কলকাতা, 11 জুলাই: ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা হল (Woman jumps in front of Metro at Girish park) ৷ এ দিন বেলা 12.35 নাগাদ গিরীশ পার্ক মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক মহিলা । এর ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা ৷
খবর পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন মেট্রো রেল কর্মীরা ও স্টেশন মাস্টার । এরপর মেট্রো রেল কর্মীরা এসে সেই মহিলাকে উদ্ধার করে ৷ তাঁকে নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে । মহিলা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ৷ তাঁর অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
এই ঘটনার পরই সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে একটি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয় । তবে বর্তমানে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি ৷ কিছুক্ষণ বিলম্ব থাকার পর আবারও চালু হয়েছে মেট্রো রেল পরিষেবা ৷
আরও পড়ুন: মেট্রোয় ঝাঁপ স্কুল পড়ুয়ার
এর আগেও একাধিকবার কলকাতা মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে ৷ কিছুক্ষেত্রে চালক ও রেল কর্মীদের তৎপরতায় বাঁচানো সম্ভব হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৷ আবার মৃত্যুর ঘটনাও ঘটেছে ৷ আত্মহত্যা রুখতে বেশ কিছু পদক্ষেপও করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