ETV Bharat / city

Bengal wins SKOCH Award: রাজ্যের ঝুলিতে তিনটি স্কচ অ্যাওয়ার্ড, সেরার সেরা বাংলাই - রাজ্যের ঝুলিতে স্কচ অ্যাওয়ার্ড

ভালো কাজের জন্য প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বন দফতরকে (SKOCH Award) । একই সঙ্গে সংখ্যালঘু দফতরের 'ঐক্যশ্রী' প্রকল্প পেয়েছে 'স্কচ' অ্যাওয়ার্ড । এবার তারা জিতেছে গোল্ড অ্যাওয়ার্ড (West Bengal wins Skoch Award) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 14, 2022, 3:04 PM IST

Updated : Oct 14, 2022, 4:36 PM IST

কলকাতা, 14 অক্টোবর: আবার রাজ্যের মুকুটে সেরার স্বীকৃতি । এবার 'স্কচ' অ্যাওয়ার্ড পেল রাজ্যের বন দফতর (West Bengal Forest Department wins Skoch Award) । ভালো কাজের জন্য প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়েছে বন দফতরকে । একই সঙ্গে সংখ্যালঘু দফতরের 'ঐক্যশ্রী' প্রকল্প পেয়েছে 'স্কচ' অ্যাওয়ার্ড । এবার তারা জিতেছে গোল্ড অ্যাওয়ার্ড । বাঁকুড়া জেলা 'অপারেশন পুষ্টি'র জন্য পৃথক ক্যাটাগরিতে জিতেছে স্কচ পুরস্কার । সরকার পরিচালনায় দক্ষতার জন‌্য বিভিন্ন বিভাগে রাজ‌্যগুলিকে ‘স্কচ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ।

এর আগে একাধিক ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে । অতীতেও কখনও পরিবহণ দফতর, কখনও স্বাস্থ্য দফতর, কখনও ই-গভর্নেন্স এই পুরস্কার পেয়েছে । তবে এবার বন দফতর বা সংখ্যালঘু দফতর যে পুরস্কার পেল, তা অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে । ‘যৌথ বন অভিযান’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে রাজ্যের বন দফতর ।

এই পুরস্কার প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সরকারের মূল চালিকাশক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর পরামর্শ মতো কাজ করেছি । এই কাজ প্রমাণ করেছে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাই । তাই এখানে আমার কোনও কৃতিত্ব নেই । কৃতিত্ব একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীর । তাঁর ভিসনকে সামনে রেখেই এগিয়েছি আমরা । তাতেই মিলেছে স্বীকৃতি । অন্যদিকে, সংখ্যালঘু দফতরের 'ঐক্যশ্রী' প্রকল্পও স্বীকৃতি পেয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় । এবার রাজ্য সরকারের সেই প্রকল্পও পেতে চলেছে জাতীয় স্বীকৃতি ।

আরও পড়ুন: ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া জেলাকে কোভিড অতিমারির সময় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা 1700 থেকে 400-তে নামিয়ে আনার জন্য বাঁকুড়া জেলা প্রশাসনকেও স্কচ (রৌপ্য) পুরস্কার দেওয়া হয়েছে । 'অপারেশন পুষ্টি' নামে একটি অনন্য প্রকল্প আনুষ্ঠানিকভাবে 2020 সালের 24 নভেম্বর জেলার 23টি ব্লকে চালু করা হয়েছিল । প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, কম ওজনের প্রতিটি শিশুকে দিনে একটি করে ডিম এবং প্রতি মাসে 1 কেজি নিউট্রিমিক্স খাওয়ানো, রোগ প্রতিরোধের জন্য হাওয়াই চটি দেওয়া, শিশুদের পরিবারকে ফিল্টার প্রদান করা হয়েছে যাতে তাঁরা পরিশ্রুত ও নিরাপদ পানীয় জল পান করতে পারে । একইসঙ্গে এই শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় । সামগ্রিকভাবে এই প্রকল্পের সাফল্যের স্বীকৃতি দিল স্কচ অ্যাওয়ার্ড ।

কলকাতা, 14 অক্টোবর: আবার রাজ্যের মুকুটে সেরার স্বীকৃতি । এবার 'স্কচ' অ্যাওয়ার্ড পেল রাজ্যের বন দফতর (West Bengal Forest Department wins Skoch Award) । ভালো কাজের জন্য প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়েছে বন দফতরকে । একই সঙ্গে সংখ্যালঘু দফতরের 'ঐক্যশ্রী' প্রকল্প পেয়েছে 'স্কচ' অ্যাওয়ার্ড । এবার তারা জিতেছে গোল্ড অ্যাওয়ার্ড । বাঁকুড়া জেলা 'অপারেশন পুষ্টি'র জন্য পৃথক ক্যাটাগরিতে জিতেছে স্কচ পুরস্কার । সরকার পরিচালনায় দক্ষতার জন‌্য বিভিন্ন বিভাগে রাজ‌্যগুলিকে ‘স্কচ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ।

এর আগে একাধিক ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে । অতীতেও কখনও পরিবহণ দফতর, কখনও স্বাস্থ্য দফতর, কখনও ই-গভর্নেন্স এই পুরস্কার পেয়েছে । তবে এবার বন দফতর বা সংখ্যালঘু দফতর যে পুরস্কার পেল, তা অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে । ‘যৌথ বন অভিযান’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে রাজ্যের বন দফতর ।

এই পুরস্কার প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "সরকারের মূল চালিকাশক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর পরামর্শ মতো কাজ করেছি । এই কাজ প্রমাণ করেছে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলাই । তাই এখানে আমার কোনও কৃতিত্ব নেই । কৃতিত্ব একমাত্র বাংলার মুখ্যমন্ত্রীর । তাঁর ভিসনকে সামনে রেখেই এগিয়েছি আমরা । তাতেই মিলেছে স্বীকৃতি । অন্যদিকে, সংখ্যালঘু দফতরের 'ঐক্যশ্রী' প্রকল্পও স্বীকৃতি পেয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয় । এবার রাজ্য সরকারের সেই প্রকল্পও পেতে চলেছে জাতীয় স্বীকৃতি ।

আরও পড়ুন: ফের স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়া জেলাকে কোভিড অতিমারির সময় অপুষ্টিতে ভোগা শিশুদের সংখ্যা 1700 থেকে 400-তে নামিয়ে আনার জন্য বাঁকুড়া জেলা প্রশাসনকেও স্কচ (রৌপ্য) পুরস্কার দেওয়া হয়েছে । 'অপারেশন পুষ্টি' নামে একটি অনন্য প্রকল্প আনুষ্ঠানিকভাবে 2020 সালের 24 নভেম্বর জেলার 23টি ব্লকে চালু করা হয়েছিল । প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, কম ওজনের প্রতিটি শিশুকে দিনে একটি করে ডিম এবং প্রতি মাসে 1 কেজি নিউট্রিমিক্স খাওয়ানো, রোগ প্রতিরোধের জন্য হাওয়াই চটি দেওয়া, শিশুদের পরিবারকে ফিল্টার প্রদান করা হয়েছে যাতে তাঁরা পরিশ্রুত ও নিরাপদ পানীয় জল পান করতে পারে । একইসঙ্গে এই শিশুদের বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয় । সামগ্রিকভাবে এই প্রকল্পের সাফল্যের স্বীকৃতি দিল স্কচ অ্যাওয়ার্ড ।

Last Updated : Oct 14, 2022, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.