ETV Bharat / city

Corona in Bengal : রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ, মৃত 8 - দৈনিক করোনা সংক্রমণ

গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ উত্তর 24 পরগনায় মারা গিয়েছেন 2 জন ৷ হুগলি, নদিয়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

Corona in Bengal
রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ, আক্রান্ত আরও 982 জন
author img

By

Published : Oct 29, 2021, 6:52 PM IST

Updated : Oct 29, 2021, 7:15 PM IST

কলকাতা, 29 অক্টোবর : রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 982 জন৷ আগের দিন যা ছিল 990 জন৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 273 জন, উত্তর 24 পরগনায় 161 জন৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ উত্তর 24 পরগনায় মারা গিয়েছেন 2 জন ৷ হুগলি, নদিয়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 9 জনের৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 91 হাজার 14 জন৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 860 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 63 হাজার 678 জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 223 জন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 113 জনের৷

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

আগের দিনের তুলনায় বেড়েছে নমুনা পরীক্ষা ৷ গতকাল 45 হাজার 437 জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ আজ 49 হাজার 17 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 91 লাখ 33 হাজার 755৷

এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 5 লাখ 15 হাজার 399 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লাখ 83 হাজার 985 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 44 লাখ 73 হাজার 641 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 2 কোটি 8 লাখ 83 হাজার 80 জন ৷

কলকাতা, 29 অক্টোবর : রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 982 জন৷ আগের দিন যা ছিল 990 জন৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 273 জন, উত্তর 24 পরগনায় 161 জন৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ উত্তর 24 পরগনায় মারা গিয়েছেন 2 জন ৷ হুগলি, নদিয়া, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 9 জনের৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 91 হাজার 14 জন৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 860 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 63 হাজার 678 জন ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 223 জন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 113 জনের৷

আরও পড়ুন : School Reopen : খুলছে স্কুল, স্বাস্থ্যবিধি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

আগের দিনের তুলনায় বেড়েছে নমুনা পরীক্ষা ৷ গতকাল 45 হাজার 437 জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ আজ 49 হাজার 17 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 91 লাখ 33 হাজার 755৷

এদিন ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 5 লাখ 15 হাজার 399 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লাখ 83 হাজার 985 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 44 লাখ 73 হাজার 641 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 2 কোটি 8 লাখ 83 হাজার 80 জন ৷

Last Updated : Oct 29, 2021, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.