ETV Bharat / city

Corona Update in Bengal : ঊর্ধ্বগতি অব্যাহতই, বাংলায় সংক্রমণ 15 হাজারের ঘরে

author img

By

Published : Jan 6, 2022, 8:11 PM IST

Updated : Jan 6, 2022, 8:36 PM IST

বৃহস্পতিবারও বাড়ল সংক্রমণের সংখ্যা ৷ এদিন গোটা রাজ্যে 15 হাজার 421 জন করোনায় আক্রান্ত হয়েছেন (COVID cases increasing in Bengal) ৷ এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার কথা বলেছেন (Mamata on Bengal COVID surge) ৷

COVID surge in Bengal
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি

কলকাতা, 6 জানুয়ারি : গোটা দেশের মতো বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ (Rising COVID cases in West Bengal) ৷ গতকাল যা 14 হাজারের ঘরে ছিল বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়াল 15 হাজার 421 ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 19 জনের ৷

পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়ালেও মুখ্যমন্ত্রী এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ জানান ৷ তিনি মাস্ক-গ্লাভসের ব্যবহার এবং সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন বারংবার ৷ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যাও বাড়িয়ে করা হয়েছে 404টি ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 15 হাজার 421 জন ৷ শহর কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 হাজার 569 জন ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 62 হাজার 413 জনের ৷ বৃহস্পতিবার সংক্রমণের হার রয়েছে 24.72 শতাংশ, গতকাল যা ছিল 23.17 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 19 জনের ৷ বুধবার মৃত্যুর সংখ্যা ছিল 17 ৷ এদিন শুধু উত্তর 24 পরগনাতেই মৃত্যু হয়েছে 7 জনের ৷ কলকাতায় 3 জন, হুগলি, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং ও জলপাইগুড়িতে 2 জন করে এবং হাওড়ায় 1 জনের মৃত্যু হয়েছে ৷ এদিন অবধি গোটা রাজ্যে মোট সংক্রমণ 16 লক্ষ 93 হাজার 744 এবং মৃত্যু 19 হাজার 846 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 7 হাজার 343 জন ৷ এখনও পর্যন্ত বঙ্গে করোনামুক্তের মোট সংখ্যা 16 লক্ষ 32 হাজার 797 জন ৷

এদিন রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 41 হাজার 101 ৷ বৃহস্পতিবার গোটা রাজ্যে সুস্থতার হার 96.40 এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.17 শতাংশ ৷

আরও পড়ুন : Mamata on Bengal COVID surge : এই রোগ মারাত্মক নয়, অভয় মুখ্যমন্ত্রীর

কলকাতা, 6 জানুয়ারি : গোটা দেশের মতো বাংলাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ (Rising COVID cases in West Bengal) ৷ গতকাল যা 14 হাজারের ঘরে ছিল বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়াল 15 হাজার 421 ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 19 জনের ৷

পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়ালেও মুখ্যমন্ত্রী এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে অনুরোধ জানান ৷ তিনি মাস্ক-গ্লাভসের ব্যবহার এবং সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন বারংবার ৷ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফের সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে কনটেনমেন্ট জোনের সংখ্যাও বাড়িয়ে করা হয়েছে 404টি ৷

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 15 হাজার 421 জন ৷ শহর কলকাতায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6 হাজার 569 জন ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে 62 হাজার 413 জনের ৷ বৃহস্পতিবার সংক্রমণের হার রয়েছে 24.72 শতাংশ, গতকাল যা ছিল 23.17 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 19 জনের ৷ বুধবার মৃত্যুর সংখ্যা ছিল 17 ৷ এদিন শুধু উত্তর 24 পরগনাতেই মৃত্যু হয়েছে 7 জনের ৷ কলকাতায় 3 জন, হুগলি, দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং ও জলপাইগুড়িতে 2 জন করে এবং হাওড়ায় 1 জনের মৃত্যু হয়েছে ৷ এদিন অবধি গোটা রাজ্যে মোট সংক্রমণ 16 লক্ষ 93 হাজার 744 এবং মৃত্যু 19 হাজার 846 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 7 হাজার 343 জন ৷ এখনও পর্যন্ত বঙ্গে করোনামুক্তের মোট সংখ্যা 16 লক্ষ 32 হাজার 797 জন ৷

এদিন রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 41 হাজার 101 ৷ বৃহস্পতিবার গোটা রাজ্যে সুস্থতার হার 96.40 এবং মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.17 শতাংশ ৷

আরও পড়ুন : Mamata on Bengal COVID surge : এই রোগ মারাত্মক নয়, অভয় মুখ্যমন্ত্রীর

Last Updated : Jan 6, 2022, 8:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.