ETV Bharat / city

ভোটে সিআরপিএফ শিবির হবে বৃদ্ধাশ্রমে , ঠাঁই হারানোর আশঙ্কায় আবাসিকরা - বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোথায় ঠাঁই হবে

বেশ কয়েক বছর আগে ভবনটিকে একটি সংস্থাকে লিজে দেয় পৌরসভা ৷ সংস্থাটি বিনা পয়সায় অনন্ত মায়ায় থাকার ব্যবস্থা করে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের ৷ ইতিমধ্যে দুটি পরিবার সেখানে বসবাস করছে ৷ গত বৃহস্পতিবার যাগ-যজ্ঞ করে পথচলা শুরু হয় বৃদ্ধাশ্রমের ৷

where-will-residents-of-old-age-home-go-if-there-is-an-arrangement-to-have-crpf
where-will-residents-of-old-age-home-go-if-there-is-an-arrangement-to-have-crpf
author img

By

Published : Mar 13, 2021, 11:07 PM IST

Updated : Mar 14, 2021, 5:33 PM IST

বজবজ, 13 মার্চ : অনন্ত মায়ার বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোথায় ঠাঁই হবে ? যদি নির্বাচনের কারণে পৌরসভা ফিরিয়ে নেয় তাদের অধীনে থাকা ভবনটিকে !

বৃদ্ধাশ্রমের খাতায় কলমে নাম অনন্ত মায়া ৷ যেটি রয়েছে বজবজ বিধানসভার অন্তর্গত পূজালি পৌরসভার অধীনস্থ একটি ভবনে ৷ বেশ কয়েক বছর আগে ভবনটিকে একটি সংস্থাকে লিজে দেয় পৌরসভা ৷ সংস্থাটি বিনা পয়সায় অনন্ত মায়ায় থাকার ব্যবস্থা করে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের ৷ ইতিমধ্যে দুটি পরিবার সেখানে বসবাস করছে ৷ গত বৃহস্পতিবার যাগ-যজ্ঞ করে পথচলা শুরু হয় বৃদ্ধাশ্রমের ৷ জানা গিয়েছে, আরও পাঁচটি পরিবার থাকার কথা রয়েছে ৷ সব মিলিয়ে মোট 7টি পরিবারের থাকার কথা রয়েছে অনন্ত মায়া বৃদ্ধাশ্রমে ৷ কিন্তু সম্প্রতি পূজালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আসেন বৃদ্ধাশ্রমে ৷ তিনি জানিয়ে যান, আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ-এর ক্যাম্প হবে বর্তমানে বৃদ্ধাশ্রম হওয়া ভবনটিতে । পুলিশ আধিকারিক যখন অনন্ত মায়ায় আসেন তখন অনন্ত মায়ার কর্তৃপক্ষ ছিল না ৷ তবে পুলিশ আধিকারিক আবাসিকদের জানান, বিষয়টি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানাতে ৷ হয়তো সেই সংবাদ কর্তৃপক্ষকে আবাসিকরা ইতিমধ্যে জানিয়েছেন ৷

আরও পড়ুন : 2021-এর নির্বাচনের আগে আরও 2 কম্পানি আধাসেনা আসছে রাজ্যে

এখন প্রশ্ন উঠছে, অনন্ত মায়া বৃদ্ধাশ্রম তুলে দেওয়া হয়, যদি সেখানে সিআরপিএফ এসে থাকে, তবে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের কী উপায় হবে ?

কোথায় ঠাঁই হবে আবাসিকদের ?

