ETV Bharat / city

Yogi Govt's Office in Kolkata : যোগী সরকারের দফতর কলকাতায় ! উপমুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা - যোগী আদিত্যনাথের সরকার

মহারাষ্ট্রে ইউপি ভবন তৈরি করছে যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath Government) ৷ কলকাতাতেও আগামিদিনে এমন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হতে পারে উত্তরপ্রদেশ সরকারের তরফে ৷ এমনই জানালেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক (Yogi Govt Deputy CM Brajesh Pathak) ৷

yogi-government-may-start-office-in-kolkata
Yogi Govt's Office in Kolkata : যোগী সরকারের দফতর কলকাতায় ! উপমুখ্যমন্ত্রীর মন্তব্যে জল্পনা
author img

By

Published : May 12, 2022, 4:08 PM IST

কলকাতা, 12 মে : জীবিকার তাগিদে উত্তরপ্রদেশের বাসিন্দারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন । তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরি করতে চলছে যোগী আদিত্যনাথের সরকার । মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এমন কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামিদিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও (Yogi Government may Start Office in Kolkata) । উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের (Yogi Govt Deputy CM Brajesh Pathak) মন্তব্যে এমন সম্ভাবনা তৈরি হয়েছে ।

প্রসঙ্গত, মুম্বইয়ে উত্তরপ্রদেশের 50 থেকে 60 লক্ষ আদি বাসিন্দা রয়েছেন । তাঁদের সুবিধার জন্য এবার মুম্বইয়ে তৈরি হতে চলেছে আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Government) অফিস । একথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার ।

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক বলেন, ‘‘ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের মানুষ রাজ্যের বাইরে বসবাস করেন । তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ আরও মসৃণ করতে চায় যোগী আদিত্যনাথের প্রশাসন । তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি ।’’

ব্রজেশ পাঠক বলেন, ‘‘প্রয়োজন হলে কলকাতা, দিল্লিতেও মুম্বইয়ের মতো দফতর তৈরি করা হবে । ঠিক যেমন মুম্বইয়ে ইউপি ভবন তৈরি হবে ।’’ তাঁর সংযোজন, ‘‘সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন । কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন । সেখানে দায়িত্বে থাকা আধিকারিকরা সমস্ত প্রয়োজনে পাশে দাঁড়াবেন ।’’

ঘটনা হল, কলকাতায় উত্তরপ্রদেশ সরকারের দফতর তৈরি হলে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বঙ্গ রাজনীতির কারবারিরা । এরাজ্যের বিজেপি (BJP) নেতৃত্ব প্রায়শই প্রশাসনিক দক্ষতার প্রশ্নে, নিরপেক্ষতার প্রশ্নে যোগী আদিত্যনাথকে অনুসরণ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) । অন্যদিকে হাথরাসের মতো ঘটনায় যোগী সরকারের বিরোধিতায় পথে নামে তৃণমূল (Trinamool Congress) । সন্দেহ নেই এমন স্নায়ুযুদ্ধের নিরিখে এ রাজ্যে যোগী সরকারের দফতর তৈরি হলে, তা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ।

আরও পড়ুন : RSS to Recruit Swayamsevak : 24-এর ভোটের আগে সংগঠনের শক্তিবৃদ্ধিতে রেকর্ড সংখ্যক স্বয়ংসেবক নিয়োগের পথে আরএসএস

কলকাতা, 12 মে : জীবিকার তাগিদে উত্তরপ্রদেশের বাসিন্দারা দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন । তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগকে আরও মসৃণ করতে বিভিন্ন রাজ্যে দফতর তৈরি করতে চলছে যোগী আদিত্যনাথের সরকার । মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে এমন কার্যালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আগামিদিনে এমন কার্যালয় হতে পারে কলকাতাতেও (Yogi Government may Start Office in Kolkata) । উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের (Yogi Govt Deputy CM Brajesh Pathak) মন্তব্যে এমন সম্ভাবনা তৈরি হয়েছে ।

প্রসঙ্গত, মুম্বইয়ে উত্তরপ্রদেশের 50 থেকে 60 লক্ষ আদি বাসিন্দা রয়েছেন । তাঁদের সুবিধার জন্য এবার মুম্বইয়ে তৈরি হতে চলেছে আদিত্যনাথ সরকারের (Yogi Adityanath Government) অফিস । একথা সম্প্রতি জানিয়েছে উত্তরপ্রদেশের সরকার ।

এই প্রসঙ্গেই সাক্ষাৎকারে ব্রজেশ পাঠক বলেন, ‘‘ব্যবসা কিংবা চাকরির জন্য উত্তরপ্রদেশের মানুষ রাজ্যের বাইরে বসবাস করেন । তাঁদের সঙ্গে উত্তরপ্রদেশ সরকারের যোগাযোগ আরও মসৃণ করতে চায় যোগী আদিত্যনাথের প্রশাসন । তাঁরা কোনও সমস্যায় পড়লে যাতে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করতে মুম্বইয়ে অফিস করার সিদ্ধান্ত নিয়েছি ।’’

ব্রজেশ পাঠক বলেন, ‘‘প্রয়োজন হলে কলকাতা, দিল্লিতেও মুম্বইয়ের মতো দফতর তৈরি করা হবে । ঠিক যেমন মুম্বইয়ে ইউপি ভবন তৈরি হবে ।’’ তাঁর সংযোজন, ‘‘সেখানে উত্তরপ্রদেশের অনাবাসী বাসিন্দারা গিয়ে থাকতে পারবেন । কোনও সমস্যায় পড়লে সরাসরি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন । সেখানে দায়িত্বে থাকা আধিকারিকরা সমস্ত প্রয়োজনে পাশে দাঁড়াবেন ।’’

ঘটনা হল, কলকাতায় উত্তরপ্রদেশ সরকারের দফতর তৈরি হলে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছেন বঙ্গ রাজনীতির কারবারিরা । এরাজ্যের বিজেপি (BJP) নেতৃত্ব প্রায়শই প্রশাসনিক দক্ষতার প্রশ্নে, নিরপেক্ষতার প্রশ্নে যোগী আদিত্যনাথকে অনুসরণ করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) । অন্যদিকে হাথরাসের মতো ঘটনায় যোগী সরকারের বিরোধিতায় পথে নামে তৃণমূল (Trinamool Congress) । সন্দেহ নেই এমন স্নায়ুযুদ্ধের নিরিখে এ রাজ্যে যোগী সরকারের দফতর তৈরি হলে, তা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ।

আরও পড়ুন : RSS to Recruit Swayamsevak : 24-এর ভোটের আগে সংগঠনের শক্তিবৃদ্ধিতে রেকর্ড সংখ্যক স্বয়ংসেবক নিয়োগের পথে আরএসএস

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.