ETV Bharat / city

হারের পর্যালোচনা বৈঠকে কেন অনুপস্থিত মুকুল-শুভেন্দু ?

মঙ্গলবার ভোটে হারের ময়নাতদন্ত করল বিজেপি ৷ কলকাতার হেস্টিংসে দলের দফতরে হল রাজ্য কমিটির বৈঠক ৷ সেই বৈঠকে দেখা মিলল না মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর ৷ শুভেন্দু অবশ্য দিল্লিতে ছিলেন ৷ কিন্তু মুকুল কেন অনুপস্থিত রইলেন ?

ভোটে হারার পর্যোলোচনা বৈঠকে কেন অনুপস্থিত রইলেন মুকুল-শুভেন্দু ?
ভোটে হারার পর্যোলোচনা বৈঠকে কেন অনুপস্থিত রইলেন মুকুল-শুভেন্দু ?
author img

By

Published : Jun 8, 2021, 10:06 PM IST

Updated : Jun 8, 2021, 11:37 PM IST

কলকাতা, 8 জুন : সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতীয় জনতা পার্টির ৷ সেই হারের পর কেটে গিয়েছে এক মাসের বেশি সময় ৷ তার পর আজ, মঙ্গলবার ভোটে হারের ময়নাতদন্ত করল বিজেপি ৷ কলকাতার হেস্টিংসে দলের দফতরে হল রাজ্য কমিটির বৈঠক ৷

সেই বৈঠকেই গরহাজির দলের দুই গুরুত্বপূর্ণ নেতা ৷ তাঁদের একজন মুকুল রায় (Mukul Roy) ৷ এবার প্রথম ভোটে জেতা এই নেতা আবার বিজেপির সর্বভারতীয় পর্যায়ে সহ-সভাপতি ৷ আর দ্বিতীয়জন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিধানসভার বিরোধী দলনেতা ৷ আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির একমাত্র জায়েন্ট কিলার ৷

মুকুল রায় কেন এদিনের বৈঠকে হাজির হলেন না, সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷ তবে একটি সূত্রের খবর, মুকুল রায়কে নাকি এই বৈঠকের বিষয় কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন : 356-র জুজু মানুষ ভালভাবে নেবে না, রাজীবের পোস্টে বিতর্ক

অন্যদিকে শুভেন্দু অধিকারী গতকাল, সোমবার রাতেই উড়ে গিয়েছেন নয়াদিল্লিতে ৷ আজ, মঙ্গলবার সকালেই তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ আগামিকাল, বুধবার তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা ৷

তাই স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন ৷ কারণ, কয়েকদিন আগে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় ফেসবুকে দলকে বিঁধে পোস্ট করেছিলেন ৷ তার পর হাসপাতালে অসুস্থ মুকুল-পত্নীকে দেখতে ছুটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল ৷

যেদিন অভিষেক গিয়েছিলেন, সেদিনই কয়েক ঘণ্টা পর মুকুল-পত্নীকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷ যদিও এই নিয়ে মুকুল রায়ের তরফে সেভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ বিজেপিতে যোগ দিয়ে যাঁকে ‘ক্যাপ্টেন’ বলেছিলেন মুকুল রায়, সেই দিলীপ ঘোষের সঙ্গে কি দূরত্ব তৈরি হচ্ছে মুকুল রায়ের ? সেই কারণেই কি তিনি এই বৈঠক এড়িয়ে গেলেন, উঠছে সেই প্রশ্ন ৷ যদিও এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন যে সকলকেই আমন্ত্রণ করা হয়েছিল ৷

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি, জানালেন দিলীপ

ভোটের জেতার পর স্বাভাবিক ভাবেই গুরুত্ব বেড়েছে শুভেন্দু অধিকারীর ৷ তাঁকে বিজেপির পরিষদীয় নেতা করা হয়েছে ৷ আর বিজেপি এবার বিধানসভায় প্রধান বিরোধী দল ৷ তাই শুভেন্দুও এবার বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাই তাঁকে বাদ দিয়ে কেন ভোটে হারার পর্যালোচনা করার মতো পরিস্থিতি তৈরি হল কেন, সেই প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

তবে দিলীপ ঘোষ জানিয়েছেন যে শুভেন্দুর দিল্লি সফরের সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ বিরোধী দলনেতা হিসেবে তাঁকে ডাকা হয়েছে ৷ অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি ও দিলীপ ঘোষ মেদিনীপুরের দুই নেতা, তাঁদের মধ্যে কোনও বিরোধ নেই ৷

আরও পড়ুন : বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভাল হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

কিন্তু তাতেও জল্পনা থামছে কোথায় ! বরং দিনভর রাজ্য রাজনীতিতে এটা চর্চার বিষয় যে মুকুল রায় ও শুভেন্দু অধিকারী কেন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে থাকলেন না ?

