2009 সালে যোগ দেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ৷ এখন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান ৷ বর্তমানে তাঁর অধীনে 4 জন গবেষণা করছেন ৷ আরও 4 জন নিজেদের থিসিস পেপার জমা দিয়েছেন ৷ স্ত্রী সোমা ভাদুড়ি মালদা শহরের নিবেদিতা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ৷ তাঁদের এক ছেলেও রয়েছে ৷
অমিতবাবু বলেন, "শিক্ষক দিবসে শিক্ষকদের শিক্ষারত্নে সম্মানিত করা রাজ্য সরকারের এক মহত প্রয়াস ৷ তার একটা অঙ্গ হতে পেরে ভালো লাগছে ৷ এই সম্মান আগামীতে কাজ করার ক্ষেত্রে আমাকে প্রেরণা জোগাবে ৷" বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানাচ্ছেন, অমিতবাবু নিজে চলাফেরাও করতে পারেন না৷ তাঁর বিভাগের ছাত্ররাই তাঁকে চলাচল করতে সাহায্য করেন ৷ কিন্তু তাঁর পড়ানোর দক্ষতা অসাধারণ ৷ তাঁর এক ছাত্র, বিবেক অধিকারী বর্তমানে এই বিশ্ববিদ্যালয়েই ছাত্রদের পড়াচ্ছেন ৷ এটা শিক্ষক হিসাবে অমিতবাবুর আরও একটা বড় প্রাপ্তি৷