মালদা, 15 মে : আবারও নারী নির্যাতনের অভিযোগ ৷ ইংরেজবাজারে এক গৃহবধূকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী তিন যুবকের বিরুদ্ধে (Attempt to Gang Rape a Woman in Malda) ৷ বাধা দেওয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে মারধর করা হয় বলেও অভিযোগ ৷ নির্যাতিতা গৃহবধূ বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতার স্বামী গ্রুপ-ডি পদে কর্মরত ৷ আজ পরীক্ষা থাকায় ডিউটিতে যান তিনি ৷ অভিযোগ, সেই সময় এলাকার তিন যুবক তাঁর বাড়িতে ঢুকে পড়ে ৷ বধূকে ধর্ষণের চেষ্টা করে ৷ বাধা দিলে তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয় ৷ মহিলার চিৎকারে শুনে তাঁর শাশুড়ি ছুটে আসেন ৷ তখন মারধর করা হয় ওই বৃদ্ধাকেও ৷ বউমা-শাশুড়ির চিৎকারে লোকজন জড়ো হয়ে যেতে পারে, এই ভয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় ৷ পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন ওই গৃহবধূকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করে ৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি ৷
আরও পড়ুন : মহিলাকে নগ্ন করে মারধর, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরালের অভিযোগ
নির্যাতিতা জানান, “আমরা ভাড়া বাড়িতে থাকি ৷ আজ সকালে বাড়ির পুরুষেরা কাজে গিয়েছিলেন ৷ সেই সময় তিন যুবক আমাকে ধর্ষণের চেষ্টা করে ৷ বাধা দেওয়ায় আমাকে ওরা মারধর করে ৷ আমার শাশুড়ি বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয় ৷ দোষীদের শাস্তির দাবিতে আমরা পুলিশে অভিযোগ দায়ের করব ৷’’ তবে, ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ দায়ের করা হয়নি ৷ বিষয়টি খোঁজ নিয়ে, উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন ৷