ETV Bharat / city

Corona Update in Bengal : চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত 45, মৃত্যু শূন্য

রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 60 জন ৷ টানা সাতদিন মৃত্যুহীন রাজ্য ৷

Corona Update in Bengal
চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত 45
author img

By

Published : Mar 29, 2022, 8:40 PM IST

কলকাতা, 29 মার্চ : সোমবারের তুলনায় আজ সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 45 জন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 31 জন ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.31 শতাংশ (Corona Positivity Rate) ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি ৷ এনিয়ে টানা সাতদিন করোনায় মৃত্যুহীন রাজ্য ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 197 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 17 হাজার 278 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 60 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 95 হাজার 416 জন ৷ এদিন করোনা পরীক্ষা হয়েছে 14 হাজার 323 জনের ৷

আরও পড়ুন: সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যু

রাজ্যে আরও 3 লাখ 23 হাজার 151 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 11 লাখ 36 হাজার 744 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 99 লাখ 5 হাজার 435 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 18 লাখ 38 হাজার 770 জন ৷

কলকাতা, 29 মার্চ : সোমবারের তুলনায় আজ সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 45 জন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 31 জন ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.31 শতাংশ (Corona Positivity Rate) ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে একজনেরও মৃত্যু হয়নি ৷ এনিয়ে টানা সাতদিন করোনায় মৃত্যুহীন রাজ্য ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 197 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 17 হাজার 278 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 60 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 95 হাজার 416 জন ৷ এদিন করোনা পরীক্ষা হয়েছে 14 হাজার 323 জনের ৷

আরও পড়ুন: সংক্রমণ, সক্রিয় রোগীর সংখ্যা কমলেও বাড়ল দৈনিক মৃত্যু

রাজ্যে আরও 3 লাখ 23 হাজার 151 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 11 লাখ 36 হাজার 744 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 99 লাখ 5 হাজার 435 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 18 লাখ 38 হাজার 770 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.