কলকাতা, 3 ডিসেম্বর : বিধানসভায় উপস্থিত হন নিয়মিত । কিন্তু, কোনওদিনই খুব একটা প্রশ্নে অংশ গ্রহণ করেন না । তিনি রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞার স্ত্রী গীতারাণী ভুঁইঞা । উপনির্বাচনে জিতে সবং বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন গীতারাণী ভুঁইঞা । খুব সম্প্রতি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গেছেন মানস ভুইঁয়া । আর সবং বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে জয়ী হয়েছেন মানস জায়া গীতা, বিধানসভায় আসেন । নির্দিষ্ট কিছু কথা বলেন তিনি । গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খানকে প্রশ্ন করলেন রাজ্য সরকারের কাজের খতিয়ান নিয়ে ।
বিধানসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে সবংয়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক গীতারাণী ভুঁইঞা প্রশ্ন করেন ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ বণ্টন নিয়ে । তার নির্দিষ্ট প্রশ্ন ছিল, এটা কি সত্যি যে বুলবুল ঝড়ের তাণ্ডবে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং কলকাতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ? প্রশ্নের পরিপ্রেক্ষিতে দপ্তরের মন্ত্রী জাভেদ খান সদুত্তর দেন ৷ এছাড়া সংশ্লিষ্ট জেলাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও জানতে চান গীতা ভুঁইঞা । উত্তরে মুখ্যমন্ত্রী এবং জাভেদ খান বলেন, বুলবুল ঝড়ের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী বিভিন্ন ক্ষেত্র মিলিয়ে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি জেলায় ক্ষয়ক্ষতির মোট আর্থিক পরিমাণ ২৩ হাজার ৮১১.১৬ কোটি টাকা । সংশ্লিষ্ট জেলাগুলিতে এখনও সমীক্ষার কাজ চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
সবংয়ের মুখচোরা বিধায়ক গীতারাণী যখন বিধানসভায় প্রশ্ন করছেন, তখন শাসক এবং বিরোধী দলের বিধায়করা একে অপরের দিকে চাইছেন । খুব অল্প প্রশ্ন করেন বিধানসভায় তিনি । কিন্তু চলতি অধিবেশনে এমন প্রশ্ন কেন করলেন গীতারাণী ভুঁইঞা ? অধিবেশন কক্ষের বাইরে এসে লবিতে বসে তিনি জানালেন, তাঁর স্বামী মানস ভুঁইঞা প্রশ্ন তৈরি করে, শিখিয়ে বিধানসভায় পাঠিয়েছেন । মানস ভুঁইঞার পরামর্শ মতোই কাজ করেছেন তিনি ।