জোঁকা, 2 অগস্ট: জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মারার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে (Woman hurls shoe at Partha Chatterjee at Joka ESI Hospital) ৷ ওই মহিলার নাম শুভ্রা ঘোড়ুই ৷ এ দিন ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে পার্থকে গাড়িতে তোলার সময় ওই মহিলা জুতো ছুড়ে মারেন বলে অভিযোগ ৷ তবে, পার্থ গাড়িতে থাকায় তাঁর গায়ে সেই জুতো লাগেনি ৷ আর তাই সেই নিয়েও ক্ষোভ উগড়ে দেন মহিলা ৷ বলেন, ‘‘জুতোটা ওর মাথায় লাগলে ভালো হতো ৷’’ শুভ্রা ঘোড়ুইকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷
কিন্তু, প্রশ্ন হচ্ছে, এমনটা কেন করলেন ওই মহিলা ? ইএসআই-তে চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি ৷ তিনি অভিযোগ করেছেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায়ের মতো লোকেরা কোটি কোটি টাকায় কলকাতায় একাধিক জায়গায় ফ্ল্যাট কিনে রেখেছেন ৷ বড় গাড়ি করে হাসপাতালে আনা হচ্ছে ৷ এতে আমাদের অনেক সমস্যা হচ্ছে ৷ আমরা ডাক্তার দেখাতে পারছি না ৷ আজ আমাদের ডাক্তার দেখানোর কথা ছিল ৷ কিন্তু, পার্থ চট্টোপাধ্যায় আসবে বলে গোটা জোকা ইএসআই হাসপাতাল ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ৷ সে সব সহ্য করতে না পেরে জুতো ছুড়ে মেরেছি ৷’’
আরও পড়ুন: এ টাকা আমার নয়, আমার অজান্তে ফ্ল্যাটে রাখা হয়েছে; দাবি অর্পিতার
এ দিন হাসপাতালে পার্থকে নিয়ে যাওয়ার সময় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় ৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় সাংবাদিকদের ৷ তাঁকে বের করার সময়ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় ৷ তখনই ওই মহিলা পার্থ চট্টোপাধ্যায়কে জুতো ছুড়ে মারেন ৷