ETV Bharat / city

হবিবপুরে ছাপ্পা দেওয়ার চেষ্টার অভিযোগ, 2 BJP কর্মীকে ধরল তৃণমূল - tmc

উত্তর মালদার হবিবপুরের 31 নম্বর বুথে ছাপ্পা দেওয়ার চেষ্টার অভিযোগ। দুই BJP কর্মীকে ধরে পুলিশের হাতে তুলে দেয় তৃণমূল কর্মীরা ।

ছাপ্পা ভোটের অভিযোগ BJP-র বিরুদ্ধে
author img

By

Published : Apr 23, 2019, 4:41 PM IST

Updated : Apr 24, 2019, 12:21 AM IST

মালদা, 23 এপ্রিল: ছাপ্পা ভোট দিতে এসেছে । এই অভিযোগে 2 BJP কর্মীকে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কর্মীরা । উত্তর মালদা লোকসভার অন্তর্গত হবিবপুর বিধানসভা কেন্দ্রের 31 নম্বর বুথের ঘটনা ।

আজ তৃতীয় দফায় দেশের মোট 116টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও বালুরঘাটে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ।

ভিডিয়োয় দেখুন

তৃণমূলের অভিযোগ, অন্য বুথ থেকে দু'জন যুবক মুখে গামছা বেঁধে বাইকে করে এসে 31 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে । সেই সময় তৃণমূল কর্মীরাই তাদের হাতেনাতে ধরে ফেলে ।
স্থানীয় তৃণমূল নেতা হরিহর মাহাত বলেন, "ওই দুই যুবক বুথে ছাপ্পা ভোট দিতে এসেছিল । কিন্তু তাদের হাতেনাতে ধরা হলে বিষয়টি অস্বীকার করে । তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এলাকায় BJP-র এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হওয়া উচিত । গতকাল এই বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল BJP । আর আজ তারাই ছাপ্পা ভোট দিতে আসে ।"

মালদা, 23 এপ্রিল: ছাপ্পা ভোট দিতে এসেছে । এই অভিযোগে 2 BJP কর্মীকে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল কর্মীরা । উত্তর মালদা লোকসভার অন্তর্গত হবিবপুর বিধানসভা কেন্দ্রের 31 নম্বর বুথের ঘটনা ।

আজ তৃতীয় দফায় দেশের মোট 116টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ । রাজ্যের পাঁচটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও বালুরঘাটে সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ।

ভিডিয়োয় দেখুন

তৃণমূলের অভিযোগ, অন্য বুথ থেকে দু'জন যুবক মুখে গামছা বেঁধে বাইকে করে এসে 31 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে । সেই সময় তৃণমূল কর্মীরাই তাদের হাতেনাতে ধরে ফেলে ।
স্থানীয় তৃণমূল নেতা হরিহর মাহাত বলেন, "ওই দুই যুবক বুথে ছাপ্পা ভোট দিতে এসেছিল । কিন্তু তাদের হাতেনাতে ধরা হলে বিষয়টি অস্বীকার করে । তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । এলাকায় BJP-র এই সন্ত্রাস অবিলম্বে বন্ধ হওয়া উচিত । গতকাল এই বুথেই কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছিল BJP । আর আজ তারাই ছাপ্পা ভোট দিতে আসে ।"

Intro:Body:মালদা, ২৩ এপ্রিল: ছাপ্পা ভোট দিতে এসে তৃণমূল কর্মীদের হাতে ধরা পড়ল দুই বিজেপি কর্মী। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের হবিবপুর বিধানসভা কেন্দ্রের 31 নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীদের অভিযোগ, এদিন দুইজন যুবক মুখে গামছা বেঁধে বাইকে করে এসে 31 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করে। সেই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা তাদের আটক করে।
স্থানীয় তৃণমূল নেতা হরিহর মাহাতো জানান, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর নেতৃত্বে ওই দুই যুবক ছাপ্পা ভোট দিতে এসেছিল। আমরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছি।Conclusion:
Last Updated : Apr 24, 2019, 12:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.