ETV Bharat / city

Mamata-Sonia Political Relation : খাড়গেকে পাঠিয়ে কি মমতার নেতৃত্বেই আস্থা প্রকাশ সোনিয়ার ? - Sonia Gandhi

আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ তার আগে বুধবার নয়াদিল্লিতে বৈঠক করল বিরোধী (TMC Leader Mamata Banerjee) ৷ সেই বৈঠকের মূল উদ্যোক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেখানে খাড়গেকে পাঠিয়ে কি মমতার নেতৃত্বেই আস্থা প্রকাশ করলেন সোনিয়া ?

What indications Sonia gave by sending Kharge for meeting
Mamata-Sonia Political Relation : খাড়গেকে পাঠিয়ে কি মমতার নেতৃত্বেই আস্থা প্রকাশ সোনিয়ার ?
author img

By

Published : Jun 15, 2022, 9:39 PM IST

কলকাতা, 15 জুন : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বিপুল সাফল্যের পর জাতীয়স্তরে বিজেপি বিরোধীদের এক করার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু ঘাসফুল শিবিরের এই উদ্যোগকে কংগ্রেস কীভাবে দেখবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার৷ বিশেষ করে কংগ্রেস কি বিরোধী জোট তৈরিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আস্থা রাখবে, এই প্রশ্নও একাধিকবার উঠেছে ৷

এই প্রশ্নগুলির উত্তর এখনই না মিললেও, বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে তার আভাস কিছুটা হলেও মিলল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, এদিন কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বাছাই নিয়ে বৈঠক ছিল ৷ সেই বৈঠকের উদ্যোক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ আর সেখানে কংগ্রেসের তরফে হাজির ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা ৷

বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক পর্যবেক্ষক শুভাশিস মৈত্রের মতে, খাড়গের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, খাড়গে গান্ধি পরিবারের খুব ঘনিষ্ঠ ৷ তাই মমতার এই উদ্যোগকে যে সোনিয়া গান্ধি (Sonia Gandhi) গুরুত্ব দিচ্ছেন, তা বোঝাই যাচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয় স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় আগেও করেছেন ৷ কিন্তু কোনওবারই সাফল্য সেভাবে আসেনি ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মূলত কংগ্রেসকেই কাঠগড়ায় তোলেন এর জন্য ৷ সোনিয়া-রাহুলদের অনীহার জন্যই বিজেপি বিরোধী জোট গত 8 বছরে সেভাবে দানা বাঁধেনি বলে অভিযোগ ৷

যদিও গত এক বছরে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে বিজেপি বিরোধীদের এক করার চেষ্টা করেছেন ৷ দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন ৷ ছুটে গিয়েছেন মুম্বই৷ তার পরই ফের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনিই প্রথম উদ্যোগ নিয়েছেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্য মাত্র৷ আসল লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একছাতার তলায় নিয়ে আসা ৷ সেই কাজ যদি সফলভাবে করা যায়, তাহলে এখনই বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলা যাবে ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, সেটা বুঝতে পেরেই সম্ভবত এবার মমতার পাশে দাঁড়িয়েছেন সোনিয়া ৷ বৈঠকে পাঠিয়েছেন তাঁর আস্থাভাজন খাড়গেকে ৷

এখন প্রশ্ন হল, আগামিদিনে বিজেপি বিরোধী জোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন, তাহলে কি কংগ্রেসের আর কোনও আপত্তি নেই ? বুধবার খাড়গেকে পাঠিয়ে কি সেটাই বোঝাতে চাইলেন সোনিয়া ?

উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷ জানার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি ভোট নিয়ে মমতার উদ্যোগে কি অতীতের পুনরাবৃত্তি হবে ?

কলকাতা, 15 জুন : 2021-এর বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) বিপুল সাফল্যের পর জাতীয়স্তরে বিজেপি বিরোধীদের এক করার চেষ্টা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ কিন্তু ঘাসফুল শিবিরের এই উদ্যোগকে কংগ্রেস কীভাবে দেখবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার৷ বিশেষ করে কংগ্রেস কি বিরোধী জোট তৈরিতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) নেতৃত্বে আস্থা রাখবে, এই প্রশ্নও একাধিকবার উঠেছে ৷

এই প্রশ্নগুলির উত্তর এখনই না মিললেও, বুধবার নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে তার আভাস কিছুটা হলেও মিলল বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, এদিন কনস্টিটিউশন ক্লাবে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী বাছাই নিয়ে বৈঠক ছিল ৷ সেই বৈঠকের উদ্যোক্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ আর সেখানে কংগ্রেসের তরফে হাজির ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, রণদীপ সুরজেওয়ালা ৷

বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক পর্যবেক্ষক শুভাশিস মৈত্রের মতে, খাড়গের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ কারণ, খাড়গে গান্ধি পরিবারের খুব ঘনিষ্ঠ ৷ তাই মমতার এই উদ্যোগকে যে সোনিয়া গান্ধি (Sonia Gandhi) গুরুত্ব দিচ্ছেন, তা বোঝাই যাচ্ছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, জাতীয় স্তরে বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় আগেও করেছেন ৷ কিন্তু কোনওবারই সাফল্য সেভাবে আসেনি ৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মূলত কংগ্রেসকেই কাঠগড়ায় তোলেন এর জন্য ৷ সোনিয়া-রাহুলদের অনীহার জন্যই বিজেপি বিরোধী জোট গত 8 বছরে সেভাবে দানা বাঁধেনি বলে অভিযোগ ৷

যদিও গত এক বছরে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় স্তরে বিজেপি বিরোধীদের এক করার চেষ্টা করেছেন ৷ দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন ৷ ছুটে গিয়েছেন মুম্বই৷ তার পরই ফের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তিনিই প্রথম উদ্যোগ নিয়েছেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্য মাত্র৷ আসল লক্ষ্য 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের একছাতার তলায় নিয়ে আসা ৷ সেই কাজ যদি সফলভাবে করা যায়, তাহলে এখনই বিজেপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলা যাবে ৷

রাজনৈতিক মহলের বক্তব্য, সেটা বুঝতে পেরেই সম্ভবত এবার মমতার পাশে দাঁড়িয়েছেন সোনিয়া ৷ বৈঠকে পাঠিয়েছেন তাঁর আস্থাভাজন খাড়গেকে ৷

এখন প্রশ্ন হল, আগামিদিনে বিজেপি বিরোধী জোটে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হন, তাহলে কি কংগ্রেসের আর কোনও আপত্তি নেই ? বুধবার খাড়গেকে পাঠিয়ে কি সেটাই বোঝাতে চাইলেন সোনিয়া ?

উত্তর লুকিয়ে সময়ের গর্ভে ৷ জানার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতেই হবে ৷

আরও পড়ুন : Presidential Election 2022 : রাষ্ট্রপতি ভোট নিয়ে মমতার উদ্যোগে কি অতীতের পুনরাবৃত্তি হবে ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.