কলকাতা, 7 ফেব্রুয়ারি : রাজ্যে সফরে প্রধানমন্ত্রী ৷ আজ হলদিয়ায় ভারত পেট্রোলিয়ামের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ একগুচ্ছ সরকারি কর্মসূচির সূচনা ছাড়াও রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর ৷
বেলা 3টে 10 মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী । এরপর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে হলদিয়ায় পৌঁছাবেন নরেন্দ্র মোদি । প্রথমে সরকারি কর্মসূচি । হলদিয়া শোধনাগার ইন্ডিয়ান 'ক্যাটালিটির-আইসো-ডিওয়াক্সিং' ইউনিটের শিলান্যাস করবেন তিনি । এই প্রকল্প তৈরিতে খরচ হয়েছে 1 হাজার 19 কোটি টাকা । ভারত পেট্রোলিয়ামের (বিপিসিএল) LPG ইমপোর্ট টার্মিনাল ও 41 নম্বর জাতীয় সড়কে 4 লেনের উড়ালপুলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে ইতিমধ্য়ে তৈরি হলদিয়া । সফরের আগেই গতকাল বাংলায় টুইট করেন প্রধানমন্ত্রী ৷ লেখেন, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনাল ও উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশে উৎসর্গ করব ৷
-
হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে। https://t.co/4vUTEbWjeH
— Narendra Modi (@narendramodi) February 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে। https://t.co/4vUTEbWjeH
— Narendra Modi (@narendramodi) February 6, 2021হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে। https://t.co/4vUTEbWjeH
— Narendra Modi (@narendramodi) February 6, 2021
সরকারি কর্মসূচি শেষে বিজেপির দলীয় জনসভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি । এই শহর-সহ গোটা পূর্ব মেদিনীপুর জেলাকেই অধিকারী-গড় হিসেবে ব্যাখ্যা করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ সেই অধিকারী গড়েই রবিবার পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগেও অবশ্য তিনি এসেছেন ৷ তবে এবারের সফর একেবারে আলাদা ৷ কারণ, আগের সফরগুলির সময় অধিকারী বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন ৷ আর এখন তিনি ভারতীয় জনতা পার্টিতে৷ ফলে এর তাৎপর্যই আলাদা বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ প্রসঙ্গত, পরাক্রম দিবস উদযাপনের জন্য 23 জানুয়ারি কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