ETV Bharat / city

Subrata Mukherjee : ইন্দিরার সঙ্গে কথা, সুব্রতকে চ্যাংদোলা করে আনা হল জ্যোতি বসুর ঘরে - Indira Gandhi

আক্রান্ত হয়েছিলেন বিধানসভায় ৷ ইন্দিরা গান্ধির ফোন এসেছিল জ্যোতি বসুর কাছে ৷ সেদিনের ঘটনা শুনিয়েছিলেন সুব্রত মুখোপাধ্য়ায় ৷

Subrata Mukherjee
Subrata Mukherjee : ইন্দিরার সঙ্গে কথা বলাতে সুব্রতকে চ্যাংদোলা করে জ্যোতি বসুর ঘরে আনা হয়
author img

By

Published : Nov 5, 2021, 1:38 PM IST

কলকাতা, 5 নভেম্বর : তখন পশ্চিমবঙ্গে বাম জমানা শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ আর দিল্লিতে তখন ইন্দিরা গান্ধির সরকার ৷ হঠাৎ রটে যায় যে বিধানসভায় মেরে ফেলা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে ৷

তা নিয়ে হইচই পড়ে যায় ৷ খবর পৌঁছে যায় দিল্লির দরবার পর্যন্ত ৷ স্বয়ং ইন্দিরা গান্ধি ফোন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ৷ কী হয়েছিল সেদিন ? বছর দুয়েক আগে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সেকথাই জানিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন : Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমি তখন বিরোধী বিধায়ক ৷ প্রায়ই গন্ডগোল হত ৷ আমাকে মারধরও করা হয়েছে ৷’’ সেভাবেই একদিন বাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন সুব্রত মুখোপাধ্যায় ৷ সেই সময় বাম সরকারের মন্ত্রী কিরণময় নন্দ মাইক ভেঙে তাঁকে এমন ভাবে মারেন যে তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান ৷

সেই নিয়েই হইচই পড়ে যায় ৷ সুব্রতবাবু এই নিয়ে বলেছিলেন, ‘‘ইন্দিরা গান্ধির কাছে খবর গেল যে আমাকে মেরে ফেলা হয়েছে ৷ তিনি তখন জ্যোতি বসুকে ফোন করে বললেন, এর পরও তোমার সরকার কীভাবে রাখব আমি ৷ আমি এখনই তোমার সরকার ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছি ৷’’

আরও পড়ুন : Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

সদ্য প্রয়াত বালিগঞ্জের বিধায়কের কথায়, স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেছেন ৷ তাও এবার উত্তেজিত হয়ে ৷ কিন্তু ইন্দিরা গান্ধি কেন এত রেগে গেলেন, প্রথমে বুঝতে পারেননি জ্যোতি বসু ৷ তাই তখন জ্যোতি বসু ইন্দিরা গান্ধিকে জিজ্ঞাসা করেন, আপনি এত উত্তেজিত কেন ?

সেই ঘটনার পরবর্তী অংশ শোনাতে গিয়ে সুব্রতবাবু বলেছিলেন, ‘‘তখন তিনি (ইন্দিরা) বলেন, সুব্রতকে তোমরা মেরে ফেললে ! তখন জ্যোতি বসু বলেন, না না ও মরেনি ৷ গন্ডগোল হয়েছে ৷ কিন্তু মরেনি ৷ আপনি টেলিফোন ধরুন, ওর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি ৷’’

আরও পড়ুন : Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত

সুব্রত মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী, তিনি তখন খুব অসুস্থ ৷ তাঁকে পুলিশ ও মার্শালরা চ্যাংদোলা করে নিয়ে যান জ্যোতি বসুর ঘরে ৷ তার পর তাঁকে ইন্দিরা গান্ধির সঙ্গে কথা বলতে বলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ৷

সেই সময় কী কথা হল ইন্দিরা গান্ধির সঙ্গে ? সুব্রতবাবু বলেছিলেন, ‘‘ইন্দিরাজি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বেঁচে আছি কি না ! তখন আমি বললাম, আমি খুব মার খেয়েছি ৷ হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি ৷ কিন্তু মরিনি ৷ তখন ইন্দিরাজি শান্ত হলেন ৷’’

আরও পড়ুন : Priya-Subrata : প্রিয়-সুব্রত জুটির মতো আর কোনও জুটি বাংলার রাজনীতিতে হয়নি

