ETV Bharat / city

লকডাউনে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন !

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন ৷ ফলে বন্ধ করা হয়েছে সমস্তরকম যাত্রী পরিবহন ব্যবস্থা । তাই ঘুরপথে চলছে যাত্রী পরিবহন ৷ মালদা শহরের রথবাড়ি ফ্লাইওভারে কয়েকজন যাত্রীসহ এক অ্যাম্বুলেন্স দেখা যায় ।

author img

By

Published : Apr 19, 2020, 8:30 PM IST

ambulance
অ্যাম্বুলেন্স

মালদা, 19 এপ্রিল : লকডাউনের জেরে চলছে না বাস, ট্যাক্সির মতো যানবাহন ৷ এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে চলছে যাত্রী পরিবহন । রবিবার সকালে এই ছবি ধরা পড়ল মালদা শহরে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । চলবে 3 মে পর্যন্ত । ফলে বন্ধ করা হয়েছে সমস্তরকম যাত্রী পরিবহন ব্যবস্থা । কোরোনার গোষ্ঠী সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত । এই পরিস্থিতিতে যাতায়াতের জন্য অ্যান্বুলেন্স ব্যবহার করা হচ্ছে । কয়েকদিন ধরেই জেলায় এই অভিযোগ উঠছিল । অবশেষে আজ সকালে এক অ্যাম্বুলেন্সকে যাত্রী নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে ইটিভির ক্যামেরায় । মালদা শহরের রথবাড়ি ফ্লাইওভারে কয়েকজন যাত্রীসহ এক অ্যাম্বুলেন্স দেখা যায় । এমনকী আরও কিছু যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় ওই অ্যাম্বুলেন্সকে ।

লকডাউনে গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছেন অনেক চিকিৎসক । বাধ্য হয়েই চিকিৎসা পরিসেবা নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষকে ছুটে আসতে হচ্ছে মালদা মেডিকেলে । মেডিকেল সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী আসছেন মালদা মেডিকেলে । ফেরার পথে অ্যান্বুলেন্সে চলছে যাত্রী পরিবহন ।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “ইতিমধ্যে কিছু অ্যাম্বুলেন্স চালককে যাত্রী পরিবহন ও সামগ্রী পরিবহনের জন্য গ্রেপ্তার করা হয়েছে । জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ সতর্ক রয়েছে । যদি কোনও অ্যাম্বুলেন্স চালক যাত্রী পরিবহন করতে গিয়ে ধরা পড়েন তবে ওই চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

মালদা, 19 এপ্রিল : লকডাউনের জেরে চলছে না বাস, ট্যাক্সির মতো যানবাহন ৷ এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে করে চলছে যাত্রী পরিবহন । রবিবার সকালে এই ছবি ধরা পড়ল মালদা শহরে ।

কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী । চলবে 3 মে পর্যন্ত । ফলে বন্ধ করা হয়েছে সমস্তরকম যাত্রী পরিবহন ব্যবস্থা । কোরোনার গোষ্ঠী সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত । এই পরিস্থিতিতে যাতায়াতের জন্য অ্যান্বুলেন্স ব্যবহার করা হচ্ছে । কয়েকদিন ধরেই জেলায় এই অভিযোগ উঠছিল । অবশেষে আজ সকালে এক অ্যাম্বুলেন্সকে যাত্রী নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে ইটিভির ক্যামেরায় । মালদা শহরের রথবাড়ি ফ্লাইওভারে কয়েকজন যাত্রীসহ এক অ্যাম্বুলেন্স দেখা যায় । এমনকী আরও কিছু যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় ওই অ্যাম্বুলেন্সকে ।

লকডাউনে গোষ্ঠী সংক্রমণ রুখতে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করেছেন অনেক চিকিৎসক । বাধ্য হয়েই চিকিৎসা পরিসেবা নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষকে ছুটে আসতে হচ্ছে মালদা মেডিকেলে । মেডিকেল সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী আসছেন মালদা মেডিকেলে । ফেরার পথে অ্যান্বুলেন্সে চলছে যাত্রী পরিবহন ।

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, “ইতিমধ্যে কিছু অ্যাম্বুলেন্স চালককে যাত্রী পরিবহন ও সামগ্রী পরিবহনের জন্য গ্রেপ্তার করা হয়েছে । জেলার বিভিন্ন প্রান্তে পুলিশ সতর্ক রয়েছে । যদি কোনও অ্যাম্বুলেন্স চালক যাত্রী পরিবহন করতে গিয়ে ধরা পড়েন তবে ওই চালকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.