ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত 36 বছরের চিকিৎসকের মৃত্যু কলকাতায় - তরুণ চিকিৎসকের মৃত্যু

কোরোনায় আক্রান্ত হয়ে 36 বছর বয়সের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে ৷ মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মঙ্গলবার এই চিকিৎসকের মৃত্যু হয়।

young doctor dies of covid
তরুণ চিকিৎসকের মৃত্যু
author img

By

Published : Aug 5, 2020, 5:38 AM IST

কলকাতা, 5 অগাস্ট : COVID-19-এ আক্রান্ত এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায়। একজন সফল কার্ডিয়াক সার্জন হয়ে ওঠার স্বপ্ন ভেঙে গেল মাত্র 36 বছর বয়সে। মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মঙ্গলবার এই চিকিৎসকের মৃত্যু হয়।


এ রাজ্যে একদিকে যেমন COVID-19-এ আক্রান্তের সংখ্যা ক্রমে আরও অনেক বেড়ে চলেছে। তেমনই অন্যদিকে, COVID-19-এ আক্রান্তদের মৃত্যুর তালিকাও আরও লম্বা হচ্ছে। ইতিমধ্যেই এ রাজ‍্যেও COVID-19-এ আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতায় আরও এক COVID-19-এ আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হল। 36 বছর বয়সের মৃত এই চিকিৎসক মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে কর্মরত ছিলেন। বেসরকারি ওই হাসপাতালের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, সদা হাস্যময় তরুণ এই চিকিৎসক অত্যন্ত নম্র এবং পরিশ্রমী ছিলেন। তিনি একজন কার্ডিয়াক সার্জন হয়ে ওঠার স্বপ্ন অর্জনের খুব কাছাকাছি ছিলেন। তাঁর স্ত্রী এবং দুই বছরের পুত্র সন্তান রয়েছেন।


বেসরকারি ওই হাসপাতাল থেকে জানা গিয়েছে, মাসখানেক আগে এই তরুণ চিকিৎসকের শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়ে। বেসরকারি ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছে, চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না COVID-19-এ আক্রান্ত এই তরুণ চিকিৎসক। তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল। ফুসফুস কাজ না করার কারণে ওই চিকিৎসককে এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এর সাপোর্টেও রাখতে হয়। তবে শেষ রক্ষা আর হয়নি। গত কয়েকদিন ধরে দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার (4 অগাস্ট) বিকালে মুকুন্দপুরের ওই হাসপাতালে তরুণ এই চিকিৎসকের মৃত্যু হয়।

কলকাতা, 5 অগাস্ট : COVID-19-এ আক্রান্ত এক তরুণ চিকিৎসকের মৃত্যু হল কলকাতায়। একজন সফল কার্ডিয়াক সার্জন হয়ে ওঠার স্বপ্ন ভেঙে গেল মাত্র 36 বছর বয়সে। মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে মঙ্গলবার এই চিকিৎসকের মৃত্যু হয়।


এ রাজ্যে একদিকে যেমন COVID-19-এ আক্রান্তের সংখ্যা ক্রমে আরও অনেক বেড়ে চলেছে। তেমনই অন্যদিকে, COVID-19-এ আক্রান্তদের মৃত্যুর তালিকাও আরও লম্বা হচ্ছে। ইতিমধ্যেই এ রাজ‍্যেও COVID-19-এ আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতায় আরও এক COVID-19-এ আক্রান্ত চিকিৎসকের মৃত্যু হল। 36 বছর বয়সের মৃত এই চিকিৎসক মুকুন্দপুরের বেসরকারি একটি হাসপাতালে কর্মরত ছিলেন। বেসরকারি ওই হাসপাতালের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, সদা হাস্যময় তরুণ এই চিকিৎসক অত্যন্ত নম্র এবং পরিশ্রমী ছিলেন। তিনি একজন কার্ডিয়াক সার্জন হয়ে ওঠার স্বপ্ন অর্জনের খুব কাছাকাছি ছিলেন। তাঁর স্ত্রী এবং দুই বছরের পুত্র সন্তান রয়েছেন।


বেসরকারি ওই হাসপাতাল থেকে জানা গিয়েছে, মাসখানেক আগে এই তরুণ চিকিৎসকের শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়ে। বেসরকারি ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছে, চিকিৎসায় তেমন সাড়া দিচ্ছিলেন না COVID-19-এ আক্রান্ত এই তরুণ চিকিৎসক। তাঁকে ভেন্টিলেটরের সাপোর্টে রাখতে হয়েছিল। ফুসফুস কাজ না করার কারণে ওই চিকিৎসককে এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন (ECMO)-এর সাপোর্টেও রাখতে হয়। তবে শেষ রক্ষা আর হয়নি। গত কয়েকদিন ধরে দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার (4 অগাস্ট) বিকালে মুকুন্দপুরের ওই হাসপাতালে তরুণ এই চিকিৎসকের মৃত্যু হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.