কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে সরছেন রাজীব কুমার। লোকসভা নির্বাচনের মুখে নতুন পুলিশ কমিশনার নিযুক্ত করতে চলেছে রাজ্য প্রশাসন। রাজীব কুমারের জায়গায় কে আসবেন, তা নিয়ে একাধিক নাম উঠে এসেছে। এরা হলেন সুধীর মিশ্র, অনুজ শর্মা, জ্ঞানবন্ত সিং ও সঞ্জয় মুখোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টা সুধীর মিশ্র এবং ADG আইন-শৃঙ্খলা অনুজ শর্মার দিকেই পাল্লা ভারী।
সবকিছু ঠিকঠাক থাকলে দু-একদিনের মধ্যেই নিযুক্ত হবেন কলকাতার নতুন পুলিশ কমিশনার। এই পদে গত ৩ বছর রয়েছেন রাজীব কুমার। তাই কমিশনের নির্দেশে নির্বাচনের আগেই তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসন। একইভাবে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সময়ও কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরানো হয়েছিল। তাঁর জায়গায় তখন এসেছিলেন সোমেন মিত্র।
সম্ভাব্য পুলিশ কমিশনারদের তালিকায় প্রথমেই নাম রয়েছে সুধীর মিশ্র এবং অনুজ শর্মার। ১৯৮৮- র ব্যাচের IPS সুধীর মিশ্র বর্তমানে রাজ্যের ডেপুটি নিরাপত্তা উপদেষ্টার পদে রয়েছেন। একসময় অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বভার সামলেছেন তিনি।
অন্যদিকে, বর্তমানে রাজ্য পুলিশের ADG আইন-শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন অনুজ শর্মা। তিনি IPG আইন-শৃঙ্খলা এবং IG কোস্টাল সিকিউরিটির দায়িত্বে ছিলেন। মুখ্যমন্ত্রীর যথেষ্ট ঘনিষ্ঠ তিনি। তাই তাঁর সম্ভাবনা বেশি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।