এক আবাসিক কেদার রায় বলেন, পুলিশ এসেছিল ৷ বলেছে, এটা আমরা নেবো ৷ এখানে ভোটের ডিউটি করতে আসা সিআরপিএফ-এর ক্যাম্প হবে ৷ জানি না আমাদের কী হবে ! আমরা এখানকার ভরসায় এসেছিলাম ৷ আমাদের এখান থেকে যদি কেউ বের করে দেয় তাহলে ফুটপাথে গিয়ে বসতে হবে ৷

যদিও অতিরিক্ত নির্বাচন কমিশনার সঞ্জয় বসু জানিয়েছেন, পূজালি থানার অন্তর্গত বৃদ্ধাশ্রমের আবাসিকদের সরিয়ে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে, এমন কোনও অভিযোগ আসেনি নির্বাচন কমিশনের কাছে ।

বজবজ, 13 মার্চ : অনন্ত মায়ার বৃদ্ধাশ্রমের আবাসিকদের কোথায় ঠাঁই হবে ? যদি নির্বাচনের কারণে পৌরসভা ফিরিয়ে নেয় তাদের অধীনে থাকা ভবনটিকে !

বৃদ্ধাশ্রমের খাতায় কলমে নাম অনন্ত মায়া ৷ যেটি রয়েছে বজবজ বিধানসভার অন্তর্গত পূজালি পৌরসভার অধীনস্থ একটি ভবনে ৷ বেশ কয়েক বছর আগে ভবনটিকে একটি সংস্থাকে লিজে দেয় পৌরসভা ৷ সংস্থাটি বিনা পয়সায় অনন্ত মায়ায় থাকার ব্যবস্থা করে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের ৷ ইতিমধ্যে দুটি পরিবার সেখানে বসবাস করছে ৷ গত বৃহস্পতিবার যাগ-যজ্ঞ করে পথচলা শুরু হয় বৃদ্ধাশ্রমের ৷ জানা গিয়েছে, আরও পাঁচটি পরিবার থাকার কথা রয়েছে ৷ সব মিলিয়ে মোট 7টি পরিবারের থাকার কথা রয়েছে অনন্ত মায়া বৃদ্ধাশ্রমে ৷ কিন্তু সম্প্রতি পূজালি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক আসেন বৃদ্ধাশ্রমে ৷ তিনি জানিয়ে যান, আসন্ন বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ-এর ক্যাম্প হবে বর্তমানে বৃদ্ধাশ্রম হওয়া ভবনটিতে । পুলিশ আধিকারিক যখন অনন্ত মায়ায় আসেন তখন অনন্ত মায়ার কর্তৃপক্ষ ছিল না ৷ তবে পুলিশ আধিকারিক আবাসিকদের জানান, বিষয়টি বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ জানাতে ৷ হয়তো সেই সংবাদ কর্তৃপক্ষকে আবাসিকরা ইতিমধ্যে জানিয়েছেন ৷

আরও পড়ুন : 2021-এর নির্বাচনের আগে আরও 2 কম্পানি আধাসেনা আসছে রাজ্যে

এখন প্রশ্ন উঠছে, অনন্ত মায়া বৃদ্ধাশ্রম তুলে দেওয়া হয়, যদি সেখানে সিআরপিএফ এসে থাকে, তবে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের কী উপায় হবে ?

কোথায় ঠাঁই হবে আবাসিকদের ?

এক আবাসিক কেদার রায় বলেন, পুলিশ এসেছিল ৷ বলেছে, এটা আমরা নেবো ৷ এখানে ভোটের ডিউটি করতে আসা সিআরপিএফ-এর ক্যাম্প হবে ৷ জানি না আমাদের কী হবে ! আমরা এখানকার ভরসায় এসেছিলাম ৷ আমাদের এখান থেকে যদি কেউ বের করে দেয় তাহলে ফুটপাথে গিয়ে বসতে হবে ৷

যদিও অতিরিক্ত নির্বাচন কমিশনার সঞ্জয় বসু জানিয়েছেন, পূজালি থানার অন্তর্গত বৃদ্ধাশ্রমের আবাসিকদের সরিয়ে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে, এমন কোনও অভিযোগ আসেনি নির্বাচন কমিশনের কাছে ।

Last Updated : Mar 14, 2021, 5:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.