ETV Bharat / city

বিধানসভায় বুলবুলের ক্ষয়ক্ষতির খতিয়ান চাইলেন মানস জায়া গীতারাণী - Gitarani Bhunia

সবংয়ের মুখচোরা বিধায়ক গীতারাণী যখন বিধানসভায় প্রশ্ন করছেন, তখন শাসক এবং বিরোধী দলের বিধায়করা একে অপরের দিকে চাইছেন ।

Wife of Manas Bhunia
মানস জায়া গীতারাণী ভূঁইয়া
author img

By

Published : Dec 3, 2019, 10:25 AM IST

কলকাতা, 3 ডিসেম্বর : বিধানসভায় উপস্থিত হন নিয়মিত । কিন্তু, কোনওদিনই খুব একটা প্রশ্নে অংশ গ্রহণ করেন না । তিনি রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞার স্ত্রী গীতারাণী ভুঁইঞা । উপনির্বাচনে জিতে সবং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন গীতারাণী ভুঁইঞা । খুব সম্প্রতি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গেছেন মানস ভুইঁয়া । আর সবং বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী হয়েছেন মানস জায়া গীতা, বিধানসভায় আসেন । নির্দিষ্ট কিছু কথা বলেন তিনি । গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে প্রশ্ন করলেন রাজ্য সরকারের কাজের খতিয়ান নিয়ে ।

বিধানসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে সবংয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক গীতারাণী ভুঁইঞা প্রশ্ন করেন ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ বণ্টন নিয়ে । তার নির্দিষ্ট প্রশ্ন ছিল, এটা কি সত্যি যে বুলবুল ঝড়ের তাণ্ডবে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ? প্রশ্নের পরিপ্রেক্ষিতে দপ্তরের মন্ত্রী জাভেদ খান সদুত্তর দেন ৷ এছাড়া সংশ্লিষ্ট জেলাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও জানতে চান গীতা ভুঁইঞা । উত্তরে মুখ্যমন্ত্রী এবং জাভেদ খান বলেন, বুলবুল ঝড়ের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমাণ ২৩ হাজার ৮১১.১৬ কোটি টাকা । সংশ্লিষ্ট জেলাগুলিতে এখনও সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

সবংয়ের মুখচোরা বিধায়ক গীতারাণী যখন বিধানসভায় প্রশ্ন করছেন, তখন শাসক এবং বিরোধী দলের বিধায়করা একে অপরের দিকে চাইছেন । খুব অল্প প্রশ্ন করেন বিধানসভায় তিনি । কিন্তু চলতি অধিবেশনে এমন প্রশ্ন কেন করলেন গীতারাণী ভুঁইঞা ? অধিবেশন কক্ষের বাইরে এসে লবিতে বসে তিনি জানালেন, তাঁর স্বামী মানস ভুঁইঞা প্রশ্ন তৈরি করে, শিখিয়ে বিধানসভায় পাঠিয়েছেন । মানস ভুঁইঞার পরামর্শ মতোই কাজ করেছেন তিনি ।

কলকাতা, 3 ডিসেম্বর : বিধানসভায় উপস্থিত হন নিয়মিত । কিন্তু, কোনওদিনই খুব একটা প্রশ্নে অংশ গ্রহণ করেন না । তিনি রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞার স্ত্রী গীতারাণী ভুঁইঞা । উপনির্বাচনে জিতে সবং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন গীতারাণী ভুঁইঞা । খুব সম্প্রতি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গেছেন মানস ভুইঁয়া । আর সবং বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী হয়েছেন মানস জায়া গীতা, বিধানসভায় আসেন । নির্দিষ্ট কিছু কথা বলেন তিনি । গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে প্রশ্ন করলেন রাজ্য সরকারের কাজের খতিয়ান নিয়ে ।

বিধানসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে সবংয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক গীতারাণী ভুঁইঞা প্রশ্ন করেন ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ বণ্টন নিয়ে । তার নির্দিষ্ট প্রশ্ন ছিল, এটা কি সত্যি যে বুলবুল ঝড়ের তাণ্ডবে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ? প্রশ্নের পরিপ্রেক্ষিতে দপ্তরের মন্ত্রী জাভেদ খান সদুত্তর দেন ৷ এছাড়া সংশ্লিষ্ট জেলাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও জানতে চান গীতা ভুঁইঞা । উত্তরে মুখ্যমন্ত্রী এবং জাভেদ খান বলেন, বুলবুল ঝড়ের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমাণ ২৩ হাজার ৮১১.১৬ কোটি টাকা । সংশ্লিষ্ট জেলাগুলিতে এখনও সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।

