ETV Bharat / city

Student death : পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের ! শোরগোল সল্টলেকে - youth dies after falling from 11th floor of police quarter in saltlake

হঠাৎই ভারী কিছু পড়ার শব্দ ৷ বাইরে বেরিয়ে শিউরে উঠলেন সল্টলেকের পুলিশ আবাসনের বাসিন্দারা ৷ দেখলেন নিচে পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ ৷ ঘটনায় হইচই পড়ে গিয়েছে ওই পুলিশ আবাসনে (youth dies after falling from 11th floor of police quarter in saltlake) ৷

Student death
Student death
author img

By

Published : Mar 9, 2022, 3:26 PM IST

Updated : Mar 9, 2022, 5:03 PM IST

সল্টলেক, 9 মার্চ : সল্টলেকের 11 তলা উঁচু পুলিশ আবাসনের নিচে থেকে পাওয়া গেল এক তরুণের মৃতদেহ ৷ পুলিশের অনুমান, 11 তলা থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে ৷ তবে মৃতের পরিচয় সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ পার্থ সারথি পাল নামে বছর বাইশের ওই তরুণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ এমএসসি প্রথম বর্ষের ছাত্র তিনি (youth dies after falling from 11th floor of police quarter in saltlake) ৷ পুলিশের অনুমান, এই মৃত্যুর পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে ৷

আবাসনের 11 তলা থেকে ওই তরুণের মোবাইল পাওয়া যায় ৷ বাসিন্দারা চেষ্টা করলেও মোবাইল খুলতে পারেননি ৷ ঘটনার পরপরই মোবাইলে ছেলেটির এক বন্ধুর ফোন আসে ৷ তাঁর কাছ থেকেই ছেলেটির পরিচয় জানা যায় ৷ পরে বিধাননগর কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ৷ জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ছেলেটির ৷ এরপর ওই মোবাইলের সূত্র ধরে ছেলেটির পরিচয় খুঁজে পায় পুলিশ ৷ পার্থ সারথি পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এমএসসি-র প্রথম বর্ষের ছাত্র ৷ সল্টলেকেরই সেন মহাশয় এলাকার একটি আবাসনের বাসিন্দা ৷

ঠিক কী ঘটেছিল ? নাম প্রকাশে অনিচ্ছুক আবাসনের এক মহিলা বললেন, "তখন সকাল 10টা বেজে পাঁচ বা দশ মিনিট হবে ৷ হঠাৎই বিকট জোরে আওয়াজ শুনতে পাই ৷ এতটাই জোরে যে মনে হচ্ছিল বাড়ি ভেঙে পড়েছে ৷ সবাই বেরিয়ে দেখি ছেলেটা পড়ে রয়েছে ৷ তড়িঘড়ি জল এনে ছেলেটার মুখে দেওয়ার পরই মারা যায় ৷" মহিলা জানালেন, তাঁরা এতদিন ওই আবাসনে রয়েছেন কিন্তু ছেলেটিকে আগে কোনওদিন দেখেননি ৷ পরে জানতে পারেন মৃত সল্টলেকেরই সেন মহাশয় এলাকার বাসিন্দা ৷ পুলিশ আবাসনে কী করে বাইরে লোকজন ঢুকল তা ভেবে পাচ্ছেন না বাসিন্দারা ৷

পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের !

আরও পড়ুন : Haridevpur Murder : ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরে

বুধবার সকালে ওই তরুণ কেন পুলিশ আবাসনে গিয়েছিলেন তা নিয়ে তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশের অনুমান, এর পিছনে প্রেমঘটিত কারণ রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, পুলিশ আবাসনের 11 তলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছেলেটির ৷ দু'জনের মধ্যে সমস্যা চলছিল কিছুদিন ধরেই ৷ আজ সকালে তা চরম পরিণতিতে পৌঁছয় ৷ তবে এটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধন্দে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷

সল্টলেক, 9 মার্চ : সল্টলেকের 11 তলা উঁচু পুলিশ আবাসনের নিচে থেকে পাওয়া গেল এক তরুণের মৃতদেহ ৷ পুলিশের অনুমান, 11 তলা থেকে পড়েই তাঁর মৃত্যু হয়েছে ৷ তবে মৃতের পরিচয় সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ৷ পার্থ সারথি পাল নামে বছর বাইশের ওই তরুণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ এমএসসি প্রথম বর্ষের ছাত্র তিনি (youth dies after falling from 11th floor of police quarter in saltlake) ৷ পুলিশের অনুমান, এই মৃত্যুর পিছনে প্রণয়ঘটিত কারণ থাকতে পারে ৷

আবাসনের 11 তলা থেকে ওই তরুণের মোবাইল পাওয়া যায় ৷ বাসিন্দারা চেষ্টা করলেও মোবাইল খুলতে পারেননি ৷ ঘটনার পরপরই মোবাইলে ছেলেটির এক বন্ধুর ফোন আসে ৷ তাঁর কাছ থেকেই ছেলেটির পরিচয় জানা যায় ৷ পরে বিধাননগর কমিশনারেটের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ৷ জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ছেলেটির ৷ এরপর ওই মোবাইলের সূত্র ধরে ছেলেটির পরিচয় খুঁজে পায় পুলিশ ৷ পার্থ সারথি পাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এমএসসি-র প্রথম বর্ষের ছাত্র ৷ সল্টলেকেরই সেন মহাশয় এলাকার একটি আবাসনের বাসিন্দা ৷

ঠিক কী ঘটেছিল ? নাম প্রকাশে অনিচ্ছুক আবাসনের এক মহিলা বললেন, "তখন সকাল 10টা বেজে পাঁচ বা দশ মিনিট হবে ৷ হঠাৎই বিকট জোরে আওয়াজ শুনতে পাই ৷ এতটাই জোরে যে মনে হচ্ছিল বাড়ি ভেঙে পড়েছে ৷ সবাই বেরিয়ে দেখি ছেলেটা পড়ে রয়েছে ৷ তড়িঘড়ি জল এনে ছেলেটার মুখে দেওয়ার পরই মারা যায় ৷" মহিলা জানালেন, তাঁরা এতদিন ওই আবাসনে রয়েছেন কিন্তু ছেলেটিকে আগে কোনওদিন দেখেননি ৷ পরে জানতে পারেন মৃত সল্টলেকেরই সেন মহাশয় এলাকার বাসিন্দা ৷ পুলিশ আবাসনে কী করে বাইরে লোকজন ঢুকল তা ভেবে পাচ্ছেন না বাসিন্দারা ৷

পুলিশ আবাসন থেকে ঝাঁপ প্রেসিডেন্সির ছাত্রের !

আরও পড়ুন : Haridevpur Murder : ব্যক্তির রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরে

বুধবার সকালে ওই তরুণ কেন পুলিশ আবাসনে গিয়েছিলেন তা নিয়ে তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেটের পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশের অনুমান, এর পিছনে প্রেমঘটিত কারণ রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, পুলিশ আবাসনের 11 তলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ছেলেটির ৷ দু'জনের মধ্যে সমস্যা চলছিল কিছুদিন ধরেই ৷ আজ সকালে তা চরম পরিণতিতে পৌঁছয় ৷ তবে এটি আত্মহত্যা নাকি খুন, তা নিয়ে ধন্দে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷

Last Updated : Mar 9, 2022, 5:03 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.