ETV Bharat / city

শুক্রবার প্রতিবাদ কর্মসূচি BJP-র - গান্ধিমূর্তি পাদদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক BJP-র

BJP-র কর্মীদের হত্যার প্রতিবাদে 4 সেপ্টেম্বর মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ডাক BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ।

Dilip Ghosh
দিলীপ ঘোষ
author img

By

Published : Sep 1, 2020, 10:42 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : "গণতন্ত্র বাঁচাও কর্মসূচি"-তে রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে 4 সেপ্টেম্বর গান্ধিমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক BJP-র। আজ এ-কথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, "আমি, মুকুল রায়, রাহুল সিনহা-সহ BJP-র শীর্ষ নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হবে । এছাড়া একই দিনে SDO অফিস ঘেরাও কর্মসূচিও হবে ।" পঞ্চায়েত স্তরে তৃণমূল সরকারের ব্যাপক দূর্নীতির প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

BJP-র কর্মীদের হত্যার প্রতিবাদে 4 সেপ্টেম্বর মোমবাতি জ্বালানোর ডাক দিলেন দিলীপ ঘোষ
দিলীপবাবু আরও বলেন, "আমাদের BJP-র কর্মীদের হত্যার প্রতিবাদে 4 সেপ্টেম্বর মোমবাতি জ্বালাব । প্রদীপের আলোয় এখনকার দুর্নীতি ও হিংসা সরে যাবে, এটাই আমরা আশা করি।"

আরও পড়ুন : জোড়াসাঁকোতে BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার, গ্রেপ্তার সৌমিত্র খাঁ

পাশাপাশি, JEE পরীক্ষা ইশুতেও মুখ খোলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "সোমবার লকডাউন থাকার জন্য অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঠিক মত পৌঁছাতে পারেনি । অনেককেই 30 সেকেণ্ড দেরিতে আসার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি । এই সরকারের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায় । আশা করি আগামী 13 সেপ্টেম্বর এই পরীক্ষার্থীদের জন্য সরকার সব রকম ব্যবস্থা করবে । আমরাও আজকের মত 13 সেপ্টেম্বর ছোট গাড়ির ব্যবস্থা করব ।"

আরও পড়ুন : গ্রামে রাস্তা তৈরি ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ, জখম 15

কলকাতা, 1 সেপ্টেম্বর : "গণতন্ত্র বাঁচাও কর্মসূচি"-তে রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে 4 সেপ্টেম্বর গান্ধিমূর্তির পাদদেশে প্রতিবাদ কর্মসূচির ডাক BJP-র। আজ এ-কথা জানান BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন, "আমি, মুকুল রায়, রাহুল সিনহা-সহ BJP-র শীর্ষ নেতৃত্ব এই কর্মসূচিতে সামিল হবে । এছাড়া একই দিনে SDO অফিস ঘেরাও কর্মসূচিও হবে ।" পঞ্চায়েত স্তরে তৃণমূল সরকারের ব্যাপক দূর্নীতির প্রতিবাদেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

BJP-র কর্মীদের হত্যার প্রতিবাদে 4 সেপ্টেম্বর মোমবাতি জ্বালানোর ডাক দিলেন দিলীপ ঘোষ
দিলীপবাবু আরও বলেন, "আমাদের BJP-র কর্মীদের হত্যার প্রতিবাদে 4 সেপ্টেম্বর মোমবাতি জ্বালাব । প্রদীপের আলোয় এখনকার দুর্নীতি ও হিংসা সরে যাবে, এটাই আমরা আশা করি।"

আরও পড়ুন : জোড়াসাঁকোতে BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার, গ্রেপ্তার সৌমিত্র খাঁ

পাশাপাশি, JEE পরীক্ষা ইশুতেও মুখ খোলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "সোমবার লকডাউন থাকার জন্য অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে ঠিক মত পৌঁছাতে পারেনি । অনেককেই 30 সেকেণ্ড দেরিতে আসার জন্য পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি । এই সরকারের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় পাওয়া যায় । আশা করি আগামী 13 সেপ্টেম্বর এই পরীক্ষার্থীদের জন্য সরকার সব রকম ব্যবস্থা করবে । আমরাও আজকের মত 13 সেপ্টেম্বর ছোট গাড়ির ব্যবস্থা করব ।"

আরও পড়ুন : গ্রামে রাস্তা তৈরি ঘিরে BJP-তৃণমূল সংঘর্ষ, জখম 15

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.