ETV Bharat / city

এবার থেকে 2 শিফটে কাজ রাজ্য সরকারের দপ্তরে - কলকাতায় লকডাউনের খবর

কোরোনা মোকাবিলায় এবার থেকে দুই শিফটে কাজ করবেন রাজ্য সরকারের কর্মচারীরা । শহরে সীমিত পরিবহন ব্যবস্থার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ।

Nabanna
নবান্ন
author img

By

Published : Jun 10, 2020, 9:15 PM IST

Updated : Jun 10, 2020, 9:40 PM IST

কলকাতা, 10 জুন : রাজ্য সরকারের কর্মচারীদের সমস্যার কথা ভেবে দু'টি শিফটে অফিসে কাজের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার । আজ এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন । সকাল 9.30 থেকে দুপুর 2.30 পর্যন্ত প্রথম শিফট চালু থাকবে । দ্বিতীয় শিফট চালু থাকবে দুপুর 12.30 থেকে বিকেল 5.30 পর্যন্ত। আগামীকাল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম ।

পর্যাপ্ত পরিবহন পরিষেবা না থাকার কারণে কর্মস্থানে আসতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সরকারি কর্মচারীদের । শহরের রাস্তায় বাস এখনও পর্যাপ্ত নয় । সীমিত এই পরিবহন ব্যবস্থায় সামাজিক দূরত্ববিধি না মেনেই বিপজ্জনকভাবে আসতে বাধ্য হচ্ছেন বহু কর্মী । আর এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নির্দেশিকা জারি করেন ।

নবান্নের জারি করা এই নতুন নির্দেশিকার ফলে অফিসে যোগদান করতে এবং ফিরতে সরকারি কর্মচারীদের আর কোনও সমস্যা থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল । প্রসঙ্গত, কোরোনা সংক্রমণের কারণে এই প্রথম রাজ্যে দু'টি শিফটে কাজ চালু হচ্ছে।

এদিকে নবান্ন থেকে জারি করা অন্য এক নির্দেশিকায় বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বরের মত উপসর্গ থাকলে অফিসে আসতে হবে না ৷ কনটেইনমেন্ট জ়োনে থাকলে অফিসে আসতে হবে না ৷ সেক্ষেত্রে বাড়িতে বসেই কাজ করতে পারবেন সরকারি দপ্তরের কর্মীরা ৷ সরকারি অফিসগুলিতে সেক্ষেত্রে 70 শতাংশ উপস্থিতিও বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে ৷

কলকাতা, 10 জুন : রাজ্য সরকারের কর্মচারীদের সমস্যার কথা ভেবে দু'টি শিফটে অফিসে কাজের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার । আজ এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন । সকাল 9.30 থেকে দুপুর 2.30 পর্যন্ত প্রথম শিফট চালু থাকবে । দ্বিতীয় শিফট চালু থাকবে দুপুর 12.30 থেকে বিকেল 5.30 পর্যন্ত। আগামীকাল থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম ।

পর্যাপ্ত পরিবহন পরিষেবা না থাকার কারণে কর্মস্থানে আসতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে সরকারি কর্মচারীদের । শহরের রাস্তায় বাস এখনও পর্যাপ্ত নয় । সীমিত এই পরিবহন ব্যবস্থায় সামাজিক দূরত্ববিধি না মেনেই বিপজ্জনকভাবে আসতে বাধ্য হচ্ছেন বহু কর্মী । আর এই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নির্দেশিকা জারি করেন ।

নবান্নের জারি করা এই নতুন নির্দেশিকার ফলে অফিসে যোগদান করতে এবং ফিরতে সরকারি কর্মচারীদের আর কোনও সমস্যা থাকবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল । প্রসঙ্গত, কোরোনা সংক্রমণের কারণে এই প্রথম রাজ্যে দু'টি শিফটে কাজ চালু হচ্ছে।

এদিকে নবান্ন থেকে জারি করা অন্য এক নির্দেশিকায় বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বরের মত উপসর্গ থাকলে অফিসে আসতে হবে না ৷ কনটেইনমেন্ট জ়োনে থাকলে অফিসে আসতে হবে না ৷ সেক্ষেত্রে বাড়িতে বসেই কাজ করতে পারবেন সরকারি দপ্তরের কর্মীরা ৷ সরকারি অফিসগুলিতে সেক্ষেত্রে 70 শতাংশ উপস্থিতিও বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে ৷

Last Updated : Jun 10, 2020, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.