এর পর জ্যোতি বসু ইন্দিরাজিকে বলেছিলেন, এবার ঠিক আছে তো ৷ এবার শান্ত হোন ৷ সুব্রত ঠিক আছে ৷

কলকাতা, 5 নভেম্বর : তখন পশ্চিমবঙ্গে বাম জমানা শুরু হয়েছে ৷ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ আর দিল্লিতে তখন ইন্দিরা গান্ধির সরকার ৷ হঠাৎ রটে যায় যে বিধানসভায় মেরে ফেলা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে ৷

তা নিয়ে হইচই পড়ে যায় ৷ খবর পৌঁছে যায় দিল্লির দরবার পর্যন্ত ৷ স্বয়ং ইন্দিরা গান্ধি ফোন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে ৷ কী হয়েছিল সেদিন ? বছর দুয়েক আগে ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সেকথাই জানিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায় ৷

আরও পড়ুন : Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘আমি তখন বিরোধী বিধায়ক ৷ প্রায়ই গন্ডগোল হত ৷ আমাকে মারধরও করা হয়েছে ৷’’ সেভাবেই একদিন বাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন সুব্রত মুখোপাধ্যায় ৷ সেই সময় বাম সরকারের মন্ত্রী কিরণময় নন্দ মাইক ভেঙে তাঁকে এমন ভাবে মারেন যে তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যান ৷

সেই নিয়েই হইচই পড়ে যায় ৷ সুব্রতবাবু এই নিয়ে বলেছিলেন, ‘‘ইন্দিরা গান্ধির কাছে খবর গেল যে আমাকে মেরে ফেলা হয়েছে ৷ তিনি তখন জ্যোতি বসুকে ফোন করে বললেন, এর পরও তোমার সরকার কীভাবে রাখব আমি ৷ আমি এখনই তোমার সরকার ভেঙে দেওয়ার নির্দেশ দিচ্ছি ৷’’

আরও পড়ুন : Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

সদ্য প্রয়াত বালিগঞ্জের বিধায়কের কথায়, স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেছেন ৷ তাও এবার উত্তেজিত হয়ে ৷ কিন্তু ইন্দিরা গান্ধি কেন এত রেগে গেলেন, প্রথমে বুঝতে পারেননি জ্যোতি বসু ৷ তাই তখন জ্যোতি বসু ইন্দিরা গান্ধিকে জিজ্ঞাসা করেন, আপনি এত উত্তেজিত কেন ?

সেই ঘটনার পরবর্তী অংশ শোনাতে গিয়ে সুব্রতবাবু বলেছিলেন, ‘‘তখন তিনি (ইন্দিরা) বলেন, সুব্রতকে তোমরা মেরে ফেললে ! তখন জ্যোতি বসু বলেন, না না ও মরেনি ৷ গন্ডগোল হয়েছে ৷ কিন্তু মরেনি ৷ আপনি টেলিফোন ধরুন, ওর সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি ৷’’

আরও পড়ুন : Subrata Mukherjee : সিদ্ধার্থের মন্ত্রিসভা থেকে মমতার মন্ত্রী, অস্তাচলে এভারগ্রিন সুব্রত

সুব্রত মুখোপাধ্যায়ের কথা অনুযায়ী, তিনি তখন খুব অসুস্থ ৷ তাঁকে পুলিশ ও মার্শালরা চ্যাংদোলা করে নিয়ে যান জ্যোতি বসুর ঘরে ৷ তার পর তাঁকে ইন্দিরা গান্ধির সঙ্গে কথা বলতে বলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ৷

সেই সময় কী কথা হল ইন্দিরা গান্ধির সঙ্গে ? সুব্রতবাবু বলেছিলেন, ‘‘ইন্দিরাজি আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বেঁচে আছি কি না ! তখন আমি বললাম, আমি খুব মার খেয়েছি ৷ হাসপাতালে ভর্তি হতে যাচ্ছি ৷ কিন্তু মরিনি ৷ তখন ইন্দিরাজি শান্ত হলেন ৷’’

আরও পড়ুন : Priya-Subrata : প্রিয়-সুব্রত জুটির মতো আর কোনও জুটি বাংলার রাজনীতিতে হয়নি

এর পর জ্যোতি বসু ইন্দিরাজিকে বলেছিলেন, এবার ঠিক আছে তো ৷ এবার শান্ত হোন ৷ সুব্রত ঠিক আছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.