সবংয়ের মুখচোরা বিধায়ক গীতারাণী যখন বিধানসভায় প্রশ্ন করছেন, তখন শাসক এবং বিরোধী দলের বিধায়করা একে অপরের দিকে চাইছেন । খুব অল্প প্রশ্ন করেন বিধানসভায় তিনি । কিন্তু চলতি অধিবেশনে এমন প্রশ্ন কেন করলেন গীতারাণী ভুঁইঞা ? অধিবেশন কক্ষের বাইরে এসে লবিতে বসে তিনি জানালেন, তাঁর স্বামী মানস ভুঁইঞা প্রশ্ন তৈরি করে, শিখিয়ে বিধানসভায় পাঠিয়েছেন । মানস ভুঁইঞার পরামর্শ মতোই কাজ করেছেন তিনি ।

Intro:বিধান সভায় উপস্থিত হন নিয়মিত। কোনদিনই খুব একটা প্রশ্নে অংশগ্রহণ করেন না। রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়ার স্ত্রী গীতা রানী ভূঁইয়া। আজ তাকে রীতিমত পড়াশোনা করিয়ে প্রশ্ন শিখিয়ে বিধানসভায় পাঠিয়েছেন স্বয়ং মানস ভূঁইয়া। উপ নির্বাচনে জিতে সবং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন গীতা রানী ভুঁইয়া। ডাকসাইটে কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়ার স্ত্রী তিনি। তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় চলে গেলেন মানস ভুইঁয়া। সবং বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হলেন মানস জায়া গীতা। বিধানসভায় আসেন। নির্দিষ্ট কিছু কথা বলেন তিনি। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান কে প্রশ্ন করলেন রাজ্য সরকারের কাজের খতিয়ান নিয়ে।


Body:বিধানসভায় আজ প্রশ্নোত্তর পর্বে সবংয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক গীতা রানী ভূঁইয়া প্রশ্ন করেন ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ বন্টন নিয়ে। তার নির্দিষ্ট প্রশ্ন ছিল, এটা কি সত্যি যে বুলবুল ঝড়ের তাণ্ডবে দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে? এর উত্তরে দপ্তরের মন্ত্রী জাভেদ খান বলেন, হ্যাঁ বুলবুল ঝড়ের তাণ্ডবে দুই চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কলকাতায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
সংশ্লিষ্ট জেলাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চান গীতা ভূঁইয়া। উত্তরে মুখ্যমন্ত্রী এবং জাভেদ খান বলেন, বুলবুল ঝরে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমান ২৩ হাজার ৮১১.১৬ কোটি টাকা। সংশ্লিষ্ট জেলাগুলিতে এখনো সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের কোন আর্থিক সাহায্য পাওয়া যায়নি বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
সবংয়ের মুখচোরা বিধায়ক গীতা রানী ভূঁইয়া যখন বিধানসভায় প্রশ্ন করছেন, তখন শাসক এবং বিরোধীদলের বিধায়করা একে অপরের দিকে চাইছেন। খুব অল্প প্রশ্ন করেন বিধানসভায় তিনি। কিন্তু চলতি অধিবেশনে এমন প্রশ্ন কেন করলেন গীতা রানী ভূঁইয়া?
অধিবেশন কক্ষের বাইরে এসে লবিতে বসে তিনি জানালেন, তার স্বামী মানস ভুঁইয়া প্রশ্ন করে, তাকে শিখিয়ে, পড়িয়ে বিধানসভায় পাঠিয়েছেন। পতিদেবের নির্দেশে বাধ্য হয়ে প্রশ্ন করতে হয়েছে তাকে। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কথা বলার ইচ্ছে থাকলেও, সেই ইচ্ছে যদিও পূরণ করলেন না তিনি। কেন বললেন না? মুখ্যমন্ত্রী যে প্রশ্নের উত্তর দেন, তারপর ক্যামেরার সামনে কিছু বলার থাকতে পারে না তাঁর। সংকিত কাঁপা কাঁপা কণ্ঠে বললেন তিনি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.