কলকাতা, 8 জুন : সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে ভারতীয় জনতা পার্টির ৷ সেই হারের পর কেটে গিয়েছে এক মাসের বেশি সময় ৷ তার পর আজ, মঙ্গলবার ভোটে হারের ময়নাতদন্ত করল বিজেপি ৷ কলকাতার হেস্টিংসে দলের দফতরে হল রাজ্য কমিটির বৈঠক ৷

সেই বৈঠকেই গরহাজির দলের দুই গুরুত্বপূর্ণ নেতা ৷ তাঁদের একজন মুকুল রায় (Mukul Roy) ৷ এবার প্রথম ভোটে জেতা এই নেতা আবার বিজেপির সর্বভারতীয় পর্যায়ে সহ-সভাপতি ৷ আর দ্বিতীয়জন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ বিধানসভার বিরোধী দলনেতা ৷ আর নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিজেপির একমাত্র জায়েন্ট কিলার ৷

মুকুল রায় কেন এদিনের বৈঠকে হাজির হলেন না, সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায়নি ৷ তবে একটি সূত্রের খবর, মুকুল রায়কে নাকি এই বৈঠকের বিষয় কিছু জানানো হয়নি ৷

আরও পড়ুন : 356-র জুজু মানুষ ভালভাবে নেবে না, রাজীবের পোস্টে বিতর্ক

অন্যদিকে শুভেন্দু অধিকারী গতকাল, সোমবার রাতেই উড়ে গিয়েছেন নয়াদিল্লিতে ৷ আজ, মঙ্গলবার সকালেই তিনি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ৷ আগামিকাল, বুধবার তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার কথা ৷

তাই স্বাভাবিক ভাবেই উঠছে প্রশ্ন ৷ কারণ, কয়েকদিন আগে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় ফেসবুকে দলকে বিঁধে পোস্ট করেছিলেন ৷ তার পর হাসপাতালে অসুস্থ মুকুল-পত্নীকে দেখতে ছুটে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল ৷

যেদিন অভিষেক গিয়েছিলেন, সেদিনই কয়েক ঘণ্টা পর মুকুল-পত্নীকে দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ৷ যদিও এই নিয়ে মুকুল রায়ের তরফে সেভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ বিজেপিতে যোগ দিয়ে যাঁকে ‘ক্যাপ্টেন’ বলেছিলেন মুকুল রায়, সেই দিলীপ ঘোষের সঙ্গে কি দূরত্ব তৈরি হচ্ছে মুকুল রায়ের ? সেই কারণেই কি তিনি এই বৈঠক এড়িয়ে গেলেন, উঠছে সেই প্রশ্ন ৷ যদিও এদিন বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন যে সকলকেই আমন্ত্রণ করা হয়েছিল ৷

আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি, জানালেন দিলীপ

ভোটের জেতার পর স্বাভাবিক ভাবেই গুরুত্ব বেড়েছে শুভেন্দু অধিকারীর ৷ তাঁকে বিজেপির পরিষদীয় নেতা করা হয়েছে ৷ আর বিজেপি এবার বিধানসভায় প্রধান বিরোধী দল ৷ তাই শুভেন্দুও এবার বিধানসভার বিরোধী দলনেতা ৷ তাই তাঁকে বাদ দিয়ে কেন ভোটে হারার পর্যালোচনা করার মতো পরিস্থিতি তৈরি হল কেন, সেই প্রশ্নও প্রাসঙ্গিক হয়ে উঠেছে ৷

তবে দিলীপ ঘোষ জানিয়েছেন যে শুভেন্দুর দিল্লি সফরের সঙ্গে দলের কোনও যোগ নেই ৷ বিরোধী দলনেতা হিসেবে তাঁকে ডাকা হয়েছে ৷ অন্যদিকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তিনি ও দিলীপ ঘোষ মেদিনীপুরের দুই নেতা, তাঁদের মধ্যে কোনও বিরোধ নেই ৷

আরও পড়ুন : বিজেপিকে ভাঙাতে চাইলে ফল ভাল হবে না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

কিন্তু তাতেও জল্পনা থামছে কোথায় ! বরং দিনভর রাজ্য রাজনীতিতে এটা চর্চার বিষয় যে মুকুল রায় ও শুভেন্দু অধিকারী কেন দলের গুরুত্বপূর্ণ বৈঠকে থাকলেন না ?

Last Updated : Jun 8, 2021, 11:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.