কলকাতা, 17 অক্টোবর: বিসিসিআইয়ের (BCCI) সভাপতি বিতর্কে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সৌরভকে বোর্ডের তরফে আইসিসি (ICC)-তে পাঠানোরও দাবি তুলেছেন তিনি ৷ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) হস্তক্ষেপ দাবি করেছেন ৷ এই নিয়ে মমতার সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস (Congress) ৷ তাদের বক্তব্য, সৌরভের সঙ্গে বঞ্চনা নিয়ে আন্দোলন সংগঠিত না করে মোদি বন্দনায় ব্যস্ত মুখ্যমন্ত্রী ৷
এদিন প্রদেশ কংগ্রেসের রাজ্য অফিস বিধানভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhry) বলেন, "বাসি খবর । ঠোঙা হয়ে গিয়েছে । আর তা নিয়েই এখন মাতামাতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । সৌরভকে বিসিসিআইতে না পাঠানো নিয়ে বাংলা তথা গোটা দেশের মানুষ প্রতিবাদ জানিয়েছেন । কিন্তু এতদিন বাদে মুখ্যমন্ত্রী মোদি বন্দনায় ব্যস্ত । তিনি তো রাজ্যে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করতে পারতেন ৷ রাস্তায় নামতে পারতেন । করলেন না। এখন মোদিকে স্মরণ করছেন ।’’
অধীরের আরও বক্তব্য, ‘‘সকলে এখন বুঝতে পারছে প্রতিটি ক্ষেত্রে এখন মোদি বন্দনায় ব্যস্ত তিনি । ইডি (ED), সিবিআইকে (CBI) খারাপ বলছেন । আবার মোদিকে ভালো বলছেন । আসলে তিনি যা করতে চাইছেন, গোটা রাজ্যের মানুষ তা বুঝতে পারছেন ।"
উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গে যাওয়ার পথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে প্রতিহিংসার রাজনীতির শিকার ৷ এদিন তাঁর স্পষ্ট বক্তব্য, সৌরভের মতো ব্যক্তিত্ব শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব । তাঁর (সৌরভ) বিরুদ্ধে অন্তত প্রতিহিংসার রাজনীতি শোভা পায় না ।
একই সঙ্গে এদিন তাঁর প্রশ্ন, ক্রিকেট প্রশাসক হিসাবে অমিত শাহের ছেলে যদি থাকতে পারে, তাহলে কেন বাদ দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ? মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সৌরভ শুধু আমাদের নয়, গোটা দেশের গর্ব । সৌরভ ক্রিকেট জীবনে যথেষ্ট দক্ষতার সঙ্গে যেমন খেলেছে, তেমনই যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে । এবং ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিল । কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একই ভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’
আরও পড়ুন: সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার