কলকাতা, 6 ফেব্রুয়ারি: নেতাজির নামাঙ্কিত বিশেষ ব্যাটালিয়ন পেতে চলেছে কলকাতা পুলিশ। যদিও এখনও পর্যন্ত প্রস্তাবিত এই ব্যাটালিয়ন সম্পর্কে কলকাতা পুলিশের হাতে তেমন কোনও তথ্য নেই বলেই দাবি সূত্রের৷
নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক জানান, তাঁদের কাছে এই মুহূর্তে এ বিষয়ে কোনও পরিষ্কার ধারণা নেই৷ তবে যেটুকু তথ্য মিলেছে, সেই মোতাবেক, কলকাতা পুলিশের 12 হাজার কনস্টেবল পদে নিয়োগ চলছে৷ মনে করা হচ্ছে, এই 12 হাজার কনস্টেবলের মধ্যে থেকেই বেশিরভাগকে বেছে নেওয়া হবে নেতাজি ব্যাটালিয়নের জন্য। তবে কেন হঠাৎ একটি বিশেষ বাহিনীর প্রয়োজন পড়ল? তা নিয়ে কলকাতা পুলিশ কোনও কর্তাই মুখ খুলতে রাজি হননি।
আরও পড়ুন: ভোটের আগে কলকাতা পুলিশে বড়সড় রদবদল
ভোটমুখী বাংলায় কার্যত একটা ইশু হয়ে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু৷ তাঁর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ষব্য়াপী কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য৷ একই পথে হেঁটেছে কেন্দ্রের মোদি সরকারও৷ গত 23 জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী পালন করে কেন্দ্র৷ সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং৷ আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও৷ বস্তুত, বঙ্গবাসীর মন পেতে নেতাজির আবেগকে কাজে লাগাতে মরিয়া তৃণমূল, বিজেপি- দু’পক্ষই৷ কলকাতা পুলিশে নেতাজি ব্য়াটালিয়নের আত্মপ্রকাশের পরিকল্পনাও তৃণমূলের সেই গেম প্ল্যানেরই অংশ বলে মত ওয়াকিবহাল মহলের ৷ যদিও এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন কেউই ৷