ETV Bharat / city

রাজ্যে বাড়ছে সুস্থতার হার, কমেছে মৃত্যুও - 4431 discharges and 49 deaths today

গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে 4 হাজার 431 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছে 3 লাখ 76 হাজার 696 ৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে হল 90.34 শতাংশ ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 49 জনের ৷ রাজ্যে মোট কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 হাজার 452 ৷

West Bengal reports 3872 new COVID19 cases
West Bengal reports 3872 new COVID19 cases
author img

By

Published : Nov 11, 2020, 8:21 PM IST

কলকাতা, 11 নভেম্বর : রাজ্যে বাড়ছে কোরোনায় সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে 4 হাজার 431 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছে 3 লাখ 76 হাজার 696 ৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে হল 90.34 শতাংশ ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 49 জনের ৷ রাজ্যে মোট কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 হাজার 452 ৷

অপরদিকে , দু'সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজারের কম ৷ অপরদিকে রাজ্যে বাড়ছে সুস্থাতার হারও ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার 872 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 16 হাজার 984 জন ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় 839 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 820 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস । রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 32 হাজার 836 জন ৷

9 নভেম্বর পর্যন্ত রাজ্যে 49 লাখ 59 হাজার 087 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী আরও 44 হাজার 117 টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 50 লাখ 03 হাজার 204 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.26 শতাংশ ।

কলকাতা, 11 নভেম্বর : রাজ্যে বাড়ছে কোরোনায় সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছে 4 হাজার 431 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছে 3 লাখ 76 হাজার 696 ৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে হল 90.34 শতাংশ ৷ রাজ্যে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 49 জনের ৷ রাজ্যে মোট কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 7 হাজার 452 ৷

অপরদিকে , দু'সপ্তাহের বেশি সময় ধরে রাজ্যে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 4 হাজারের কম ৷ অপরদিকে রাজ্যে বাড়ছে সুস্থাতার হারও ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা 3 হাজার 872 ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 4 লাখ 16 হাজার 984 জন ৷

গত 24 ঘণ্টায় কলকাতায় 839 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 820 জনের শরীরে মিলেছে কোরোনা ভাইরাসের হদিস । রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 32 হাজার 836 জন ৷

9 নভেম্বর পর্যন্ত রাজ্যে 49 লাখ 59 হাজার 087 টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । বুধবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী আরও 44 হাজার 117 টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 50 লাখ 03 হাজার 204 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.26 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.