ETV Bharat / city

AICCTU Protest: পরিবহণ দফতরের অবসরপ্রাপ্তদের বকেয়া পেনশন-সহ একাধিক দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি এআইসিসিটিইউ-র - ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন

2017 সালের মার্চ মাসের পর যে কর্মীরা অবসর নিয়েছেন, তাঁদের শ্রমিক সমবায়ের টাকা দেওয়া হচ্ছে না ৷ এমন একাধিক অভিযোগে আন্দোলনে নামার হুঁশিয়ারি এআইসিসিটিইউ-র (West Bengal Transport Corporation Workers Union AICCTU Protest) ৷

West Bengal Transport Corporation Workers Union AICCTU Protest
West Bengal Transport Corporation Workers Union AICCTU Protest
author img

By

Published : Dec 10, 2022, 1:34 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর: ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রায় 2000 কর্মীর বকেয়া পেনশন এবং শ্রমিক সমবায়ের টাকা মেটানোর দাবি জানাল সিপিআইএম লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ ৷ অভিযোগ করা হয়েছে 2004 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রায় 2 হাজার কর্মী পেনশন পাচ্ছেন না ৷ পাশাপাশি 2017 সালের মার্চ মাসের পর যে কর্মীরা অবসর নিয়েছেন, তাঁদের শ্রমিক সমবায়ের টাকা দেওয়া হচ্ছে না ৷ সেই বকেয়া মেটানোর দাবিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল এআইসিসিটিইউ (West Bengal Transport Corporation Workers Union AICCTU Protest) ৷

ওই বাম শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এই বকেয়া মেটানোর দাবিতে একাধিকবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে ৷ অভিযোগ সেই আবেদনের পরেও কোনও সুরাহা করা হয়নি ৷ পাশাপাশি, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার দাবিও তুলেছে এআইসিসিটিইউ ৷ তাদের দাবি, এই চুক্তিভিত্তিক কর্মীদের কোনও নির্দিষ্ট পে-রোল হয় না ৷ ফলে তাঁদের চাকরি থেকে অবসরের পর কোনও পেনশন ও সরকারি সুযোগ সুবিধা থাকে না ৷ এআইসিসিটিইউ-র দাবি বর্তমানে যেসব কর্মীরা চুক্তিভিত্তিক কাজ করছেন, তাঁদের স্থায়ী করতে হবে ৷ আর আগামী দিনে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হয়, তা সুনিশ্চিত করতে হবে ৷

ওই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পরিবহণ ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ৷ প্রতিবেশী রাজ্য ওড়িশা সরকারের মতো সমস্ত কর্মীদের স্থায়ী করার পাশাপাশি, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করা ও ছাঁটাই হওয়া কর্মীদের কাজে পুনর্বহালের দাবিও জানানো হয়েছে ৷ এ নিয়ে এআইসিসিটিইউ-র অন্তর্গত অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইউনিয়নের তরফে অবস্থান বিক্ষোভ করা হয় ৷ সেই সঙ্গে শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা ৷

এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন, "রাজ্য শ্রম দফতরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 14 জন কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে এবং রাজ্য শ্রম দফতরের নির্দেশ অমান্যকারী কর্তৃপক্ষকে শাস্তি দিতে হবে ৷ বেআইনিভাবে ছাঁটাই হওয়া তিনশো কর্মীকে অবিলম্বে কাজে ফিরিয়ে নিতে হবে ৷ পাশাপাশি আমরা পরিবহন শিল্পে দুর্নীতি সংক্রান্ত তদন্ত করার দাবি জানিয়েছি ৷’’

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার বেসরকারিকরণের বিরুদ্ধে সরব আরএসএসের শ্রমিক সংগঠন

তিনি আরও বলেন, "আমাদের এই দাবিগুলি নিয়ে বহুদিন ধরে সরব হয়েছি ৷ একাধিকবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সম্প্রতি শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশনে জমা দিয়েছি ৷ শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন ৷ পরিবহণ দফতরের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইবেন তিনি ৷ তাই আমরা শ্রমমন্ত্রীর উপরে আস্থা রেখে কিছুদিন সময় দিচ্ছি ৷ তবে, তারপর যদি কোনও ইতিবাচক পদক্ষেপ করা না হয়, তাহলে আর ডেপুটেশন নয়, এবার বৃহত্তর আন্দোলনের পথেই আমাদের হাঁটতে হবে ৷’’

