ETV Bharat / city

Winners team to protect women: রাতের শহরে নারী সুরক্ষায় পিস্তল হাতে থাকবে উইনার্স টিম

রাতের শহরে নারী সুরক্ষায় পিস্তল হাতে থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম (Winners team to protect women)৷ এ বার থেকে কলকাতার রাস্তায় 34 জন মহিলা পুলিশ কর্মী হাতে পিস্তল নিয়ে কর্তব্য পালন করবেন (Kolkata police news)।

Winners team of Kolkata police will have pistol to protect women at night
রাতের শহরে নারী সুরক্ষায় পিস্তল হাতে থাকবে উইনার্স টিম
author img

By

Published : Jul 15, 2022, 5:52 PM IST

কলকাতা, 15 জুলাই: প্রায়ই খবরের শিরোনামে আসে রাতের কলকাতায় নারী নিগ্রহের ঘটনা । আবার কখনও রাস্তায় মদ্যপ মহিলাদের বাগে আনতে হিমশিম খেতে হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মীদের (Winners team to protect women)। তাছাড়াও রাতের শহরে মহিলা পুলিশ সে ভাবে না থাকার ফলে কর্তব্য পালনে নানা অসুবিধার মুখে পড়তে হয় সাধারণ পুলিশ কর্মীদের । সেই সমস্যা দূর করতে এ বার নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের ৷

এ বার থেকে শহর কলকাতার রাস্তায় 34 জন মহিলা পুলিশ কর্মী হাতে পিস্তল নিয়ে কর্তব্য পালন করবেন । তাঁরা প্রত্যেকেই কলকাতা পুলিশের কনস্টেবল পদের পুলিশ কর্মী । শারীরিক এবং মানসিকভাবে তাঁরা পারদর্শী । তাঁরা প্রত্যেকে কলকাতা পুলিশের উইনার্স টিমের সদস্য (Winners team of Kolkata police)।

লালবাজার সুত্রের খবর পার্ক স্ট্রিট, নন্দন চত্বর, মানিকতলা, শ্যামবাজার, ময়দান, রাসবিহারী, ধর্মতলা-সহ একাধিক জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন উইনার্স টিমের এই সদস্যরা । কলকাতা পুলিশ সূত্রের খবর, তাঁরা প্রত্যেকেই ক্যারাটে ও তাইকোন্ডোতে সিদ্ধহস্ত । কিছুদিন আগে কলকাতা পুলিশের সব সার্জেন্টকে বলা হয়েছিল, কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তাঁরা যেন তাঁদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন । আর এ বার আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হল রাতের শহরে কর্তব্যরত উইনার্স টিমের সদস্যদের ।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, কলকাতা পুলিশে খুলল সেফ হাউস

কলকাতা পুলিশ সূত্রে খবর, উইনার্স টিমকে বেশ কয়েক মাস ধরে নাইন এমএম পিস্তল চালাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে ক্যারাটে এবং মার্শাল আর্টেও । কলকাতা পুলিশ সূত্রের খবর, গত 11 জুলাই বেলা 11টা নাগাদ লালবাজারের ক্যাম্পাস থেকেই উইনার্স টিমের এই নতুন বাহিনীর পথ চলা শুরু হয় । সেই অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা । কলকাতা পুলিশের তরফে উইনার্স টিম গঠন করার পর মেলে সাফল্য । আর এই সাফল্যের পরেই শুধু কলকাতায় নয়, বিধাননগর কমিশনারেট-সহ রাজ্যের একাধিক জেলা স্তরেও গঠন করা হয়েছে উইনার্স টিম ।

কলকাতা, 15 জুলাই: প্রায়ই খবরের শিরোনামে আসে রাতের কলকাতায় নারী নিগ্রহের ঘটনা । আবার কখনও রাস্তায় মদ্যপ মহিলাদের বাগে আনতে হিমশিম খেতে হয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট থেকে শুরু করে পুলিশ কর্মীদের (Winners team to protect women)। তাছাড়াও রাতের শহরে মহিলা পুলিশ সে ভাবে না থাকার ফলে কর্তব্য পালনে নানা অসুবিধার মুখে পড়তে হয় সাধারণ পুলিশ কর্মীদের । সেই সমস্যা দূর করতে এ বার নয়া পদক্ষেপ কলকাতা পুলিশের ৷

এ বার থেকে শহর কলকাতার রাস্তায় 34 জন মহিলা পুলিশ কর্মী হাতে পিস্তল নিয়ে কর্তব্য পালন করবেন । তাঁরা প্রত্যেকেই কলকাতা পুলিশের কনস্টেবল পদের পুলিশ কর্মী । শারীরিক এবং মানসিকভাবে তাঁরা পারদর্শী । তাঁরা প্রত্যেকে কলকাতা পুলিশের উইনার্স টিমের সদস্য (Winners team of Kolkata police)।

লালবাজার সুত্রের খবর পার্ক স্ট্রিট, নন্দন চত্বর, মানিকতলা, শ্যামবাজার, ময়দান, রাসবিহারী, ধর্মতলা-সহ একাধিক জায়গায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন উইনার্স টিমের এই সদস্যরা । কলকাতা পুলিশ সূত্রের খবর, তাঁরা প্রত্যেকেই ক্যারাটে ও তাইকোন্ডোতে সিদ্ধহস্ত । কিছুদিন আগে কলকাতা পুলিশের সব সার্জেন্টকে বলা হয়েছিল, কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তাঁরা যেন তাঁদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন । আর এ বার আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া হল রাতের শহরে কর্তব্যরত উইনার্স টিমের সদস্যদের ।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, কলকাতা পুলিশে খুলল সেফ হাউস

কলকাতা পুলিশ সূত্রে খবর, উইনার্স টিমকে বেশ কয়েক মাস ধরে নাইন এমএম পিস্তল চালাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে ক্যারাটে এবং মার্শাল আর্টেও । কলকাতা পুলিশ সূত্রের খবর, গত 11 জুলাই বেলা 11টা নাগাদ লালবাজারের ক্যাম্পাস থেকেই উইনার্স টিমের এই নতুন বাহিনীর পথ চলা শুরু হয় । সেই অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা । কলকাতা পুলিশের তরফে উইনার্স টিম গঠন করার পর মেলে সাফল্য । আর এই সাফল্যের পরেই শুধু কলকাতায় নয়, বিধাননগর কমিশনারেট-সহ রাজ্যের একাধিক জেলা স্তরেও গঠন করা হয়েছে উইনার্স টিম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.