ETV Bharat / city

সল্টলেকে IT কর্মীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার যুবক - সল্টলেকে IT কর্মীকে শ্লীলতাহানি

সল্টলেক সেক্টর ফাইভে দুই যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল ৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

salt lake
সল্টলেকে IT কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ
author img

By

Published : Aug 19, 2020, 9:44 PM IST

কলকাতা, 19 অগাস্ট : ফের সল্টলেক সেক্টর ফাইভে এক IT কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হল । তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ।

অভিযুক্ত যুবকের নাম বাবু হালদার । বাড়ি নারায়ণপুর এলাকায় । গতকাল সন্ধে সাতটা নাগাদ দুই যুবতি সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে ওই যুবক । অশালীন অঙ্গিভঙ্গিও করে। এর প্রতিবাদ করলে সে এক যুবতির শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।

তাঁদের চিৎকার শুনে পুলিশের টহলদারি ভ্যান এসে অভিযুক্ত যুবককে ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করে । ওই যুবক মদ্যপান করেছিল বলে জানা গেছে ।

কলকাতা, 19 অগাস্ট : ফের সল্টলেক সেক্টর ফাইভে এক IT কর্মীর শ্লীলতাহানি ও অশালীন মন্ত্যবের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হল । তাকে গ্রেপ্তার করেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ।

অভিযুক্ত যুবকের নাম বাবু হালদার । বাড়ি নারায়ণপুর এলাকায় । গতকাল সন্ধে সাতটা নাগাদ দুই যুবতি সল্টলেক সেক্টর ফাইভ কলেজ মোড় এলাকা থেকে বাড়ি ফিরছিলেন । সেই সময় তাঁদের লক্ষ্য করে অশালীন মন্তব্য করে ওই যুবক । অশালীন অঙ্গিভঙ্গিও করে। এর প্রতিবাদ করলে সে এক যুবতির শ্লীলতাহানি করে বলে অভিযোগ ।

তাঁদের চিৎকার শুনে পুলিশের টহলদারি ভ্যান এসে অভিযুক্ত যুবককে ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করে । ওই যুবক মদ্যপান করেছিল বলে জানা গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.