কলকাতা, 10 ডিসেম্বর: ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রায় 2000 কর্মীর বকেয়া পেনশন এবং শ্রমিক সমবায়ের টাকা মেটানোর দাবি জানাল সিপিআইএম লিবারেশনের শ্রমিক সংগঠন এআইসিসিটিইউ ৷ অভিযোগ করা হয়েছে 2004 সাল থেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের অবসরপ্রাপ্ত প্রায় 2 হাজার কর্মী পেনশন পাচ্ছেন না ৷ পাশাপাশি 2017 সালের মার্চ মাসের পর যে কর্মীরা অবসর নিয়েছেন, তাঁদের শ্রমিক সমবায়ের টাকা দেওয়া হচ্ছে না ৷ সেই বকেয়া মেটানোর দাবিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল এআইসিসিটিইউ (West Bengal Transport Corporation Workers Union AICCTU Protest) ৷

ওই বাম শ্রমিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এই বকেয়া মেটানোর দাবিতে একাধিকবার রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরে আবেদন করা হয়েছে ৷ অভিযোগ সেই আবেদনের পরেও কোনও সুরাহা করা হয়নি ৷ পাশাপাশি, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার দাবিও তুলেছে এআইসিসিটিইউ ৷ তাদের দাবি, এই চুক্তিভিত্তিক কর্মীদের কোনও নির্দিষ্ট পে-রোল হয় না ৷ ফলে তাঁদের চাকরি থেকে অবসরের পর কোনও পেনশন ও সরকারি সুযোগ সুবিধা থাকে না ৷ এআইসিসিটিইউ-র দাবি বর্তমানে যেসব কর্মীরা চুক্তিভিত্তিক কাজ করছেন, তাঁদের স্থায়ী করতে হবে ৷ আর আগামী দিনে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হয়, তা সুনিশ্চিত করতে হবে ৷

ওই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পরিবহণ ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ৷ প্রতিবেশী রাজ্য ওড়িশা সরকারের মতো সমস্ত কর্মীদের স্থায়ী করার পাশাপাশি, ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করা ও ছাঁটাই হওয়া কর্মীদের কাজে পুনর্বহালের দাবিও জানানো হয়েছে ৷ এ নিয়ে এআইসিসিটিইউ-র অন্তর্গত অল ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ইউনিয়নের তরফে অবস্থান বিক্ষোভ করা হয় ৷ সেই সঙ্গে শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশন জমা দেন আন্দোলনকারীরা ৷

এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন, "রাজ্য শ্রম দফতরের ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী 14 জন কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে এবং রাজ্য শ্রম দফতরের নির্দেশ অমান্যকারী কর্তৃপক্ষকে শাস্তি দিতে হবে ৷ বেআইনিভাবে ছাঁটাই হওয়া তিনশো কর্মীকে অবিলম্বে কাজে ফিরিয়ে নিতে হবে ৷ পাশাপাশি আমরা পরিবহন শিল্পে দুর্নীতি সংক্রান্ত তদন্ত করার দাবি জানিয়েছি ৷’’

আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ডিএসপি কারখানার বেসরকারিকরণের বিরুদ্ধে সরব আরএসএসের শ্রমিক সংগঠন

তিনি আরও বলেন, "আমাদের এই দাবিগুলি নিয়ে বহুদিন ধরে সরব হয়েছি ৷ একাধিকবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং সম্প্রতি শ্রমমন্ত্রী মলয় ঘটকের কাছে ডেপুটেশনে জমা দিয়েছি ৷ শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন ৷ পরিবহণ দফতরের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট চাইবেন তিনি ৷ তাই আমরা শ্রমমন্ত্রীর উপরে আস্থা রেখে কিছুদিন সময় দিচ্ছি ৷ তবে, তারপর যদি কোনও ইতিবাচক পদক্ষেপ করা না হয়, তাহলে আর ডেপুটেশন নয়, এবার বৃহত্তর আন্দোলনের পথেই আমাদের হাঁটতে হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.