কলকাতা, 13 জুন : সরকারপক্ষের বিরোধিতা করতে গিয়ে বিজেপির পরিষদীয় দলের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে চলে এল । একই সঙ্গে বাড়ল সন্দেহের পরিবেশ । বিশেষ করে শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari), মনোজ টিগ্গাদের (BJP MLA Monoj Tigga) কাছে এই ছবিটা পরিষ্কার হল যে দলত্যাগ না করেও তাঁদের সঙ্গে নেই অনেক বিধায়কই ।
ঘটনার সূত্রপাত রাজ্য বিধানসভায় সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে আচার্য (New Bill to Make CM as Chancellor of Universities) করা নিয়ে যে বিল পেশ করা হয়েছিল সেই সময় । প্রায় দু'ঘণ্টা আলোচনা শেষে প্রক্রিয়ার একদম শেষ পর্বে গিয়ে ডিভিশন চায় বিরোধী দল । এবং বিরোধীদের দাবি মেনে ভোটাভুটির নির্দেশ দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) ।
সেই ভোটাভুটির ফলে দেখা যায় শাসক দলের পক্ষে পড়েছে 182টি ভোট । এবং বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির পরিষদীয় দলের পক্ষে পড়েছে মাত্র 40টি ভোট । কিন্তু বাস্তবে ভোটাভুটির সময় বিরোধী দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন 57 জন বিধায়ক । আর ভোট পড়ল 40 জনের ৷ বাকিরা গেলেন কোথায় !
কোনও সন্দেহ নেই বিজেপি বিধায়কদের মধ্যে একটা বড় অংশই নতুন । হয়তো তাদের মধ্যে কেউ কেউ হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে অনভিজ্ঞতার কারণে ভুল করেছেন । কিন্তু 17 জন বিধায়কের ভোট না পাওয়ায় যথেষ্টই ভাবাচ্ছে বিজেপির পরিষদীয় দলকে । প্রশ্ন উঠছে, তাহলে কি সর্ষের মধ্যেই রয়েছে ভূত ! অর্থাৎ বিজেপি পরিষদীয় দলের অন্দরেই কি রয়েছে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা । ভাবাচ্ছে পরিষদীয় দলের নেতাদের ।
প্রসঙ্গত, নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা তো বলেই দিলেন এই 17 জনের মধ্যে খোঁজ নিন কারা দল বদলের জন্য পা বাড়িয়েই আছেন । নাকি এখানেও সায়েন্টিফিক রিগিং হয়েছে ! যদিও এই নিয়ে পরিষদীয় দলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি । দলের নেত্রী অগ্নিমিত্রা পালকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যা বলার শুভেন্দু অধিকারী বলবেন ।’’
আর বিরোধী দলনেতা অন্তত দিনের শেষে এই বিষয় নিয়ে মুখ খোলেননি । তবে নীরবতার মাঝেও একটা প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে, অর্জুন সিংহের দলবদলের পর বিধায়কদের দলত্যাগ রুখতে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে । এই ঘটনা যদি শেষ পর্যন্ত বিজেপিতে ভাঙনের কারণ হয়, তাহলে তা বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ব্যর্থতা হিসাবে দেখা হবে না কেন, উঠছে সেই প্রশ্নও ৷
এই নিয়ে শিল্পমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, বিরোধী দলনেতার হাতে দলের নিয়ন্ত্রণই নেই ৷ তাঁর কটাক্ষ, খোঁজ নিলে এর থেকে বেশি বিরোধী পাওয়া যাবে ৷
আরও পড়ুন : New Chancellor Bill : বিধানসভায় পাস মুখ্যমন্ত্রীকে আচার্য পদে বসানোর বিল