ETV Bharat / city

WB Cabinet Reshuffled: মমতার মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্বে; দেখে নিন একনজরে

বুধের বিকেলেই শপথগ্রহণ হয়ে গিয়েছে নতুন মন্ত্রীদের। এবার পরিবর্তিত মন্ত্রিসভার (West Bengal reshuffled cabinet) পোর্টফোলিও প্রকাশ করল রাজ্য সরকার । নতুন মন্ত্রিসভার আপডেট অনুসারে নয়া পরিষদীয় মন্ত্রী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার হাতে এতদিন কৃষির মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল।

Etv BharatWB Cabinet Reshuffled
Etv Bharatমমতার মন্ত্রিসভায় রদবদল
author img

By

Published : Aug 3, 2022, 7:39 PM IST

Updated : Aug 3, 2022, 8:57 PM IST

কলকাতা, 3 অগস্ট: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। বুধের বিকেলেই শপথগ্রহণ হয়ে গিয়েছে নতুন মন্ত্রীদের। এবার পরিবর্তিত মন্ত্রিসভার (West Bengal reshuffled cabinet) পোর্টফোলিও প্রকাশ করল রাজ্য সরকার । নতুন মন্ত্রিসভার আপডেট অনুসারে নয়া পরিষদীয় মন্ত্রী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার হাতে এতদিন কৃষির মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। একইসঙ্গে বর্ষীয়ান মন্ত্রীকে পরিষদীয় দফতরের নতুন দায়িত্ব দেওয়া হল। একইভাবে রাজ্যের নতুন শিল্প ও বাণিজ্যমন্ত্রী হচ্ছেন শশী পাঁজা।

এতদিন তাঁর হাতে ছিল নারী শিশু সমাজকল্যাণ এবং সংযুক্তি দফতর। বাবুল সুপ্রিয় হচ্ছেন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন দফতরের মন্ত্রী। সদ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে শিল্প দফতর ছাড়াও আরও দু’টি দফতর ছিল। যার মধ্যে তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় দফতর। যা ভাগ হয়ে গেল শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায় এবং মন্ত্রিসভায় নবাগত বাবুল সুপ্রিয়র মধ্যে। শশী পেলেন শিল্প ও বাণিজ্য। পরিষদীয় দফতর পেলেন অভিজ্ঞ মন্ত্রী শোভনদেব। তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দফতর পেলেন বাবুল। নয়া সেচ মন্ত্রী হচ্ছেন পার্থ ভৌমিক। যা এতদিন ছিল মন্ত্রিসভা থেকে বিতাড়িত সৌমেন মহাপাত্রের হাতে ৷

আরও পড়ুন: মোদি থেকে মমতার ক্যাবিনেটে, 392 দিন পর ফের মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়

উল্লেখযোগ্যভাবে মন্ত্রিসভায় দায়িত্ব কমল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের। তাঁর থেকে নিয়ে নেওয়া হল আবাসন ও পরিবহণ দফতর। এখন থেকে কেবল পুর ও নগরোন্নয়নের দায়িত্ব সামলাবেন তিনি। ক্রীড়া এবং যুবকল্যাণের পাশাপাশি এবার থেকে আবাসন দফতরও দেখবেন অরূপ বিশ্বাস। রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী হচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পেলেন মন্ত্রিসভার নতুন মুখ প্রদীপ মজুমদার

প্রত্যাশামতোই মন্ত্রিসভা থেকে বাদ গেলেন পরেশ অধিকারী। তাঁর পরিবর্তে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন সত্যজিৎ বর্মণ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠী এবং বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা ৷

কলকাতা, 3 অগস্ট: রাজ্য মন্ত্রিসভায় রদবদল। বুধের বিকেলেই শপথগ্রহণ হয়ে গিয়েছে নতুন মন্ত্রীদের। এবার পরিবর্তিত মন্ত্রিসভার (West Bengal reshuffled cabinet) পোর্টফোলিও প্রকাশ করল রাজ্য সরকার । নতুন মন্ত্রিসভার আপডেট অনুসারে নয়া পরিষদীয় মন্ত্রী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তার হাতে এতদিন কৃষির মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল। একইসঙ্গে বর্ষীয়ান মন্ত্রীকে পরিষদীয় দফতরের নতুন দায়িত্ব দেওয়া হল। একইভাবে রাজ্যের নতুন শিল্প ও বাণিজ্যমন্ত্রী হচ্ছেন শশী পাঁজা।

এতদিন তাঁর হাতে ছিল নারী শিশু সমাজকল্যাণ এবং সংযুক্তি দফতর। বাবুল সুপ্রিয় হচ্ছেন তথ্যপ্রযুক্তি এবং পর্যটন দফতরের মন্ত্রী। সদ্য মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে শিল্প দফতর ছাড়াও আরও দু’টি দফতর ছিল। যার মধ্যে তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় দফতর। যা ভাগ হয়ে গেল শশী পাঁজা, শোভনদেব চট্টোপাধ্যায় এবং মন্ত্রিসভায় নবাগত বাবুল সুপ্রিয়র মধ্যে। শশী পেলেন শিল্প ও বাণিজ্য। পরিষদীয় দফতর পেলেন অভিজ্ঞ মন্ত্রী শোভনদেব। তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স দফতর পেলেন বাবুল। নয়া সেচ মন্ত্রী হচ্ছেন পার্থ ভৌমিক। যা এতদিন ছিল মন্ত্রিসভা থেকে বিতাড়িত সৌমেন মহাপাত্রের হাতে ৷

আরও পড়ুন: মোদি থেকে মমতার ক্যাবিনেটে, 392 দিন পর ফের মন্ত্রী হলেন বাবুল সুপ্রিয়

উল্লেখযোগ্যভাবে মন্ত্রিসভায় দায়িত্ব কমল কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের। তাঁর থেকে নিয়ে নেওয়া হল আবাসন ও পরিবহণ দফতর। এখন থেকে কেবল পুর ও নগরোন্নয়নের দায়িত্ব সামলাবেন তিনি। ক্রীড়া এবং যুবকল্যাণের পাশাপাশি এবার থেকে আবাসন দফতরও দেখবেন অরূপ বিশ্বাস। রাজ্যের নতুন পরিবহণ মন্ত্রী হচ্ছেন স্নেহাশীষ চক্রবর্তী। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব পেলেন মন্ত্রিসভার নতুন মুখ প্রদীপ মজুমদার

প্রত্যাশামতোই মন্ত্রিসভা থেকে বাদ গেলেন পরেশ অধিকারী। তাঁর পরিবর্তে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলাবেন সত্যজিৎ বর্মণ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠী এবং বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা ৷

Last Updated : Aug 3, 2022, 8:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.