ETV Bharat / city

যাতায়াতে সুবিধার জন্য অতিরিক্ত বাস রাতের শহরে - পার্কস্ট্রিট

রাতে শহরের বিভিন্ন রাস্তায় দেখা মেলে না বাসের ৷ এরফলে বিপাকে পড়েন যাত্রীরা ৷ বহু অভিযোগের পর অবশেষে নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করল পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর ৷

night service bus
চালু হবে আরও বাস
author img

By

Published : Mar 18, 2020, 12:13 PM IST

কলকাতা, 18 মার্চ: রাতের কলকাতায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য শীঘ্রই নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে WBTC ৷

দমদম বিমানবন্দর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সল্টলেক ও রাজারহাটে রাত বাড়লেই কমে যায় বাসের সংখ্যা ৷ বাইরে থেকে আসা বা অফিসযাত্রীরা এর ফলে বিপাকে পড়েন ৷ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের তরফ থেকে 2018 সালে প্রথম রাতে বাস পরিষেবা চালু করা হয় ৷ যাত্রীদের সুরক্ষার কথা মাথা রেখে বাসে রাখা থাকে বিভিন্ন নিরাপত্তার সরঞ্জামও ৷ কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় রাতে বাসের সংখ্যা কম হওয়ায় পরিবহন দপ্তর শীঘ্রই নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল ৷

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘রাতের দিকে যাতে বাসের সংখ্যা আরও বাড়ানো হয় তা নিয়ে বহুদিন ধরে যাত্রীরা দাবি করেছিল । যেসব জায়গায় বাস কম বলে অভিযোগ এসেছে, সেইসব জায়গায় যাতে আরও বাস বাড়ানো যায় তা নিয়ে আমাদের কাছে আর্জি এসেছে ৷’’

বর্তমানে প্রায় 30টি বাস রাতের পরিষেবা দেয় । এই বাসগুলি রাত 10 থেকে ভোর 6টা পর্যন্ত যাতায়াত করে । বাসগুলির রুট হল হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ হয়ে কলকাতা বিমানবন্দর, হাওড়া স্টেশন থেকে পার্কস্ট্রিট হয়ে দক্ষিণ কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে নিউ টাউন পর্যন্ত । এই রুটগুলিতেই বাসগুলি চলাচল করে ৷ হাজার হাজার মানুষ প্রতিদিন হাওড়া ও শিয়ালদা স্টেশনে এসে নামে, অনেক সময়ই ফেরার জন্য ট্যাক্সি থাকে না বা ভাড়া বেশি চায় । তাই সেক্ষেত্রে বাসের উপর ভরসা করেন যাত্রীরা । অন্যদিকে সল্টলেক ও রাজারহাটে বহু অফিস রয়েছে । অনেক অফিসেই রাতেও কাজ চলে ৷ কাজের শেষে বাড়ি ফেরার সময় অতিরিক্ত বাস থাকলে ওই অঞ্চলের মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।

কলকাতা, 18 মার্চ: রাতের কলকাতায় সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য শীঘ্রই নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছে WBTC ৷

দমদম বিমানবন্দর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সল্টলেক ও রাজারহাটে রাত বাড়লেই কমে যায় বাসের সংখ্যা ৷ বাইরে থেকে আসা বা অফিসযাত্রীরা এর ফলে বিপাকে পড়েন ৷ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের তরফ থেকে 2018 সালে প্রথম রাতে বাস পরিষেবা চালু করা হয় ৷ যাত্রীদের সুরক্ষার কথা মাথা রেখে বাসে রাখা থাকে বিভিন্ন নিরাপত্তার সরঞ্জামও ৷ কিন্তু যাত্রী সংখ্যার তুলনায় রাতে বাসের সংখ্যা কম হওয়ায় পরিবহন দপ্তর শীঘ্রই নাইট সার্ভিসে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল ৷

নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, ‘‘রাতের দিকে যাতে বাসের সংখ্যা আরও বাড়ানো হয় তা নিয়ে বহুদিন ধরে যাত্রীরা দাবি করেছিল । যেসব জায়গায় বাস কম বলে অভিযোগ এসেছে, সেইসব জায়গায় যাতে আরও বাস বাড়ানো যায় তা নিয়ে আমাদের কাছে আর্জি এসেছে ৷’’

বর্তমানে প্রায় 30টি বাস রাতের পরিষেবা দেয় । এই বাসগুলি রাত 10 থেকে ভোর 6টা পর্যন্ত যাতায়াত করে । বাসগুলির রুট হল হাওড়া স্টেশন থেকে শিয়ালদহ হয়ে কলকাতা বিমানবন্দর, হাওড়া স্টেশন থেকে পার্কস্ট্রিট হয়ে দক্ষিণ কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে নিউ টাউন পর্যন্ত । এই রুটগুলিতেই বাসগুলি চলাচল করে ৷ হাজার হাজার মানুষ প্রতিদিন হাওড়া ও শিয়ালদা স্টেশনে এসে নামে, অনেক সময়ই ফেরার জন্য ট্যাক্সি থাকে না বা ভাড়া বেশি চায় । তাই সেক্ষেত্রে বাসের উপর ভরসা করেন যাত্রীরা । অন্যদিকে সল্টলেক ও রাজারহাটে বহু অফিস রয়েছে । অনেক অফিসেই রাতেও কাজ চলে ৷ কাজের শেষে বাড়ি ফেরার সময় অতিরিক্ত বাস থাকলে ওই অঞ্চলের মানুষের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.