ETV Bharat / city

সাম্প্রদায়িকতা রুখতে না পারলে রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হতে পারব না : অমর্ত্য সেন - বিজেপি

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বামফ্রন্ট-সহ অনান্য ধর্মনিরেপক্ষ দলের মতো তৃণমূল কংগ্রেসও লড়াই করছে বলে তাঁর দাবি। তাঁর কথায়, বাংলা আগেই সাম্প্রদায়িকতার ফল ভোগ করেছে। সেই কারণে বাংলার মানুষই ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিকে হারিয়ে দেবে।

Won't Be Worthy Heirs Of Tagore If We Don't Reject Communalism, said Amartya Sen
সাম্প্রদায়িকতা রুখতে না পারলে রবীন্দ্রনাথের উত্তরাধিকারী হতে পারব না : অমর্ত্য সেন
author img

By

Published : Dec 29, 2020, 5:22 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আর এই আক্রমণ করতে গিয়ে তিনি টেনে এনেছেন সাম্প্রদায়িকতার প্রসঙ্গ। তিনি জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট লক্ষ্য থাকে। কিন্তু সেই লক্ষ্যের ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাঁর মতে, "আর এটা করতে না পারলে আমরা রবীন্দ্রনাথ ও নেতাজির যোগ্য উত্তরাধিকারী হতে পারব না।"

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বামফ্রন্ট-সহ অনান্য ধর্মনিরেপক্ষ দলের মতো তৃণমূল কংগ্রেসও লড়াই করছে বলে তাঁর দাবি। তাঁর কথায়, বাংলা আগেই সাম্প্রদায়িকতার ফল ভোগ করেছে। সেই কারণে বাংলার মানুষই ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিকে হারিয়ে দেবে।

প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে মণিষীরা খুবই গুরুত্ব পাচ্ছেন। একদিকে বিজেপি বাংলার মণিষীদের প্রসঙ্গ টেনে আনছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, মণিষীদের অপমান করছে বিজেপি। এই প্রসঙ্গেই অমর্ত্য সেনের দাবি, মনে রাখতে সব মণিষীরাই বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন।

আরও পড়ুন: নেতাজির জন্মদিনে বিজেপি বিরোধী সব দল এক মঞ্চে

সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই বাড়িতে সরকারি জমি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে অমর্ত্য সেনের দাবি, "বিশ্বভারতীর উপাচার্য মিথ্যে কথা বলছেন। জমি ফেরানোর জন্য কোনও চিঠি দেওয়া হয়নি।" তাঁর অভিযোগ, ভাবমূর্তি নষ্ট করতে এটা করা হচ্ছে । তবে এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে এখনই মন্তব্য করতে রাজি হননি।

কলকাতা, 29 ডিসেম্বর: নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আর এই আক্রমণ করতে গিয়ে তিনি টেনে এনেছেন সাম্প্রদায়িকতার প্রসঙ্গ। তিনি জানিয়েছেন, প্রতিটি রাজনৈতিক দলের নির্দিষ্ট লক্ষ্য থাকে। কিন্তু সেই লক্ষ্যের ঊর্ধ্বে উঠে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাঁর মতে, "আর এটা করতে না পারলে আমরা রবীন্দ্রনাথ ও নেতাজির যোগ্য উত্তরাধিকারী হতে পারব না।"

পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে বামফ্রন্ট-সহ অনান্য ধর্মনিরেপক্ষ দলের মতো তৃণমূল কংগ্রেসও লড়াই করছে বলে তাঁর দাবি। তাঁর কথায়, বাংলা আগেই সাম্প্রদায়িকতার ফল ভোগ করেছে। সেই কারণে বাংলার মানুষই ধর্মনিরপেক্ষ বিরোধী শক্তিকে হারিয়ে দেবে।

প্রসঙ্গত, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে মণিষীরা খুবই গুরুত্ব পাচ্ছেন। একদিকে বিজেপি বাংলার মণিষীদের প্রসঙ্গ টেনে আনছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, মণিষীদের অপমান করছে বিজেপি। এই প্রসঙ্গেই অমর্ত্য সেনের দাবি, মনে রাখতে সব মণিষীরাই বাংলাকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন।

আরও পড়ুন: নেতাজির জন্মদিনে বিজেপি বিরোধী সব দল এক মঞ্চে

সম্প্রতি অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই বাড়িতে সরকারি জমি দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে অমর্ত্য সেনের দাবি, "বিশ্বভারতীর উপাচার্য মিথ্যে কথা বলছেন। জমি ফেরানোর জন্য কোনও চিঠি দেওয়া হয়নি।" তাঁর অভিযোগ, ভাবমূর্তি নষ্ট করতে এটা করা হচ্ছে । তবে এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে এখনই মন্তব্য করতে রাজি হননি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.