কলকাতা, 3 জানুয়ারি : বিধিনিষেধ শুরুর দিনই রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ সোমবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 6 হাজার 78 জন ৷ আগের দিন যা ছিল 6 হাজার 153 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 801 জন ৷ টানা 6 দিন রাজ্যের করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী থাকার পর, এদিন কিছুটা নিম্নমুখী করোনা গ্রাফ ৷ যদিও গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা কম হয়েছে ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 13 জনের (Died of Corona in Bengal) ৷
দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও রাজ্যে বেড়েছে করোনায় সংক্রমণের হার ৷ রবিবারের 15.93 শতাংশ থেকে সোমবার তা বেড়ে হয়েছে 19.59 শতাংশ ৷
আরও পড়ুন : লোকালের বিধি বদল, শেষ ট্রেন রাত 10টায়
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 794 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 55 হাজার 228 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 2 হাজার 917 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 15 হাজার 248 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 20 হাজার 186 জন ৷ চিন্তার বিষয় হল, রাজ্যে দৈনিক সুস্থ রোগীর তুলনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে ৷ কমছে সুস্থতার হারও ৷ রবিবার রাজ্যে করোনা থেকে সুস্থতার হার ছিল 97.77 শতাংশ, সোমবার তা কমে হয়েছে 97.58 শতাংশ ৷
আজ 31 হাজার 30 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 14 লাখ 99 হাজার 77 ৷
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 3 হাজার 540 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 49 হাজার 8 জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 44 লাখ 34 হাজার 755 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 98 লাখ 58 হাজার 121 জন ৷