ETV Bharat / city

Corona Update in Bengal : চারশোর গণ্ডি ছাড়াল আক্রান্তের সংখ্যা, বাড়ল সংক্রমণের হার - Corona Death toll in Bengal

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 210 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 22 হাজার 547 ৷

west bengal corona news
বঙ্গে বাড়ছে করোনা
author img

By

Published : Jun 21, 2022, 8:08 PM IST

কলকাতা, 21 জুন : রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ উদ্বেগ বাড়িয়ে প্রায় চার মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরল 400 এর গণ্ডি ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও 406 জন ৷ রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে হয়েছে 4.74 শতাংশ (Corona Positivity Rate in Bengal) ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে 1 জন প্রাণ হারিয়েছেন ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 210 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 22 হাজার 547 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 120 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 99 হাজার 008 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 8 হাজার 561 জনের ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণ 10 হাজারের নিচে, কমেছে হারও

রাজ্যে আরও 70 হাজার 833 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 25 লাখ 50 হাজার 923 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 31 লাখ 51 হাজার 340 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 33 লাখ 65 হাজার 401 জন ৷

কলকাতা, 21 জুন : রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ উদ্বেগ বাড়িয়ে প্রায় চার মাস পর রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পেরল 400 এর গণ্ডি ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যন অনুযায়ী গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন আরও 406 জন ৷ রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়ে হয়েছে 4.74 শতাংশ (Corona Positivity Rate in Bengal) ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে 1 জন প্রাণ হারিয়েছেন ৷

রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 210 জনের ৷ মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 22 হাজার 547 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 120 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 99 হাজার 008 জন ৷ গত চব্বিশ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে 8 হাজার 561 জনের ৷

আরও পড়ুন : করোনা সংক্রমণ 10 হাজারের নিচে, কমেছে হারও

রাজ্যে আরও 70 হাজার 833 জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 7 কোটি 25 লাখ 50 হাজার 923 জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 6 কোটি 31 লাখ 51 হাজার 340 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 33 লাখ 65 হাজার 401 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.