ETV Bharat / city

STF Arrest : ডানকুনি থেকে আগ্নেয়াস্ত্র-সহ বিহারের বাসিন্দা গ্রেফতার

author img

By

Published : Aug 6, 2021, 2:38 PM IST

স্বাধীনতা দিবসের আগে ডানকুনি টোল প্লাজা থেকে বিহারের এক বাসিন্দাকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ ৷ ধৃতের নাম আমন কুমার ৷ তাঁর কাছ থেকে কারবাইন-সহ একাধিক আগ্নেয়াস্ত্র, 10 টি ম্যাগাজিন এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে ৷

West Bengal police STF arrests Bihar man with firearm from Dankuni Toll Plaza
STF Arrest : স্বাধীনতা দিবসের আগে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার বিহারের বাসিন্দা

কলকাতা, 6 অগস্ট : স্বাধীনতা দিবসের আগে বড় সাফল্য রাজ্য পুলিশের এসটিএফের ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল তারা ৷ ভবানী ভবন সূত্রে খবর, ধৃতের নাম আমন কুমার ৷ শুক্রবার সকালে ডানকুনি টোল প্লাজা থেকে তাকে পাকড়াও করা হয় ৷ সে বিহারের বাসিন্দা ৷

আরও পড়ুন : চাকদায় বুথের সামনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য

রাজ্য পুলিশের এসটিএফের কাছে খবর ছিল, স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি, বারুদ ঢোকানো হতে পারে ৷ বিহারের মুঙ্গের থেকে আমদানি করা হতে পারে অস্ত্রশস্ত্র ৷ স্বাধীনতা দিবসের দিন অথবা তার আগে পরে রাজ্যে অশান্তি ছড়ানোর জন্যই এই আয়োজন কিনা, সেই বিষয়ে অবশ্য বিশদে কিছুই জানানো হয়নি রাজ্য পুলিশের তরফে ৷ তবে সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র যে বাসে করে আনা হচ্ছে, সেই তথ্য আগে থেকেই ছিল এসটিএফের কাছে ৷ সেই মতো, ডানকুনি টোল প্লাজায় ওঁৎ পেতে ছিলেন এসটিএফের সদস্যরা ৷ নির্দিষ্ট সময়ে একটি বাস টোল প্লাজায় পৌঁছয় ৷ সেই বাসে উঠেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : 3টি আগ্নেয়াস্ত্র সহ 1 পাচারকারীকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ

ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন এসটিএফ সদস্যরা ৷ তার ভিতর থেকে কারবাইন-সহ একাধিক আগ্নেয়াস্ত্র, 10টি ম্যাগাজিন এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, এগুলি মুঙ্গের থেকেই এ রাজ্যে পাঠানো হয়েছে ৷ তবে কে, বা কারা এই সব সামগ্রী রাজ্যে ঢোকানোর বরাত দিয়েছিল, কেনই স্বাধীনতা দিবসের আগে সেগুলি আনানো হল, সেই সবকিছুই খতিয়ে দেখছে রাজ্য পুলিশ ৷ ধৃতকে জেরা করে তার সঙ্গীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ৷

কলকাতা, 6 অগস্ট : স্বাধীনতা দিবসের আগে বড় সাফল্য রাজ্য পুলিশের এসটিএফের ৷ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল তারা ৷ ভবানী ভবন সূত্রে খবর, ধৃতের নাম আমন কুমার ৷ শুক্রবার সকালে ডানকুনি টোল প্লাজা থেকে তাকে পাকড়াও করা হয় ৷ সে বিহারের বাসিন্দা ৷

আরও পড়ুন : চাকদায় বুথের সামনে আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য

রাজ্য পুলিশের এসটিএফের কাছে খবর ছিল, স্বাধীনতা দিবসের আগেই রাজ্যে আগ্নেয়াস্ত্র ও গুলি, বারুদ ঢোকানো হতে পারে ৷ বিহারের মুঙ্গের থেকে আমদানি করা হতে পারে অস্ত্রশস্ত্র ৷ স্বাধীনতা দিবসের দিন অথবা তার আগে পরে রাজ্যে অশান্তি ছড়ানোর জন্যই এই আয়োজন কিনা, সেই বিষয়ে অবশ্য বিশদে কিছুই জানানো হয়নি রাজ্য পুলিশের তরফে ৷ তবে সূত্রের খবর, আগ্নেয়াস্ত্র যে বাসে করে আনা হচ্ছে, সেই তথ্য আগে থেকেই ছিল এসটিএফের কাছে ৷ সেই মতো, ডানকুনি টোল প্লাজায় ওঁৎ পেতে ছিলেন এসটিএফের সদস্যরা ৷ নির্দিষ্ট সময়ে একটি বাস টোল প্লাজায় পৌঁছয় ৷ সেই বাসে উঠেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : 3টি আগ্নেয়াস্ত্র সহ 1 পাচারকারীকে গ্রেফতার করল কোচবিহার পুলিশ

ধৃত ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেন এসটিএফ সদস্যরা ৷ তার ভিতর থেকে কারবাইন-সহ একাধিক আগ্নেয়াস্ত্র, 10টি ম্যাগাজিন এবং কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, এগুলি মুঙ্গের থেকেই এ রাজ্যে পাঠানো হয়েছে ৷ তবে কে, বা কারা এই সব সামগ্রী রাজ্যে ঢোকানোর বরাত দিয়েছিল, কেনই স্বাধীনতা দিবসের আগে সেগুলি আনানো হল, সেই সবকিছুই খতিয়ে দেখছে রাজ্য পুলিশ ৷ ধৃতকে জেরা করে তার সঙ্গীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.