কলকাতা, 13 নভেম্বর: কলকাতার পঞ্চসায়রে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ । আবাসিক হোমের সামনে থেকে রোগিণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, গত সোমবার রাতে গড়িয়ার পঞ্চসায়র আবাসিক হোমের এক মৃগী রোগী তালা ভেঙে বাইরে চলে এসেছিলেন । হোমের সামনে থেকেই কয়েকজন ওই মহিলাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ । মঙ্গলবার ভোরে সোনারপুর এলাকায় তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় । স্থানীয়রা তাকে প্রাথমিক চিকিৎসার পর ট্রেনে তুলে দেন ।
ওই মহিলা বালিগঞ্জে নেমে কোনওরকমে গড়িয়াহাটে এক আত্মীয়ের বাড়ি যান । পরে পঞ্চসায়র থানায় দায়ের হয়েছে অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই হোমের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে । ইস্ট ডিভিশনের DC রূপেশ কুমার বলেন,'' বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ অভিযোগ পেয়েছি ৷ তদন্ত চলছে ৷ ''