কলকাতা, 21 এপ্রিল: মাস্ক না পরেই অনেক বেরিয়ে পড়ছিলেন রাস্তায়। কলকাতায় এই দৃশ্য সাম্প্রতিক। সরকারি নির্দেশিকা থাকলেও এই বিষয়ে নাগরিকদের প্রতি খানিকটা নরম মনোভাবই নেওয়া হয়েছিল। এই বাজারেও যাঁরা মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছিলেন তাঁদের উল্টো রাস্তায় বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছিল কলকাতা পুলিশের তরফে। কিন্তু, গতকাল থেকেই অন্য ব্যবস্থা নিয়েছে আইনরক্ষকরা। বলা বাহুল্য, কড়া পদক্ষেপ নিল পুলিশ। যার ফলে, মঙ্গলবার দুপুর 12 টা অবধি মাস্ক না পরে রাস্তায় বেরোনোর অপরাধে গ্রেপ্তার হলেন 131 জন।
লকডাউনের শহরজুড়ে চলছে নাকা চেকিং। বাইক ও গাড়ি নিয়ে যাঁরা রাস্তায় বেরোচ্ছেন তাঁদেরও উপযুক্ত কারণ দেখাতে হচ্ছে। পাশাপাশি, রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক হওয়ার পর সে বিষয়েও টানা নজরদারি চালাচ্ছে পুলিশ। তবে, প্রাথমিকভাবে গান্ধিগিরির পথে হেঁটেছিলেন শহরের পুলিশ আধিকারিকরা। মাস্ক না পরে রাস্তায় বেরোনো নাগরিকদের গোলাপ ফুল উপহার দিয়ে সচেতনতার বার্তা দিয়েছিল পুলিশ। এমনকী পুলিশ শহরবাসীকে বিনামূল্যে মাস্ক বিলিও করেছে। তারপরেও একশ্রেণির নাগরিকের হুঁশ ফিরছে না দেখেই এবার কড়া দাওয়াই। যার ফলে আজ সকাল থেকে গ্রেপ্তার হল 131 জন।
এদিকে, একই কারণে গতকাল 215 জনকে গ্রেপ্তার করে হয়েছিল। কলকাতা সংলগ্ন এলাকা সহ মাস্ক না পরার দায়ে এখনও অবধি গ্রেপ্তার করা হয়েছে 536 জনকে।