কলকাতা, 16 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলতে চান ধৃত বলবিন্দর সিংয়ের স্ত্রী করণজিৎ কৌর । তিনি 'ইনসাফ' চান । আগামীকাল, শনিবার সকাল 10টার মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না পেলে, সকাল 11টা থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে ভুখা হরতালে বসবেন ধৃত বলবিন্দর সিংয়ের স্ত্রী । শুক্রবার সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন তিনি ।
শুক্রবার কলকাতায় প্রেস কনফারেন্স করেন ধৃত বলবিন্দর সিংয়ের স্ত্রী করণজিৎ কৌর । তাঁর সঙ্গে ছিলেন দিল্লির গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা ।
করণজিৎ কৌর বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব ৷ মুখ্যমন্ত্রী একটু সময় দেবেন আশা করছি । শনিবার সকাল 10টার মধ্যে যদি মুখ্যমন্ত্রীর সময় না পাই, যদি ইনসাফ না পাই, তা হলে সকাল 11টা থেকে মুখ্যমন্ত্রীর অফিসের সামনে ভুখা হরতাল শুরু করব ।"
তিনি বলেন, "সব শিখ ভাই আমাদের সঙ্গে আছেন ৷ আর্মি ম্যান-রা আমাদের সঙ্গে আছেন । কলকাতার অনেক মানুষ আমাদের সঙ্গে আছেন ।"
প্রেস কনফারেন্সে দিল্লির গুরুদ্বারা প্রবন্ধক কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা বলেন, "বলবিন্দর সিং একজন প্রাক্তন আর্মি ম্যান । কারগিলের যুদ্ধ লড়াই করেছিলেন । বলবিন্দর সিংকে ইনসাফ দেওয়া হোক ৷ ধৃত বলবিন্দর সিংয়ের বিরুদ্ধে 307, 506, 436 ধারায় মামলা করা হয়েছে । এই ধারাগুলি মেনে নেওয়া যায় না । হাওড়া পুলিশ যে সব ডকুমেন্ট দেখিয়েছে তা একতরফা । এটা মিথ্যা । মিস লিড করার জন্য এ সব হচ্ছে ।"
মনজিন্দর সিং সিরসা আরও বলেন, "সরকার আমাদের বিষয়টি বুঝবে । এই বিষয়টি এখন শুধুমাত্র একজন আর্মি ম্যান অথবা তাঁর পরিবারের নয় । বরং দেশের যাঁরা ইনসাফ চান, তাঁদের সকলের । বলবিন্দর সিংকে ইনসাফ দেওয়ার জন্য দেশের বিভিন্ন শিখ সংগঠনের তরফে আবেদন জানানো হয়েছে় ।"
গত 8 অক্টোবর BJP-র নবান্ন অভিযানের মিছিল থেকে বলবিন্দর সিংকে আটক করে পুলিশ । তাঁর কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে পুলিশের অভিযোগ । বিষয়টি বিচারাধিন ৷ আদালতের নির্দেশে পুলিশি হেপাজতে রয়েছে অভিযুক্ত ৷ এদিনের প্রেস কনফারেন্সে ফের দাবি করা হয়, বলবিন্দর সিংয়ের কাছ থেকে পাওয়া আগ্নেয়াস্ত্রর লাইসেন্স রয়েছে ।