ETV Bharat / city

BJP-TMC : বিধানসভায় দলবদলুরা কি আসন বদলাচ্ছেন, জল্পনা তুঙ্গে - Trinamool Congress

মুকুল রায়-সহ পাঁচজন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন ৷ কিন্তু তাঁরা খাতায় কলমে এখনও বিজেপির সদস্য ৷ তাই তাঁরা কোথায় বসবেন, সেই নিয়ে জল্পনা তুঙ্গে ৷

will-mla-who-rejoin-tmc-seat-together-bjp
BJP-TMC : বিধানসভায় ‘দলবদলু’রা কি আসন বদলাচ্ছেন, জল্পনা তুঙ্গে
author img

By

Published : Nov 1, 2021, 8:33 PM IST

কলকাতা, 1 নভেম্বর : শীতকালীন অধিবেশন শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ প্রথমদিন সবকিছু ছাপিয়ে মূল চর্চার বিষয় হয়ে উঠেছিল যে কোথায় বসবেন দলবদলু বিধায়করা ! তবে আসনের কোনও রদবদল হয়নি ৷ বরং যে যেখানে ছিলেন, বিধানসভায় সেখানেই বসছেন ৷

পাঁচজন গেরুয়া বিধায়ক ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ কিন্তু সরকারিভাবে তাঁরা এখনও বিজেপি বিধায়ক ৷ সেই কারণেই তাঁরা বিরোধী শিবিরের সঙ্গেই বসবেন বলে জানা গিয়েছে ৷ ঠিক যেমন মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েও আগের অধিবেশনে বিজেপি বিধায়কদের সারিতেই বসেছিলেন ৷

আরও পড়ুন : Sukanta Majumder : রাজীবের দলত্যাগ নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

যদিও অতীতে দেখা গিয়েছে, দলত্যাগ করার পর অনেক বিধায়ক তাঁদের আসন বদল করেছেন । অনেকে ব্যক্তিগতভাবে তাঁর আসন আলাদা করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেছেন । কিন্তু এবার তা ঘটেনি । কারণ, দলত্যাগ করা কোনও বিধায়কই মানতে রাজি নন যে তাঁরা দলত্যাগ করেছেন । ফলে তাঁরা পুরনো আসনেই বসবেন ৷

এদিন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের সঙ্গে তাঁর আসন নিয়ে কথা হচ্ছিল । তিনি কিন্তু দলত্যাগের গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন । তিনি জানিয়েছেন, এবিষয়ে যদি অধ্যক্ষ তাঁকে প্রশ্ন করেন, তিনি তার উত্তর দেবেন । এই নিয়ে সংবাদ মাধ্যমকে খুশি করতে তিনি রাজি নন ।

আরও পড়ুন : Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

বিধানসভা সূত্রে যতটুকু খবর, এখনও পর্যন্ত কোনও বিধায়কই তাঁদের আসন পরিবর্তনের জন্য কোনও আবেদন জানাননি । ফলে ধরেই নেওয়া যায়, দলত্যাগের পরও পুরনো সঙ্গীদের সঙ্গে বসবেন তাঁরা ।

কলকাতা, 1 নভেম্বর : শীতকালীন অধিবেশন শুরু হল পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ প্রথমদিন সবকিছু ছাপিয়ে মূল চর্চার বিষয় হয়ে উঠেছিল যে কোথায় বসবেন দলবদলু বিধায়করা ! তবে আসনের কোনও রদবদল হয়নি ৷ বরং যে যেখানে ছিলেন, বিধানসভায় সেখানেই বসছেন ৷

পাঁচজন গেরুয়া বিধায়ক ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ কিন্তু সরকারিভাবে তাঁরা এখনও বিজেপি বিধায়ক ৷ সেই কারণেই তাঁরা বিরোধী শিবিরের সঙ্গেই বসবেন বলে জানা গিয়েছে ৷ ঠিক যেমন মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েও আগের অধিবেশনে বিজেপি বিধায়কদের সারিতেই বসেছিলেন ৷

আরও পড়ুন : Sukanta Majumder : রাজীবের দলত্যাগ নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির

যদিও অতীতে দেখা গিয়েছে, দলত্যাগ করার পর অনেক বিধায়ক তাঁদের আসন বদল করেছেন । অনেকে ব্যক্তিগতভাবে তাঁর আসন আলাদা করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেছেন । কিন্তু এবার তা ঘটেনি । কারণ, দলত্যাগ করা কোনও বিধায়কই মানতে রাজি নন যে তাঁরা দলত্যাগ করেছেন । ফলে তাঁরা পুরনো আসনেই বসবেন ৷

এদিন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের সঙ্গে তাঁর আসন নিয়ে কথা হচ্ছিল । তিনি কিন্তু দলত্যাগের গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন । তিনি জানিয়েছেন, এবিষয়ে যদি অধ্যক্ষ তাঁকে প্রশ্ন করেন, তিনি তার উত্তর দেবেন । এই নিয়ে সংবাদ মাধ্যমকে খুশি করতে তিনি রাজি নন ।

আরও পড়ুন : Dilip Ghosh: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

বিধানসভা সূত্রে যতটুকু খবর, এখনও পর্যন্ত কোনও বিধায়কই তাঁদের আসন পরিবর্তনের জন্য কোনও আবেদন জানাননি । ফলে ধরেই নেওয়া যায়, দলত্যাগের পরও পুরনো সঙ্গীদের সঙ্গে বসবেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.